আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | রাত ১০:০৭

চমক আসছে না’গঞ্জ বিএনপিতে

ডান্ডিবার্তা | ০৬ ডিসেম্বর, ২০২৪ | ১০:৩৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নতুন কমিটির জন্য খসড়া কমিটি বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের হাতে জমা পড়েছে বলে নেতাকর্মীদের মাঝে খবর বেরিয়েছে। বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এই দুটি কমিটির খসড়া তারেক রহমানের হাতে স¤প্রতি লন্ডনে গিয়ে জমা দিয়েছেন বলে একাধিক সূত্রের দাবি। তবে নজরুল ইসলাম আজাদের খসড়া কমিটিই যে অনুমোদিত সেটা কেউ নিশ্চিত করতে পারেন না। বিএনপির একাধিক সূত্রে জানাগেছে, স¤প্রতি লন্ডনে গিয়েছেন বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ। সেখানে তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করেছেন। এর আগের বার তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ছবি ফেসবুকে ছড়ালেও এবার তিনি সেই ছবি প্রকাশ করেননি। তবে তিনি লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে গিয়েছেন এটা আজাদের ঘনিষ্ঠরাও দাবি করেছেন। একাধিক সূত্র বলছে, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির কমিটি ভাঙার চেষ্টা করছেন নজরুল ইসলাম আজাদ। কারণ জেলা বিএনপির কমিটি পুরোপুরি তার নিয়ন্ত্রণের বাহিরে। মহানগর কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু তার নিয়ন্ত্রণে নেই আহŸায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। যে কারণে জেলা ও মহানগর বিএনপির পুুরো নিয়ন্ত্রণ চাচ্ছেন আজাদ। জেলা বিএনপির কমিটি ভাঙতে না পারলে সামনের জাতীয় নির্বাচনে আজাদের জন্য মনোনয়ন পাওয়া হুমকি স্বরূপ। জেলা বিএনপির বর্তমান কমিটির সঙ্গে সখ্যতা রয়েছে বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহামুদুর রহমান সুমনের সঙ্গে। এসব কারণে জেলা ও মহানগর বিএনপির কমিটি ভেঙে নতুন কমিটি আনার চেষ্টায় নেমেছেন নজরুল ইসলাম আজাদ। সেই লক্ষ্যে জেলা ও মহানগর বিএনপির কমিটির খসড়া তারেক রহমানের হাতে জমা দিয়ে দেশে ফিরেছেন তিনি। যতদূর জানাগেছে, আজাদের দেয়া খসড়া কমিটিতে আহŸায়ক হিসেবে অধ্যাপক মামুন মাহামুদ ও সদস্য সচিব পদে মাসুকুল ইসলাম রাজীবের নাম রেখেছেন। তবে কেউ কেউ ভিন্ন কথা জানিয়ে বলেছেন, আহŸায়ক পদে কাজী মনিরুজ্জামান মনির ও সদস্য সচিব পদে অধ্যাপক মামুন মাহামুদের নাম রেখে জমা দিয়েছেন আজাদ। এর আগে কাজী মনির ও মামুন মাহামুদের নেতৃত্বে জেলা বিএনপির কমিটি ছিল। তারা সভাপতি ও সেক্রেটারি ছিলেন। বিগত কমিটিতে মামুন মাহামুদ সিনিয়র যুগ্ম আহŸায়ক ছিলেন। মাসুকুল ইসলাম রাজীব ছিলেন বিগত কমিটির যুগ্ম আহŸায়ক এবং এর আগের কমিটিতে তিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন। কাজী মনির ২০০৯ সালের সম্মেলনে জেলা বিএনপির সাধারণ সম্পাদকও হোন। মহানগর বিএনপির খসড়া কমিটিতে আহŸায়ক পদে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও সদস্য সচিব পদে মনিরুল ইসলাম সজলের নাম রেখে খসড়া কমিটি জমা দিয়েছেন। টিপু বর্তমান কমিটির সদস্য সচিব ও মনিরুল ইসলাম সজল মহানগর যুবদলের আহŸায়ক পদে রয়েছেন। মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন সজল। সেই পদ থেকে তিনি মহানগর যুবদলের আহŸায়ক হোন। টিপু ও সজল নজরুল ইসলাম আজাদের বিশ্বস্থ কর্মী হিসেবে রাজনীতি করছেন মহানগরীতে। তবে শেষ পর্যন্ত এই কমিটি নজরুল ইসলাম আজাদ অনুমোদন করাতে পারবেন কিনা সেটা বিরাট প্রশ্ন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা