আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | ভোর ৫:৫৯

বন্দরে কর্ণফুলী ডক ইয়ার্ড পরিদর্শনে আলজেরিয়ার রাষ্ট্রদূত

ডান্ডিবার্তা | ০৪ ডিসেম্বর, ২০২৪ | ১০:১৬ পূর্বাহ্ণ

বন্দর প্রতিনিধি
নারায়ণগঞ্জ বন্দরে কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড পরিদর্শন করেছে আলজেরিয়ার রাষ্ট্রদূত এইচ ই ড. আবদেলওয়াহাব সায়দানিসহ ৮ সদস্যের একটি প্রতিনিধি দল। গতকাল মঙ্গলবার দুপুরে বন্দর থানার মাহামুদনগর এলাকায় প্রতিনিধি দল পরিদর্শন করেন। পরে আলজেরিয়াএইচ ই ড. আবদেলওয়াহাব সায়দানিসহ প্রতিনিধি দল কর্ণফুলী শিপ বিল্ডার্স লি. এর নব নির্মিত ৩৫টি বানিজ্যিক ড্রেজার জলযান প্রকল্প ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি বিষয়ে খোঁজ খবর নেন। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড এম ডি ইঞ্জিনিয়ার মো. রশিদ, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তরিকুল ইসলাম, কর্ণফুলী শিপ বিল্ডার্স’র লি. নির্বাহী পরিচালক এনায়েতুল্লাহ মিঠু, এক্সিকিউটিভ ডাইরেক্টর সামিউল নাহিআল ও কর্ণফুলী শিপ বিল্ডার্স এর ম্যানেজার মো. মহসিন প্রমুখ। রাষ্ট্রদূত কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড’র উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করে মতবিনিময় সভায় শেষে রাষ্ট্রদূত বলেন, একটি গোষ্ঠি এই ডক ইয়ার্ডে লুটপাট করেছে তা দু:খ জনক। বিষয়টি বর্তমান সরকারকে খতিয়ে দেয়ার আহবান জানান। সভা শেষে বিকালে ঢাকার উদ্দেশ্যে বন্দর ত্যাগ করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা