আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | ভোর ৫:৫০

বিএনপি নেতাকর্মীদের মধ্যে স্বস্তি

ডান্ডিবার্তা | ০৩ ডিসেম্বর, ২০২৪ | ১০:০৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের প্রায় ৪৫০ মামলা নিষ্পত্তির পথে। একই সঙ্গে আরও অন্তত ৪ শতাধিক মামলা রয়েছে নিষ্পত্তির আবেদনে। গতকাল সোমবার নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। টানা দীর্ঘ সময় বিএনপি নেতাকর্মীদের এসব মামলা নিয়ে কাজ করেছেন তিনি। আদালতে বিএনপি নেতাকর্মীদের নিয়মিত জামিনের আবেদন ও আইনি লড়াই চালানোয় আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের আইনজীবীদের চক্ষুশূলে পরিণত হয়েছিলেন তিনি। তিনি জানান, ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে জেলাজুড়ে প্রায় ১৫০টি মামলা করা হয়। এসব মামলার প্রতিটিই ছিল মিথ্যা ও গায়েবি মামলা। এসব মামলা নিষ্পত্তির লক্ষে এফআরটি দেওয়া হচ্ছে। ফলে এসব মামলা নিষ্পত্তি হচ্ছে। তিনি জানান, ৫ আগস্টের আগে আন্দোলনের সময় ১৯ দিনে সে সময়ের অবৈধ সরকার শুধুমাত্র বিএনপিকে টার্গেট করে জেলাজুড়ে ৭৫টি মামলা করে। এসব মামলা প্রত্যাহার করা হচ্ছে। আদালতে নিজেরা আইনজীবীদের মাধ্যমে শুনানি করে ২শ এর মতো মামলা নিষ্পত্তি করেছেন বলে জানিয়ে তিনি বলেন, ২শ এর মতো মামলা আমরা শুনানি করে শেষ করেছি। বাকি যেসব মামলার অভিযোগপত্র হয়নি এসব মামলা প্রত্যাহারের জন্য আমরা জেলা ম্যাজিস্ট্রেট বরাবর দরখাস্ত করেছি। আমিসহ বিভিন্ন থানা থেকে প্রায় ৪শ এর মতো মামলা নিষ্পত্তির জন্য দরখাস্ত দেওয়া হয়েছে। এসব দরখাস্ত একটি কমিটি করে যাচাই বাছাই করে দেখা হবে এগুলো রাজনৈতিক মামলা কিনা। রাজনৈতিক মামলাগুলো পরবর্তীতে নিষ্পত্তি করা হবে। টানা ১৭ বছর ধরে বিএনপি নেতাকর্মীদের নামে দায়ের হওয়া রাজনৈতিক মামলা নিষ্পত্তিতে দ্রুত সরকার কর্তৃক গঠিত কমিটি সুপারিশ করবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক একথা জানান। এসময় আবেদন হওয়া এসকল রাজনৈতিক মামলা যাচাই বাছাই করে কমিটি নিষ্পত্তির ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক আরো জানান, ইতোমধ্যে এ আবেদনগুলোর পাবলিক প্রসিকিউটরের (পিপি) কাছে দেয়া হয়েছে। এ সংক্রান্ত সরকার থেকে একটি কমিটি করে দেয়া হয়েছে। আমি সভাপতি ও এসপি, পিপি আছে কমিটিতে। এখন পর্যন্ত আমরা সুপারিশ করিনি। আবেদন হয়েছে, এগুলো যাচাই বাছাই করে কমিটি সুপারিশ করবে। দ্রুতই কমিটি এ ব্যাপারে সুপারিশ করবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা