
ডান্ডিবার্তা রিপোর্ট
জাকির খান। তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি। নারায়ণগঞ্জের আলোচিত মুখ জাকির খানের কারামুক্তির প্রত্যাশায় হাজার হাজার নেতাকর্মী। দীর্ঘদিন বিএনপি ক্ষমতার বাহিরে থেকেও নারায়ণগঞ্জের রাজনীতিতে তার কর্মী বাহিনী সক্রিয় থেকে কেন্দ্রীয় কর্মসূচী সফল করেছেন। গডফাদার খ্যাত নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানও ভয় পেতেন জাকির খানকে। তাই জাকির খানের কারামুক্তির মধ্যদিয়ে নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতিতে পট পরিবর্তন হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জানাগেছে, ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারী গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার । এ হত্যাকান্ডের পর নিহতের বড় ভাই তৈমুর আলম খন্দকার বাদী হয়ে সাবেক এমপি গিয়াস উদ্দিনকে প্রধান আসামি করে ১৭ জনের নামে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। এঘটনাকে কেন্দ্র করে রাজনীতিক প্রতি হিংসার কারণে আত্মগোপনে চলে যান জাকির খান। দীর্ঘদিন আত্মগোপনে থাকলেও তার অনুসারিরা নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকায় ছিলেন। গ্রেফতারের ভয় উপেক্ষা করে হরতাল-অবরোধসহ কেন্দ্রীয় কর্মসূচীতে সফল করতে রাজপথে ছিলেন তার অনুসারিরা। দীর্ঘ ২১ বছর আত্মগোপনে থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে র্যাব-১১। গ্রেফতারের পর থেকেই কারাগারে রয়েছেন তিনি। তবে গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতন হওয়ার পর জাকির খানের মুক্তির বিষয়টি আলোচনায় আসে। ইতিমধ্যে সাব্বির আলম খন্দকার হত্যা মামলা ছাড়া সবকয়টি মামলায় আইনী লড়াইয়ে তার জামিন হয়েছে। তাই আগামী মাসে সাব্বির আলম খন্দকার হত্যা মামলার রায়ের মধ্যদিয়ে জাকির খানের মুক্তির সম্ভাবনা রয়েছে। যতদিন যাবৎ গ্রেফতার হয়েছেন জাকির খান ও তাকে বিভিন্ন মামলায় আদালতপাড়ায় উঠনো হচ্ছে প্রতিটিদিন জাকির খানের মুক্তির স্লোগানে কেঁপে উঠতে দেখা গেছে নারায়ণগঞ্জ আদালতপাড়া। কিন্তু দীর্ঘদিন মুক্তির দাবি করলে ও বর্তমানে উল্লাসে দিন-রাত মুক্তির প্রহর গুনছেন নেতাকর্মীরা। জাকির খানের আইনজীবী মো. রবিউল হোসেন জানান, সাব্বির হত্যা মামলায় দুই পক্ষের যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে। এখন শুধু রায় ঘোষণার অপেক্ষায় আছি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাকির খানের বিশাল কর্মী বাহিনী রয়েছে। যারা বিগতদিন জাকির খানের অনুপস্থিতিতেই রাজপথ কাঁপিয়েছেন। আর এবার জাকির খান নিজেই রাজপথে নামলে পাল্টে যাবে নারায়ণগঞ্জের রাজনীতির দৃশ্যপট। দলের গুরুত্বপূণ পদের পাশাপাশি আগামীতে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন চাইবেন-এমন সম্ভাবনাও রয়েছে। জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মৌলিক জানান, ইনশাল্লাহ আগামী ৭ তারিখ মিথ্যা মামলা থেকে জাকির খান খালাস পেয়ে নারায়ণগঞ্জবাসীর কাছে ফিরে আসবেন। জাকির খানের নেতৃত্বে মাদক, চাদাঁবাজ, সন্ত্রাস মুক্ত সুন্দর নারায়ণগঞ্জ গড়তে আমরা অঙ্গিকার করছি। জাকির খান কারাগারে থাকায় বিগতদিনে তার অনুসারিদের মাইনাস করে মহানগর বিএনপির কমিটি করা হয়েছিল। দলের স্বার্থে আমরা তা মেনে নিয়েছি। তবে আগামীতে গুরুত্বপূণ পদে থাকবেন জাকির খান ও তার অনুসারিরা। পারভেজ মৌলিক আরো জানান, জাকির খানের নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্ম করতে তাকে আইনের হাতে তুলে দেয়া হবে। কোন অন্যায়কারীকে আশ্রয় প্রশ্রয় দেয়া হবে না।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯