আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ২:১৭

রাজনৈতিক আশ্রয়ে কিশোর অপরাধীরা

ডান্ডিবার্তা | ০৪ ডিসেম্বর, ২০২৪ | ১০:০২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গত ৫ আগস্ট সরকার পতনের পর নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো শিথিল হয়নি। পাশাপাশি মিটিং মিছিল সফল করতে কতিপয় রাজনৈতিক নেতারা ব্যবহার করছে কিশোর গ্যাংয়ের সদস্যদের।  আর এই সুযোগে বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌড়াত্ম। প্রতিদিনই শহর ও শহরতলী এলাকায় কিশোর গ্যাং সদস্যদের একের পর এক হামলায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। পাড়া মহল্লায় লুটপাট, দখলবাজী, মাদক ব্যাসা, চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করা হচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যদের। অতীতে রোবাস্ট পেট্টোলিংয়ে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ আসলেও বর্তমানে পুলিশের তেমন কোন তৎপরতা দেখা না যাওয়ায় নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে কিশোর অপরাধ। জানাগেছে, নারায়ণগঞ্জে বিভিন্ন পাড়া-মহল্লায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা। ধারালো অস্ত্র হাতে দল বেঁধে চলা, পথিমধ্যে প্রকাশ্যে কাউকে কুপিয়ে জখম করা তাদের কাছে স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। অভিযোগ রয়েছে, কিশোর গ্যাংয়ের শেল্টার দিচ্ছেন স্থানীয় কতিপয় রাজনীতিক। যারা বিভিন্ন সময়ে নিজেদের স্বার্থ হাসিল করতে কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যবহার করে থাকেন। আর সেই সকল রাজনীতিক বড় ভাই হিসেবে পরিচিত। বড় ভাইয়ের আশ্রয় প্রশ্রয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা বেপরোয়া হয়ে উঠে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, কিশোর অপরাধ বর্তমানে ভয়ঙ্কর আকারে রূপ নিয়েছে। এখনই কিশোর অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব না হলে আগামীতে নারায়ণগঞ্জ শহরে কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে যাবে। তাই কিশোর অপরাধ নিয়ন্ত্রণে আগে তাদের শেল্টারদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরী। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের আরো কঠোর হওয়ার দাবী উঠেছে। জানাগেছে, শহর শহরতলী এলাকায়গুলো আইন শৃঙ্খলা বাহনীর পরিবর্তে কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে। কোন এক অযুহাত সাধারণ মানুষদের জিম্মি করে অর্থ আদায় করা হচ্ছে। গ্যাং সদস্যদের অধিকাংশই মাদকাসক্ত হওয়ার পাশাপাশি মাদক চোরাচালানেও জড়িত। কেউ কেউ নিজেদের শক্তি-সামর্থ্য দেখাতে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বহন করে। তারা এলাকায় প্রভাব বজায় রাখতে গিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে। অপরাধতত্ত্ব বিশেষজ্ঞদের আশঙ্কা, এই কিশোরদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কাজটি খুবই কঠিন হতে পারে। অচিরেই কিশোর গ্যাংয়ের উৎপাত কমাতে না পারলে, তাদেরকে আইনের আওতায় আনতে না পারলে, তারা ভয়ংকরভাবে রাষ্ট্রের ক্ষতি করবে বলে আশঙ্কা করা যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আবেদন, নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধ করতে, সন্ত্রাসী কর্মকা- রুখে দিতে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করুন। পাশাপাশি নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ নেতাদের সজাগ থাকা জরুরী। কেননা বর্তমানে বিএনপির নেতাদের নাম ভাঙ্গিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে। তবে রাজনৈতিক নেতা ও পুলিশের সমন্বয়ে কিশোর অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করছেন সচেতন মহল।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা