
ডান্ডিবার্তা রিপোর্ট
আওয়ামী লীগ পতনের পর নারায়ণগঞ্জের নতুন নতুন নেতাদের অবির্ভাব হয়েছে। বিশেষ করে বিএনপিতে এখন অনেক নতুন মুখ দেখা যাচ্ছে যারা দীর্ঘদিন রাজনীতির বাহিরে ছিলো। কেউ কেউ আবার রাজনীতিতে যুক্ত হতে বিদেশ থেকে দেশে চলে আসছেন। জানা গেছে, বিএনপি সরকারের আমলে শহরে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলো এমন অনেক নেতা বিগত সরকারের (আওয়ামী লীগ) আমলে মামলা হামলার ভয়ে বেছে নিয়েছিলো বিদেশের উন্নত জীবন কিংবা রাজনীতি থেকে দূরে থাকাকে। কিন্তু ৫ আগস্টের পর তারা আবার ফিরে এসেছেন নারায়ণগঞ্জে। এরপর নানা ভাবে চেষ্টা করছেন সক্রিয় হতে। মুক্তিযুদ্ধ প্রজন্মদল, মৎসজীবী দল, তারেক জিয়া প্রজন্মদল ও জাসাসসহ বিএনপির বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের ব্যানারে মাঠে নেমেছেন তারা। এরা শহরে বিএনপির রাজনীতিতে আলোচনায় আসতে অতি উৎসাহি কর্মকান্ড করে বেড়াচ্ছেন বলে জানিয়েছেন মহানগর বিএনপির শীর্ষ কয়েকজন নেতা। বিএনপি নেতারা বলছেন, বিদেশ থেকে দেশে এসে অনেকে প্রচুর টাকা খরচ করে নেতাকর্মীদের আকৃষ্ট করতে চেষ্টা করছেন। বাড়িতে দাওয়াত করে খাওয়াচ্ছেন। এছাড়া আরো নানা ভাবে তারা এগিয়ে যাচ্ছেন বলেও জানান বিএনপি নেতারা। তবে এদেরকে বসন্তের কোকিল আখ্যা দিয়ে বিএনপি নেতারা বলছেন, তারেক রহমান দুঃসময়ের নেতাদেরকেই আগামীতে মূল্যায়ন করবেন। যারা দলের খারাপ সময়ে নিজেদের বাঁচাতে ব্যস্ত ছিলেন তাদের জন্য তেমন কোনো সুযোগ নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি ছিলেন সিরাজুল ইসলাম। তার ছেলে মেয়ে দুজনই বিদেশে ছিলেন। সিরাজ এমপি মারা যাওয়ার পরও তারা রাজনীতিতে সক্রিয় হননি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার পরিবারের কাউকে তো খুঁজেই পাওয়া যায়নি। কিন্তু সরকার পরিবর্তনের পর এখন তার ছেলে মেয়ে বিদেশ থেকে এসে রাজনীতিতে যুক্ত হয়েছেন। এমন আরো অনেকে শহরে নতুন করে রাজনীতিতে প্রবেশ করেছেন। কিন্তু দলের যখন খারাপ সময়ে ছিলো তখন তারা কই ছিলো? এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, অনেক নতুন নেতাদের এখন দেখা যাচ্ছে। তারা আগে ছিলোনা। যখন ত্যাগী নেতারা রাজপথে মার খেয়েছে তখন কাউকে খুঁজেই পাওয়া যায়নি। এখন অনেকে এসে আলোচনায় আসতে অতি উৎসাহী কর্মকা- শুরু করেছে। তারেক রহমান এদের কোনো স্থান দেবেনা। যারা দলের দুঃসময়ে পাশে ছিলো তিনি একমাত্র তাদেরই সামনে বিভিন্ন পদ-পদবী দিবেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯