
ডান্ডিবার্তা রিপোর্ট
নভেম্বরের শুরু থেকে পলিথিন ব্যাগের ব্যবহার ও উৎপাদন নিষিদ্ধ করে সরকার। যাঁরা এই নিষেধাজ্ঞা অমান্য করবে, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়। নারায়ণগঞ্জে কাঁচাবাজারসহ কয়েকটি পলিথিন উৎপাদনকারী কারখানায় অভিয়ান পরিচালনা করা হয়। পলিথিন শপিং ব্যাগ জব্দসহ জড়িতদের জরিমানা করা হয়। এক মাস পেরিয়ে গেলেও জেলার বিভিন্ন কাঁচাবাজারে, পাড়া-মহল্লার মুদি দোকানে পলিথিনের অবাধ ব্যবহার চলছেই। পলিথিনের পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা না থাকায় বিড়ম্বনায় পড়ছেন বাজারের ক্রেতা-বিক্রেতারা। সাধারণ মানুষ ও দোকান মালিকরা বলছেন, দুই-একদিনের অভিযানে বাজারে কোন পরিবর্তন হয় না। ম্যাজিস্ট্রেট আসলে দোকানিরা পলিথিন সরিয়ে রাখেন। তিনি চলে গেলে যেই লাউ সেই কদু অবস্থা। যারা পলিথিন উৎপাদন করে সেই দিকে সরকারকে কাজ করতে হবে। পলিথিনের বিকল্পও বাজারে নিয়ে আসতে হবে। পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ‘র কার্যালয় থেকে জানা যায়, ৩ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জে বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে ১ হাজার ২ ‘শ ২ কেজি পলিথিন ব্যাগ জব্দ করা হয়েছে। জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও পুলিশ সদস্যদের নিয়ে এই অভিযান পরিচালিত হয়। এপর্যন্ত কয়েকটি পলিথিন উৎপাদনকারী কারখানা বন্ধসহ বিভিন্ন দোকান মালিক-ব্যবসায়ীদের সর্বমোট ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সচেতন মহল বলছেন, পলিথিন উৎপাদনকারী কাঁচামাল আমাদানি বন্ধ করার পাশাপাশি বিভিন্ন কারখানা থেকে মজুদকৃত কাঁচামাল জব্দ করতে হবে। সেই সাথে পলিথিনের সাশ্রয়ী বিকল্প ব্যবস্থা সাধারণ মানুষের জন্য সহজলভ্য করতে হবে। পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। এই সকল পদক্ষেপের মাধ্যমে পলিথিন ব্যবহার বন্ধে ইতিবাচক প্রভাব পড়বে। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, কয়েক যুগ ধরে পলিথিন ব্যবহার করতে করতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। পাকিস্তান আমলে আমরা দেখেছি, কোন পলিথিনের ব্যবহার ছিল না। বাজার থেকে কিছু কিনে আনতে হলে কাগজের ঠোঙ্গা ব্যবহার করা হতো। বাজার করার জন্য চটের ব্যাগ ব্যবহার হত। সে সময় আমাদের পলিথিন ছিল না কিন্তু বাজার-সদায় করতে কোন কিছু আটকে থাকে নি। কয়েক যুগ ধরে পলিথিনের উপর নির্ভরশীল হওয়ার কারণে, মনে হচ্ছে পলিথিন চলে গেলে বাজার-মার্কেটে কেনাকাটা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। এই চিন্তাটা আসলে ভুল। পলিথিনের বিকল্প যদি পাট হয়, তবে পাটের ব্যাগকে সহজলভ্য করতে হবে। মানুষদের এই বিকল্প ব্যাগ ব্যবহারে উৎসাহী করতে হবে। এদিকে, নারায়ণগঞ্জে পলিথিন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন। তিনি বলেন, পলিথিন বন্ধে আমাদের মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান, জনসচেতনতা বৃদ্ধিতে সকল কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে সাধারণ মানুষের মাঝে যেরকম সাড়া পড়া দরকার, সে দিকে ঘাটতি আছে। নারায়ণগঞ্জে এরইমধ্যে কয়েকটি অবৈধ পলিথিন উৎপাদনকারী কারখানা বন্ধ করা হয়েছে। গতকালও একটি কারখানায় অভিযান চালিয়ে পলিথিন জব্দসহ কারখানাটি বন্ধ করে দেওয়া হয়। তিনি বলেন, জনসাধারণকে আরও সচেতন হতে হবে। আগের চাইতে পাটের ব্যাগ কিছুটা সহজলভ্য হয়েছে। বাজার করতে সকলেই এটি সংগ্রহ করে রাখতে পারেন। পলিথিন ব্যবহারে সবাই অভ্যস্ত হয়ে আছেন, এ মনোভাব থেকে সড়ে আসতে হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯