
ডান্ডিবার্তা রিপোর্ট
গত ৫ আগস্ট সরকার পতনের পর নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো শিথিল হয়নি। পাশাপাশি মিটিং মিছিল সফল করতে কতিপয় রাজনৈতিক নেতারা ব্যবহার করছে কিশোর গ্যাংয়ের সদস্যদের। আর এই সুযোগে বেড়েছে কিশোর গ্যাংয়ের দৌড়াত্ম। প্রতিদিনই শহর ও শহরতলী এলাকায় কিশোর গ্যাং সদস্যদের একের পর এক হামলায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। পাড়া মহল্লায় লুটপাট, দখলবাজী, মাদক ব্যাসা, চাঁদাবাজীসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করা হচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যদের। অতীতে রোবাস্ট পেট্টোলিংয়ে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ আসলেও বর্তমানে পুলিশের তেমন কোন তৎপরতা দেখা না যাওয়ায় নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে কিশোর অপরাধ। জানাগেছে, নারায়ণগঞ্জে বিভিন্ন পাড়া-মহল্লায় বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা। ধারালো অস্ত্র হাতে দল বেঁধে চলা, পথিমধ্যে প্রকাশ্যে কাউকে কুপিয়ে জখম করা তাদের কাছে স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। অভিযোগ রয়েছে, কিশোর গ্যাংয়ের শেল্টার দিচ্ছেন স্থানীয় কতিপয় রাজনীতিক। যারা বিভিন্ন সময়ে নিজেদের স্বার্থ হাসিল করতে কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যবহার করে থাকেন। আর সেই সকল রাজনীতিক বড় ভাই হিসেবে পরিচিত। বড় ভাইয়ের আশ্রয় প্রশ্রয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা বেপরোয়া হয়ে উঠে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, কিশোর অপরাধ বর্তমানে ভয়ঙ্কর আকারে রূপ নিয়েছে। এখনই কিশোর অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব না হলে আগামীতে নারায়ণগঞ্জ শহরে কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে যাবে। তাই কিশোর অপরাধ নিয়ন্ত্রণে আগে তাদের শেল্টারদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরী। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের আরো কঠোর হওয়ার দাবী উঠেছে। জানাগেছে, শহর শহরতলী এলাকায়গুলো আইন শৃঙ্খলা বাহনীর পরিবর্তে কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে। কোন এক অযুহাত সাধারণ মানুষদের জিম্মি করে অর্থ আদায় করা হচ্ছে। গ্যাং সদস্যদের অধিকাংশই মাদকাসক্ত হওয়ার পাশাপাশি মাদক চোরাচালানেও জড়িত। কেউ কেউ নিজেদের শক্তি-সামর্থ্য দেখাতে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বহন করে। তারা এলাকায় প্রভাব বজায় রাখতে গিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে। অপরাধতত্ত্ব বিশেষজ্ঞদের আশঙ্কা, এই কিশোরদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কাজটি খুবই কঠিন হতে পারে। অচিরেই কিশোর গ্যাংয়ের উৎপাত কমাতে না পারলে, তাদেরকে আইনের আওতায় আনতে না পারলে, তারা ভয়ংকরভাবে রাষ্ট্রের ক্ষতি করবে বলে আশঙ্কা করা যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আবেদন, নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধ করতে, সন্ত্রাসী কর্মকা- রুখে দিতে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করুন। পাশাপাশি নারায়ণগঞ্জ বিএনপির শীর্ষ নেতাদের সজাগ থাকা জরুরী। কেননা বর্তমানে বিএনপির নেতাদের নাম ভাঙ্গিয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে। তবে রাজনৈতিক নেতা ও পুলিশের সমন্বয়ে কিশোর অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করছেন সচেতন মহল।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯