
ডান্ডিবার্তা রিপোর্ট
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নারায়ণগঞ্জ শহরস্থ শহীদনগর এলাকার এক যুবতী মেয়েকে আলমাস টাওয়ার এলাকা থেকে তুলে নিয়ে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে সিয়াম নামের এক যুবকের বিরুদ্ধে। গতকাল সোমবার বিকালে ২নং রেলগেইট সংলগ্ন আলমাস টাওয়ার এলাকা থেকে জোরপূর্বক তুলে নিয়ে শেখ রাসেল পার্কের মেইন গেইটের ভিতরে এ মারধরের ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক সিয়াম (২০) শহীদনগর এলাকার ২নং গলির প্রবাসী মাসুম মিয়ার ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী যুবতী বর্ষা (১৯) নিজে বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী শহীদনগর এলাকার ২নং গলির হাসেম মিয়ার ভাড়াটিয়া। অভিযোগে উল্লেখ্য করেন, সিয়াম (২০) শহীদনগর এলাকার ২নং গলির প্রবাসী মাসুম মিয়ার ছেলে। সিয়াম দীর্ঘ দিন যাবৎ আমাকে বিভিন্নভাবে পথেঘাটে ও কর্মস্থলে উত্যক্ত করে এবং প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। অভিযুক্ত সিয়াম খুবই খারাপ প্রকৃতির ও নেশাগ্রস্থ হওয়ায় সিয়ামের সাথে কোন প্রকার সম্পর্ক করতে আমি রাজি হইনি বিধায় সিয়াম আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি সহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। আমি ২নং রেলগেইট সংলগ্ন আলমাস টাওয়ারে ‘বাবুল্যান্ড’ নামীয় প্রতিষ্ঠানে কর্মরত আছি এবং বাসা থেকে প্রতিনিয়ত আমাকে রাস্তায় যাতায়াত করতে হয়। অভিযোগে আরও উল্লেখ্য করেন, গতকাল সোমবার সাড়ে তিনটার দিকে আমার কর্মস্থল হইতে কাজ শেষে বের হওয়ার সাথে সাথে আলমাস টাওয়ারের সম্মুখ থেকে জোরপূর্বক সিয়াম আমাকে টেনে হিচরে শেখ রাসেল পার্কের মেইন গেইটের ভিতরে নিয়ে যায় এবং সিয়াম আমাকে প্রকাশ্যে এলোপাথারী ভাবে মারধর করে। সিয়ামের হাতের মোবাইল দিয়ে আমার মাথায় ও সারা শরীরে আঘাত করে। আমার সাথে থাকা ব্যবহৃত মোবাইল-ঠরাড় ৯১ঈ- ও নগদ সাত হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। কোন প্রকার কোথায়ও অভিযোগ করলে, মারধরের ভিডিও রেকর্ডিং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করে মিথ্যা অপবাদ দিয়ে আমার মানসম্মানহানী করার হুমকী দিয়ে চলে যায়। আমার অবস্থা খারাপ দেখে স্থানীয়রা আমাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়রা জানান, সিয়ামের বাবা প্রবাসে থাকায় নেশা গ্রস্থ ছেলের যত অপকর্ম রয়েছে সকল অপকর্ম ধামাচাপা দেয় সিয়ামের মা। এর আগে ২০২৩ সালে শহীদনগর হাসেম মিয়ার বাড়ির ২য় তলা ভাড়াটিয়া এক সন্তানের জননী রিতিকা নামে মহিলাকে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় মহিলার ঘরে জোরপূর্বক প্রবেশ করে মহিলাকে মারধরসহ শ্লীলতাহানি করে এই বখাটে। এঘটনায় থানায় ৩০ হাজার টাকায় মিমাংশা করে। এছাড়া ২০১৯ সালে কাশিপুর হাট খোলা এলাকার ঐশি নামক এক মেয়েকে বিয়ের প্রলোভনে ধর্ষণের চেষ্টায় হাঠখোলার এলাকাবাসী আটক করে গণধোলাই দিয়ে সিয়ামের বাড়িতে খবর দিলে সেখান থেকেও সিয়ামের মা ও স্থানীয়রা ছাড়িয়ে নিয়ে আসে। যেহেতু সিয়াম খারাপ প্রকৃতির নেশাগ্রস্থ ও নারী পিপাশু লোক তাই এলাকায় সাধারণ মানুষ দাবী করেন, ভবিষ্যতে মা-বোনেরা যেন সিয়ামের মতন বিকৃত মানুষের দ্বারা যৌন হয়রানী স্বীকার মা হয় সেই ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনী যেন গ্রহণ করেন। এই বিষয়ে নারায়ণগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং দ্রুতই আইনানুগ ব্যবস্থা নিবো।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯