আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ১:১২

আওয়ামী ক্যাডার পিচ্চি ইকবাল বহাল তবিয়তে

ডান্ডিবার্তা | ০৬ ডিসেম্বর, ২০২৪ | ১০:২৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
হত্যাসহ এক ডজনেরও বেশী মামলার পলাতক নাসিক ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর যুবলীগের ক্যাডার ওমর ফারুক পালিয়ে ইতালি চলে গেছে। পাশাপাশি তার একডজন ক্যাডারও এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছে। তবে তার সহযোগী পালিত ক্যাডার পিচ্চি ইকবাল ওরফে ইকবাল হোসেন প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এমন কোন অপকর্ম নেই যে এই পিচ্চি ইকবাল ওমর ফারুকের হয়ে করেনি। চাঁদাবাজি, মাদক ব্যবসা, বিভিন্ন ফ্ল্যাটে দেহ ব্যবসায়ীদের কাছ থেকে দৈনিক ভিত্তিতে চাঁদা কালেকশনসহ নানা অপকর্ম করে বেড়াতো বছরের পর বছর ধরে। প্রতি মাসে লাখ লাখ টাকা অবৈধভাবে উপার্জন করে নির্দিষ্ট একটি অংশ ফারুককে দিয়ে সিংহভাগ নিজেই ভোগ করেছে। হিরাঝিল, পাইনাদি, সিআইখোলা এলাকায় এই পিচ্চি ইকবালের প্রভাব ছিল অপেক্ষাকৃত বেশী। যুবলীগে তার কোন পদ নেই কিন্তু পরিচয় দিতো যুবলীগ নেতা। বাস্তবে তার এবং তার গুরু ফারুকেরও কোন পদ পদবী ছিলনা বলে গত জুলাই মাসে এ তথ্য জানিয়েছিলেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহবায়ক মতিউর রহমান মতি। একদিকে ওমর ফারুকের প্রভাব অপরদিকে যুবলীগের প্রভাব দেখিয়ে ২০-২৫ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে এসকল অপকর্ম করে বেড়াতো বলে পাইনাদি ও সিআইখোলার অনেক ভুক্তভোগীরা এ তথ্য জানিয়েছেন। তারা এসবের প্রতিবাদ করার সাহস পেতনা কারণ প্রতিবাদ করলেই ওমর ফারুক এর আস্তানায় যেতে হতো। এদিকে তার ক্যাডারদের দিতে হতো অপর দিকে তাকেও মোটা অংকের টাকা দিতে হতো তাই তারা নিরবে ক্যাডারদের অত্যাচার সহ্য করেছে। ইকবাল হোসেন হিরাঝিল এলাকায় বসবাস করে। তার ৪টি বাস গাড়ি রয়েছে। রয়েছে চক্রবৃদ্ধিহারে সুদের কারবার। রয়েছে ব্যাংক ব্যালেন্স। সিদ্ধিরগঞ্জের বাতানপাড়া এলাকায় ৪ কাঠা জমিও কিনেছে সে। তার গ্রামের বাড়ি বরিশাল বলে জানাগেছে। এদিকে ওমর ফারুকের অন্যান্য ক্যাডারদের নামে বৈসাম্য বিরোধী আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টার একাধিক মামলা হয়েছে তারা সবাই পলাতক রয়েছে। কিন্তু পিচ্চি ইকবাল রয়েছে ধরাছোয়ার বাইরে। তাকে গ্রেপ্তার করলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন হবে বলে মনে করেন সচেতন মহল। এমনতি পালিয়ে যাওয়া সাবেক কাউন্সিলর ও তার অন্যান্য ক্যাডারদের অবৈধ অস্ত্রসহ নানা অপরাধমূলক তর্মকান্ডেরও তথ্য উদঘাটন হবে বলে মনে করেন এলাকাবাসী। তাই ওমর ফারুকের সহযোগী ক্যাডার ইকবাল হোসেনকে গ্রেপ্তার করার জন্য আইনপ্রয়োগকারী সংস্থা র‌্যাব ও ডিবি পুলিশের কাছে এলাকাবাসী জোরালো আবেদন জানিয়েছেন।
ই-




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা