আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ১:১২

সাইনবোর্ডে পুলিশের উপস্থিতিতে হকার্স সমিতির নেতৃবৃন্দ উপর হামলা

ডান্ডিবার্তা | ০৬ ডিসেম্বর, ২০২৪ | ১০:২৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লায় একটি মার্কেটে সমিতির অফিস দখল করে সাধারন সম্পাদক জিয়া হোসেন মোরল কে দেশী অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে সন্ত্রাসী মামুন বাহিনীর বিরুদ্ধে। খবর পেয়ে সমিতির সদস্যরা এগিয়ে আসলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে সমিতির অন্তত ৫জন সদস্য আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ফতুল্লার ভুইগড় শান্তিধারা হকার্স মার্কেটে এঘটনা ঘটে।এরআগে মার্কেটে অবস্থিত বাইতুল মোকারম হকার্স কল্যান সমিতির অফিস দখল করে তালা লাগিয়ে দেয়ার অভিযোগ এনে ৯জনের বিরুদ্ধে বুধবার বিকেলে ফতুল্লা থানায় অভিযোগ করেন সমিতির সাধারন সম্পাদক জিয়া হোসেন। অভিযোগে উল্লেখ করা হয়, রফিকুল ইসলাম, ইমাম হাসান, ইউসুফ পাটোয়ারী, রাজু শাহ, মামুন, আরমান, ইকবাল চৌধুরী, মজিবুর রহমান ও লাল মিয়াসহ তাদের বাহিনীর লোকজন জোর করে শান্তিধারা হকার্স মার্কেট দখল করে দোকান বরাদ্ধ দেয়ার চেষ্টা করছে। বিষয়টি মার্কেটের অন্যান্য দোকানদার অর্থাৎ সমিতির সদস্যরা সমিতির সাধারন সম্পাদক জিয়া হোসেনকে জানালে তিনি জোর দখলকারীদের বাধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে গত মঙ্গলবার বিকেলে রফিকুল ইসলাম ও তার লোকজন এসে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সমিতির সাধারন সম্পাদক জিয়া হোসেনসহ সদস্যদের বের করে দিয়ে সমিতির অফিস কক্ষে তালা লাগিয়ে দেয়। বিষয়টি পরদিন বুধবার জিয়া হোসেন ফতুল্লা থানায় লিখিত অভিযোগ করেন। জিয়া হোসেন জানান, থানায় অভিযোগ করার পর তাৎক্ষনিক পুলিশ কোন ব্যবস্থা না নেয়ায় বৃহস্পতিবার বিকেলে সমিতির সদস্যদের নিয়ে মার্কেটে যাই। এসময় জবর দখলকারী সন্ত্রাসী মামুন ও সাজিত নেতৃত্বে দেশীয় অস্ত্র হাতে আমাদের উপর হামলা চালায়। তখন আমার মাথায় কোপ দেয় এবং সদস্যদের অনেককে বেধম মারধর করে। আমাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা কোথানায় চিকিৎসা নিয়েছে এখনো জানতে পারিনি। এ বিষয়ে উক্ত সমিতির কোষাধ্যক্ষ সারোয়ার খান বলেন, গতকালকে সন্ত্রাসী মামুন, সাজিত কাজী, ইকবাল চৌধুরী, রাজু নেতৃত্বে আমাদের হকার্স মার্কেট টি তালা মেরে দেওয়া হয় এ বিষয়ে আমরা ফতুল্লা মডেল থানা একটি অভিযোগ দায়ের করেছি। উক্ত অভিযোগের বিষয় আজকে ফতুল্লা মডেল থানার ওসি অপারেশন আনোয়ার হোসেন তদন্তে আসলে, পুলিশের উপস্থিতিতেই আমাদের উপরে হামলা করা হয়। উক্ত হামলায় হকার্স মার্কেটের সাধারণ সম্পাদক জিয়া হোসেন সহ আমাদের ৫ জন সদস্য আহত হয় এবিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, সংঘর্ষে ৪/৫জন আহত হয়েছে শুনছি। এখন পরিস্থিতি শান্ত আছে। তদন্ত চলছে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা