আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | ভোর ৫:৪৯

সিদ্ধিরগঞ্জে নারীর লাশ নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডান্ডিবার্তা | ০৩ ডিসেম্বর, ২০২৪ | ১০:০৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে বাড়ি-ভিটার মালিকানা বিরোধের জের ধরে পুলিশের উপস্থিতেতে এক নারীসহ একই পরিবারের ৬ জনকে কুপিয়ে গুরুতর আহত করেছিল প্রতিপক্ষের লোকজন। তাদের মধ্যে লিলি বেমগ (৫০) গতকাল সোমবার দুপুরে মারা যান। এ ঘটনায় নিহতের স্বজন ও এলাকাবাসী সন্ধ্যায় টায়ারে আগুন ধরিয়ে শিমরাইল মোড় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এতে বন্ধ হয়ে যায় সকল প্রকার যান চলাচল। নিহত লিলি বেগম সিদ্ধিরগঞ্জের শিমরাইল টেকপাড়া এলাকার আশাবুদ্দিনের স্ত্রী। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার সকাল সাড়ে ১১ টার দিকে নয়াআটি মুক্তিনগর এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপস্থিতে একই এলাকার চান্দু মাদবর ও তার ছেলে মনির হোসেন, গণি মিয়া, গণি মিয়ার ছেলে ওয়াদুদসহ শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে আশাবুদ্দিন ও তার পরিবারের ওপর হামলা চালায়। এসময় আশাবুদ্দিন (৫৫), তার ছেলে মো. নাঈম (৩৪), নাজমুল (৩২), ইমু (৩০), রোমান হোসেন (২৪) ও স্ত্রী লিলি বেগমকে (৫০) কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাদেরকে থানা পুলিশের কাছে সোপর্দ করে হামলাকারীরা।  আশাবুদ্দিন বলেন, সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মাহবুবসহ একদল পুলিশের উপস্থিতিতে আমাদের উপর হামলা হয়। তখন আমরা পুলিশের সহযোগিতা চাইলেও পুলিশ সহযোগিতা না করে উল্টো আমাদের সবাইকে রক্তাক্ত অবস্থায় গাড়িতে তুলে আদমজী এলাকায় নিয়ে ছেড়ে দেয়। ছাড়াপাওয়ার পর আমারা স্থানীয় সুগন্ধা হাসপাতালে গিয়ে চিকিৎসা নেই। আমার স্ত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করি। চিকিৎসাধিন অবস্থায় সোমবার দুপুরে আমার স্ত্রীর মৃত্যু হয়। আশাবুদ্দিন আরো বলেন, বিরোধপূর্ণ বাড়িভিটা নিয়ে আমি আদালতে মামলা করি। আদালত আমার পক্ষে রায় দেন। আদালতের রায়ের পর গত রোববার সকালে আমরা বাড়িতে গেলে চান্দু মাদবর ও তার ছেলেরাসহ আর্ধশতাধিক লোক আমাদের উপর  হামলা করে। ঘটনার দিন আমি হামলাকারীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করতে গেলে ওসি আল মামুন আমার মামলা নেয়নি। এ দিকে আহত নারীর মৃত্যুর ঘটনায় স্বজন ও এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে উঠে। পরে তারা টায়ারে আগুন ধরিয়ে সন্ধ্যায় শিমরাইল মোড় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘন্টা পর অবরোধকারীরা চলে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অভিযুক্ত চান্দু বাদবরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পুলিশের উপস্থিতিতে হামলা ও গাড়িতে তুলে নিয়ে আদমজীতে ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক মাহবুব বলেন, আমি তাদের সহযোগিতা করেছি। আমাদের সামনে হামলার ঘটনা ঘটেনি। তবে ছেড়ে দেওয়ার বিষয়টি তিনি এড়িয়ে যান। ভূক্তভোগীদের মামলা গ্রহন না করার বিষয়ে জানতে চাইলে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন বলেন, আসংখ্য লোকজন আহতদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দিতে চাইলে আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নারীর মৃত্যুর ঘটনায় ওসি বলেন, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা