আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | ভোর ৫:৪৯

জেলা বিএনপিতে নয়া বিরোধ

ডান্ডিবার্তা | ০৩ ডিসেম্বর, ২০২৪ | ১০:০৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে নতুন করে বিরোধ চাঙ্গা হয়ে উঠতে শুরু করেছে। নিজেরা নিজেদের ঘায়ের করতে নানা বক্তব্য ও বিবৃতি দিয়ে যাচ্ছেণ। এদিকে সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিনকে চ্যালেঞ্জ জানিয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মামুন মাহমুদের মন্তব্যকে ‘বালখিল্য’ উল্লেখ করে মন্তব্য করেছেন জেলা কৃষক দলের সদস্য সচিব মুহাম্মদ কায়সার রিফাত। গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে তিনি ওই মন্তব্য করেন তিনি। মুহাম্মদ কায়সার রিফাত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিনের তৃতীয় ছেলে। সম্প্রতি ফতুল্লা ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে গিয়াসউদ্দিন তার বক্তব্যে ‘নরঘাতক নূর হোসেনের সঙ্গে কোনো ব্যক্তি কারাগারে দেখা করে এসেছেন এবং সেই ব্যক্তি নূর হোসেন ও গডফাদার শামীম ওসমানের হয়ে বিএনপির কতিপয় নেতাকর্মীদের নিয়ে সভা-মিছিল করে তাদেরকে বিপদগামী করছেন। এসব কিছুর তথ্য প্রমাণ আমাদের কাছে আছে’ উল্লেখ করেন। এদিকে গিয়াসউদ্দিনের ওই বক্তব্যে কারো নাম উল্লেখ না করলেও তা নিজের কাঁধে তুলে নেন জেলা বিএনপির সাবেক সেক্রেটারি মামুন মাহমুদ। এবং ওই বক্তব্যের পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে নূর হোসেনের সঙ্গে তার দেখা করার তথ্য প্রমাণ প্রকাশ করতে বলেন একই সঙ্গে মামুন মাহমুদ দাবি করেছেন গিয়াসউদ্দিন শামীম ওসমানের পক্ষে ভোট চেয়েছেন।
মামুন মাহমুদের অমন বক্তব্য, চ্যালেঞ্জ জানানো কোনোভাবেই বোধগম্য নয় দাবি করে মুহাম্মদ কায়সার রিফাত বিজ্ঞপ্তিতে বলেন, “ফতুল্লা ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে আমার পিতার একটি বক্তব্যে তিনি দারুণভাবে ব্যাথিত হয়েছেন। যদিও সেই বক্তব্যের কোনো অংশে তার নাম উচ্চারিত হয়নি, তারপরও তিনি ধরেই নিয়েছেন, নূর হোসেনকে কেন্দ্র করে দেওয়া বক্তব্যটুকু তাকে ঘিরে! বিষয়টি অত্যন্ত হাস্যকর এবং ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’- বহুল প্রচলিত এই প্রবাদটির মত। তাহলে কী তিনিই সে ব্যক্তি যিনি নরঘাতক নূর হোসেনের সঙ্গে কারাগারে দেখা করে এসেছেন। যদি তা না-ই হবে তাহলে কেন তিনি ওই বক্তব্য নিজের গায়ে মেখে নিলেন?” রিফাত বলেন, “বিগত ষোল বছর পতিত স্বৈরাচার সরকারের অন্যতম দোসর নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের সর্বোচ্চ প্রতিহিংসার শিকার হয়েছিলেন আমার পিতাসহ আমরা। কী পরিমাণ মামলা-মোকাদ্দমা, হয়রানি, নির্যাতনের শিকার হয়েছিলাম তা গোটা নারায়ণগঞ্জবাসী অবগত। এত নির্যাতনের পরও কখনই গোপন ঘরে, রাতের অন্ধকারে গডফাদার শামীম ওসমানের সঙ্গে গিয়াসউদ্দিন সাহেব আঁতাত কনেনি এবং বিদেশও পালিয়ে যাননি। এ কারণে যখন যেখানে সুযোগ হয়েছে সেখানেই গিয়াসউদ্দিন সাহেবকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ এবং হুমকিমূলক বক্তব্য দিতেন গডফাদার শামীম ওসমান। এই যখন পরিস্থিতি তখন স্বভাবতই প্রশ্ন আসে গডফাদার শামীম ওসমানের পক্ষে কী আমরা পিতা বা আমরা ভোট চাইতে পারি?” তিনি আরও বলেন, “যে মঞ্চে গডফাদার শামীম ওসমান গিয়াসউদ্দিন সাহেবকে নানাভাবে হুমকি দিতেন, তাকে নিয়ে বিদ্রুপ করতেন, একশো হাত মাটির তলা থেকে তুলে এনে পিটিয়ে মেরে ফেলার কথাও বলতেন, এক নিমিশে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাইতেন, সেই একই মঞ্চে মামুন মাহমুদের প্রশংসায় তিনি (শামীম ওসমান) থাকতেন পঞ্চমুখ- এর পিছনের কারণ অনুধাবন করতে হলে রকেট সাইন্স জানার প্রয়োজন নেই। ফলে শামীম ওসমানের পক্ষ হয়ে ‘গিয়াসউদ্দিন সাহেব ও তার সন্তানেরা ভোট চেয়েছে’ বলে যে বালখিল্য বক্তব্য তিনি দিয়েছেন তা ‘বাচ্চা ভুলানো লেবেনচুষ’ টাইপ।” রিফাত বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন সাহেবের প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখে জেলা বিএনপির দায়িত্ব অপর্ণ করেছে তা যথাযথভাবে তিনি পালনের চেষ্টা করে যাচ্ছেন। দল যদি কখনও মনে করে এই পদের জন্য তিনি যথাযথ নন; পরবর্তীতে যিনি আসবেন, দল যাকে এই দায়িত্ব দিবে, দলের বৃহত্তম স্বার্থে তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে যাবো।” তিনি আরও বলেন, “জনাব তারেক রহমান প্রদত্ত বর্তমান জেলা বিএনপি। ফলে এই কমিটি অস্বীকার করা এবং এই কমিটির বিরোধীতা করে বিশৃঙ্খলা সৃষ্টি করা মানেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আদেশ, নির্দেশ অমান্য করা যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের সামিল। ফলে দলের নীতি আদর্শে যারা বিশ্বাসী তারা বিশৃঙ্খলার পথ পরিহার করে মূল ধারায় ফিরে আসবেন বলে প্রত্যাশা করি।” রিফাত বলেন, “মনে রাখা ভালো, বিএনপি দেশের একটি বৃহত্তম দল। এই দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকা স্বাভাবিক কিন্তু প্রতিহিংসা পরায়ণ হয়ে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে তাদের রাজনীতি দল এবং সাধারণ মানুষের স্বার্থে নয়, ব্যক্তি স্বার্থে।”




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা