আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | রাত ৯:৪৭

সক্রিয় হচ্ছে বিএনপির পুরানো নেতারা

ডান্ডিবার্তা | ০৬ ডিসেম্বর, ২০২৪ | ১০:৩৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
আওয়ামী লীগ পতনের পর নারায়ণগঞ্জের নতুন নতুন নেতাদের অবির্ভাব হয়েছে। বিশেষ করে বিএনপিতে এখন অনেক নতুন মুখ দেখা যাচ্ছে যারা দীর্ঘদিন রাজনীতির বাহিরে ছিলো। কেউ কেউ আবার রাজনীতিতে যুক্ত হতে বিদেশ থেকে দেশে চলে আসছেন। জানা গেছে, বিএনপি সরকারের আমলে শহরে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলো এমন অনেক নেতা বিগত সরকারের (আওয়ামী লীগ) আমলে মামলা হামলার ভয়ে বেছে নিয়েছিলো বিদেশের উন্নত জীবন কিংবা রাজনীতি থেকে দূরে থাকাকে। কিন্তু ৫ আগস্টের পর তারা আবার ফিরে এসেছেন নারায়ণগঞ্জে। এরপর নানা ভাবে চেষ্টা করছেন সক্রিয় হতে। মুক্তিযুদ্ধ প্রজন্মদল, মৎসজীবী দল, তারেক জিয়া প্রজন্মদল ও জাসাসসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের ব্যানারে মাঠে নেমেছেন তারা। এরা শহরে বিএনপির রাজনীতিতে আলোচনায় আসতে অতি উৎসাহি কর্মকান্ড করে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন মহানগর বিএনপির শীর্ষ কয়েকজন নেতা। বিএনপি নেতারা বলছেন, বিদেশ থেকে দেশে এসে অনেকে প্রচুর টাকা খরচ করে নেতাকর্মীদের আকৃষ্ট করতে চেষ্টা করছেন। বাড়িতে দাওয়াত করে খাওয়াচ্ছেন। এছাড়া আরো নানা ভাবে তারা এগিয়ে যাচ্ছেন বলেও জানান বিএনপি নেতারা। তবে এদেরকে বসন্তের কোকিল আখ্যা দিয়ে বিএনপি নেতারা বলছেন, তারেক রহমান দুঃসময়ের নেতাদেরকেই আগামীতে মূল্যায়ন করবেন। যারা দলের খারাপ সময়ে নিজেদের বাঁচাতে ব্যস্ত ছিলেন তাদের জন্য তেমন কোনো সুযোগ নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি ছিলেন সিরাজুল ইসলাম। তার ছেলে মেয়ে দুজনই বিদেশে ছিলেন। সিরাজ এমপি মারা যাওয়ার পরও তারা রাজনীতিতে সক্রিয় হননি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার পরিবারের কাউকে তো খুঁজেই পাওয়া যায়নি। কিন্তু সরকার পরিবর্তনের পর এখন তার ছেলে মেয়ে বিদেশ থেকে এসে রাজনীতিতে যুক্ত হয়েছেন। এমন আরো অনেকে শহরে নতুন করে রাজনীতিতে প্রবেশ করেছেন। কিন্তু দলের যখন খারাপ সময়ে ছিলো তখন তারা কই ছিলো? এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, অনেক নতুন নেতাদের এখন দেখা যাচ্ছে। তারা আগে ছিলোনা। যখন ত্যাগী নেতারা রাজপথে মার খেয়েছে তখন কাউকে খুঁজেই পাওয়া যায়নি। এখন অনেকে এসে আলোচনায় আসতে অতি উৎসাহী কর্মকা- শুরু করেছে। তারেক রহমান এদের কোনো স্থান দেবেনা। যারা দলের দুঃসময়ে পাশে ছিলো তিনি একমাত্র তাদেরই সামনে বিভিন্ন পদ-পদবী দিবেন।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা