আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ৪:৫৩

ফের বেপরোয়া গালপোড়া রঞ্জু!

ডান্ডিবার্তা | ০১ ডিসেম্বর, ২০২৪ | ৯:২৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
মনিরুজ্জামান রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জু যিনি পুরো জেলাজুড়েই ব্লাকমেইলার রঞ্জু বলে সর্বমহলে ব্যাপক পরিচিত। প্রায় ১ যুগ আগে নগরীতে এক সিএনজি চালক জামাল হোসেনকে কুপিয়ে ও গলাকেটে হত্যার পর পুরো আলোচনায় আসে এ রঞ্জু। সেই মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘ কয়েক বছর জেলও খেটেছেন তিনি। সদর-বন্দর আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের একমাত্র তনয় নারায়ণগঞ্জের আরেক শীর্ষ সন্ত্রাসী ও হাজী সাব হিসেবে খ্যাত আজমেরী ওসমানের একান্ত সহযোগি হিসেবে হিসেবে এ রঞ্জু ব্যাপক পরিচিত। গাল পোড়া রঞ্জুর ব্লাকমেইলিংয়ের শিকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মানুষ জানান, সিএনজি চালককে হত্যার পর সে মামলায় দীর্ঘদিন জেলখেটে বের হয়ে আসার পরই আরো বেপরোয়া হয়ে উঠে এ রঞ্জু। বিভিন্ন এলাকাতে ফ্লাট বাসাতে বিভিন্ন কৌশলে নারী-পুরুষকে একত্রিত করে অনৈতিক কাজ করেছে এ অপবাদ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়াটাই যেন তার অন্যতম নেশা ও পেশা। আর এ ধরনের কার্যকলাপ করতে রঞ্জু একাধিক ছেলে-মেয়েদের সমন্ময়ে গড়ে তুলেছে  কয়েকটি গ্রুপ। যে গ্রুপের কাজই হচ্ছে বিত্তশালী মানুষকে নারী দিয়ে ফুসলিয়ে একেক সময় একেক স্থানে দিয়ে ব্লাকমেইলিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়া। নাম প্রকাশে অনিচ্ছুক জামতলা ও আশপাশের সাধারন মানুষ জানান, ২০১১ সালে সিএনজি চালক হত্যাকান্ডে গ্রেফতার হয়ে জেলে যাওয়ার পর রঞ্জর ১ম স্ত্রী দেশের বাহিরে চলে যায় তাকে ডিভোর্স দিয়ে। সেই মামলায় দীর্ঘদিন জেলখেটে বাহিরে এসে তার গুরু নারায়ণগঞ্জের অন্যতম ত্রাসসৃষ্টিকারী আজমেরী ওসমানের সাথে যোগাযোগ করে পুনরায় জড়িয়ে পড়ে বিভিন্ন অপরাধকর্মে। যার মধ্যে অন্যতম হচ্ছে ব্লাকমেইলিং। শুধু নারায়ণগঞ্জ শহর কিংবা শহরতলীতে নয়। নারায়ণগঞ্জের বাহিরেও সুন্দরী রমনীদের সহযোগিতায় বিত্তশালী ছেলেদেরকে ব্লাকমেইলিং করছে এ রঞ্জ ওরফে গাল পোড়া রঞ্জু। তারা আরও বলেন, জুলাই-আগষ্টে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে নাকি নিরীহ ছাত্র-জনতার উপর আজমেরী ওসমানের নির্দেশে হামলা চালিয়ে ছিলো গালপোড়া রঞ্জু। ৫ আগষ্টে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে সেই পথ অনুসরন করে আজমেরী ওসমানের পাশাপাশি গালপোড়া রঞ্জুও ছিলো নারায়ণগঞ্জের বাহিরে। দীর্ঘ প্রায় ৩ মাস শহরের বাহিরে থেকে পুনরায় নারায়ণগঞ্জে এসে তার পুরোনো সেই পেশা ব্লাকমেইলিং আবারো পুরোদমে শুরু করেছেন। তারা আরও বলেন,স্বৈরাচারী হাসিনার অন্যতম দোসর নারায়ণগঞ্জে ওসমান পরিবারের সদস্য আজমেরী ওসমানের আস্থাভাজন রঞ্জু ওরফে গালপোড়া রঞ্জু ছাত্র-জনতার উপর হামলা চালিয়ে কিভাবে আবারও বুক ফুলিয়ে শহর ও শহরতলীতে দাবড়িয়ে বেড়াচ্ছে আর সুন্দরী নারীদের সমন্ময়ে গড়ে তোলা ব্লাকমেইলিং চক্রের মাধ্যমে কিভাবে মানুষকে প্রতারিত করে টাকা হাতিয়ে নিচ্ছে তা বোধগম্য হচ্ছেনা। ভুক্তভোগীদের দাবী, অতিদ্রুত ব্লাকমেইলিং চক্রের হোতা রঞ্জু ওরফে গালপোড়া ঞ্জুসহ তার সাথে থাকা সকল অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় নেয়া হোক।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা