আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | সকাল ৬:৫৫

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আনন্দ উৎসব অনুষ্ঠিত

ডান্ডিবার্তা | ০৫ ডিসেম্বর, ২০২৪ | ১০:১৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একটি আনন্দময় ও সৃজনশীল কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল শিশুদের মধ্যে সৃজনশীলতা বিকাশ করা, আত্মবিশ্বাস বাড়ানো এবং তাদেরকে একটি আনন্দময় পরিবেশ উপহার দেওয়া। ‘আমরা করব জয়’ এই প্রতিপাদ্যকে ঘিরে আয়াত এডুকেশন গতকাল বুধবার সকালে এ কর্মসূচির আয়োজন করে। আয়োজকরা বিশ্বাস করেন, এই প্রতিপাদ্যটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সীমাবদ্ধতা অতিক্রম করে সফল হওয়ার জন্য অনুপ্রাণিত করবে। স্কুলের শিশুরাও এই আয়োজনের বিভিন্ন ধরনের সৃজনশীল কার্যকলাপে অংশগ্রহণ করেছে, যেমন চিত্রকর্ম, গান, নৃত্য, খেলাধুলা ইত্যাদি। আয়োজকরা মনে করেন এই ধরণের কার্যকলাপ শিশুদের মধ্যে সৃজনশীলতা, সমন্বয়, যোগাযোগ এবং সামাজিক দক্ষতা বিকাশ করতে সাহায্য করবে। আয়াত এডুকেশনের এ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার সারওয়ার আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রজেক্ট কো-অর্ডিনেটর সুমিত বণিক। তিনি তার বক্তব্যে বলেন, ‘বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের মধ্যেও প্রচুর সম্ভাবনা রয়েছে। এই আয়োজনের মাধ্যমে আমরা চেষ্টা করেছি তাদেরকে তাদের সুপ্ত প্রতিভা প্রকাশ করার সুযোগ দেওয়ার। এই স্কুলের শিশুদের জন্য একটি আনন্দময় দিন উপহার দিতে পেরে আমরাও অত্যন্ত আনন্দিত। আমাদের এই কর্মসূচি সফল করতে যারা যারা সহযোগিতা করেছেন, সকলকে আয়াত এডুকেশনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বিশেষ করে, সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও কর্মচারীদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।’ সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক ফজলুল আমিন বলেন, ‘আয়াত এডুকেশনের এই উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের জন্য একটি অনন্য অভিজ্ঞতা। এই ধরনের আয়োজন শিশুদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদেরকে স্বাভাবিক জীবনের সাথে সামঞ্জস্য বিধানে সাহায্য করে। আমি তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই এবং ভবিষ্যতে এই ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আমি আশা করি। এই ধরণের সৃজনশীল কর্মকান্ড এই সকল শিশুদের তাদের মেধা ও মনন গঠনে ইতিবাচক ভূমিকা পালন করে’ আয়াত এডুকেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর হালিমা আক্তার লিমা বলেন, ‘আজকের এই কর্মসূচির প্রতিপাদ্য ‘আমরা করব জয়’। এই প্রতিপাদ্যটি আমাদের শিশুদের জন্য একটি শক্তিশালী বার্তা বহন করে। এটি বোঝায় যে, তারা যে কোনো বাধা অতিক্রম করে সফল হতে পারে। তাদের মধ্যে যে সীমাবদ্ধতা আছে, তা অতিক্রম করে নিজেদেরকে প্রমাণ করতে পারে। আমরা আশা করি, আজকের এই কর্মসূচি আমাদের শিশুদের জীবনে একটি নতুন আলো জ্বালিয়ে দেবে। তারা আজ যা শিখবে, যা অনুভব করবে, তা তাদের ভবিষ্যৎ জীবনে তাদের সফলতার পথ প্রশস্ত করবে।’ স্কুলের ব্যবস্থাপনা কমিটির সদস্য কমর উদ্দিন আহমেদ বলেন, ‘আপনাদের এই আয়োজন সত্যিই স্কুলে উৎসবের আমেজ তৈরি করেছে। আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হয়েছি। আপনাদের এই আয়োজনের ফলে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা খুব ভালো একটা সময় উপভোগ করার সুযোগ পেয়েছে। আমি মনে করি, আপনাদের এই আয়োজন ও উদ্দেশ্য স্বার্থক হয়েছে।’ উল্লেখ্য যে আয়াত এডুকেশন একটি সোশ্যাল এন্টারপ্রাইজ, যা বিশেষ শিক্ষা-স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন ধরনের টেকসই উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এই উদ্যোগটির মূল লক্ষ্য হল এই শিশুদেরকে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে উৎসাহিত করা এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করা। আয়াত এডুকেশন ভবিষ্যতেও এই ধরণের আরো কর্মকান্ড অব্যাহত রাখবে বলে জানান আয়োজক সংস্থাটি। এই আয়োজনে স্কুলের ৪৫ জন শিক্ষার্থীকে স্কুল ব্যাগ প্রদান করা হয় এবং স্কুলের জন্য ২টি সিলিং ফ্যান উপহার দেয়া হয়। আয়োজনে বিশেষভাবে সহায়তা করেন মমতাময় নারায়ণগঞ্জ প্রকল্পের কমিউনিটি ভলান্টিয়ারগণ। তারা নিজের হাতে নানা রকম জিনিস বানিয়ে পুরো অনুষ্ঠানস্থল বর্ণিল রঙে ফুটিয়ে তুলেন। সমন্বয়কের দায়িত্ব পালন করেন কমিউনিটি মবিলাইজার অনন্যা রহমান ও ফাহিম হোসেন। এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন স্কুলের ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী দলিল উদ্দিন দুলাল, সিনিয়র শিক্ষক এস এম মেহের পারভীন, সহকারী শিক্ষক রুমা আক্তার, আয়াত এডুকেশনের সিনিয়র এক্সিকিউটিভ ফাহমিদা আক্তার মৌ, ভিজুয়ালাইজার রিফায়েত হাসান সজল এবং শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা