আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | ভোর ৫:৫০

না’গঞ্জ শপিং কমপ্লেক্সের কোটি টাকা লোপাট

ডান্ডিবার্তা | ০২ ডিসেম্বর, ২০২৪ | ৯:৪৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ শপিং কমপ্লেক্স -৩ দোকান মালিক ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেডের সভাপতি আব্দুল হান্নান নান্নু ও সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদারের বিরুদ্ধে ক্ষমতা কুক্ষিগত করে রাখা, অর্থ লুটপাট সহ নানান অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, নারায়ণগঞ্জ শপিং কমপ্লেক্স -৩ দোকান মালিক ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি পরিচয় দানকারী মোহাম্মদ আব্দুল হান্নান নান্নু ও সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদারের বিরুদ্ধে ক্ষমতা কুক্ষিগত করে রাখা, সমিতির কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ব্যবসায়ীরা জানান, নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান এমপি, তার ভাতিজা যুবরাজ বলে খ্যাত আজমেরী ওসমানের নাম ব্যবহার করে অর্থ আত্মসাৎ, দোকান ক্রয়- বিক্রয়ের ও বিচার শালিশীর নামে কোটি কোটি টাকা লুটপাট করেছে। এখন বিএনপি নেতাদের ম্যানেজ করার কৌশল নিয়েছে। ডিবি পুলিশ নান্নুকে আটক করেছিল। পরে দালাল ধরে সে যাত্রা থেকে রক্ষা পায় নান্নু ও শাহ আলম তালুকদার। গত  ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ সদস্য শামীম ওসমান, সাবেক সংসদ সদস্য নাসিম ওসমানের একমাত্র তনয় আজমেরী ওসমান পালিয়ে গেলেও নান্নু ও শাহ আলম নারায়ণগঞ্জে বহাল তবিয়তে রয়ে গেছে। বর্তমানে শাহ আলম ও নান্নু নিজেদের ভোল পাল্টে বিএনপি বনে যাওয়ার অপচেষ্টা করছে। নান্নু ও শাহ আলম স্থানীয় বিএনপির কতিপয় নেতাদের ম্যানেজ করে আবারো সমিতির ক্ষমতা কুক্ষিগত করে রাখার অপচেষ্টা চালাচ্ছে। একটি সূত্র হতে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ ইমরান হাবিব গত ৩১ অক্টোবর এক পত্রের মাধ্যমে নির্বাচিত কমিটির অনুমোদন ও নিয়োগকৃত অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি বাতিলের জন্য পত্র প্রেরন করেন। তাতেও তারা কর্নপাত করছেননা। বরং সমিতির কেউ প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে থাকে। আব্দুল হান্নান নান্নু তার আপন ছোট ভাই সমিতি’র সাবেক সহ সভাপতি আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে ১ কোটি টাকার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছিল। এছাড়াও গত ৫ বছর সভাপতি ও সাধারণ সম্পাদক কোন এজিএম করেননি। শামীম ওসমান ও আজমেরী ওসমানের প্রভাব খাটিয়ে সমিতির কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ এখন নান্নু ও হান্নান ভোল পাল্টে নব্য বিএনপি হওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে সভাপতি আব্দুল হান্নান নান্নু মুঠোফোনে বলেন,সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। একটি পক্ষ চাচ্ছে মার্কেট দখল করে নিতে। আপনি আপনার নাম্বার দেন আমি সেক্রেটারি জানাচ্ছি। তাকে নিয়ে কাল আপনার অফিসে আসবো বলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা