আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ৪:৫৪

কুতুবপুরে বেপরোয়া অস্ত্রধারী চুন্নু-রানা!

ডান্ডিবার্তা | ০৭ ডিসেম্বর, ২০২৪ | ৯:৪৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
কুতুবপুর নয়ামাটি লামাপাড়া এলাকার আলোচিত সমালোচিত মৃত.তালেব হোসেন পুইক্কার ছেলে মোফাজ্জল হোসেন চুন্নু ,তোফাজ্জল হোসেন এবং রানা মোল্লা। মোফাজ্জল হোসেন চুন্নু এবং রানা মোল্লা। অস্ত্রধারী এ সন্ত্রাসী দুই সহোদর চুন্নু ও রানা মোল্লা বিগত প্রায় ১৬ বছর স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে নারায়ণগঞ্জের অন্যতম গডফাদার সাবেক সাংসদ শামীম ওসমানের সাথে থেকেই অপরাধের রামরাজত্ব চালিয়েছিলো। শামীম ওসমানের সেকেন্ড ইন কমান্ড শাহ নিজামের আস্থাভাজন হিসেবেই চুন্নু ও রানা মোল্লা পুরো নয়ামাটি এলাকাতে বিভিন্ন অপরাধ করেছিলো। ৫ আগষ্ট শেখ হাসিনা দেশত্যাগের পর শামীম ওসমান ও শাহনিজামগং পালালেও এখনও পর্যন্ত এলাকাতেই বহাল তবিয়তে রয়েছে চুন্নু ও রানা মোল্লা। যার মুলে রয়েছে উভয়ের আরেকভাই তোফাজ্জল হোসেন। যিনি কিনা বিএনপির রাজনীতির সাথে যুক্ত। সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহা.গিয়াউদ্দিন আহমেদের বলয়ে থেকেই বিএনপির রাজনীতি করছে তোফাজ্জল। স্থানীয়দের মতে, বিগত প্রায় ১৬ বছর এ চুন্নু ও রানা মোল্লাগংদের ভয়ে তটন্থ ছিলো স্থানীয়রা। ভয়ে কেউ কিছুই বলতে সাহস পায়নি। কারন তারা ছিলো গড ফাদার শামীম ওসমান ও ভুমিদস্যু শাহ নিজামের অন্যতম হাতিয়ার। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে ঝুট নামানো, নিরীহ মানুষের জমি দখল করে অন্যত্র বিক্রি এবং মাদক ব্যবসায় শেল্টার দেয়াই ছিলো তাদের মুল পেশা। অতীতের ন্যায় বর্তমানেও থেমে নেই চুন্নু-রানার সেই বানিজ্য। ভাই তোফাজ্জলের শেল্টারে এখনও পর্যন্ত বীরদর্পেই এলাকাতে অবস্থান করে বিভিন্ন শিল্প কারখানার মালামাল নামাচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলাকারী হিসেবে চুন্নু ও রানা মোল্লার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় ও সিদ্ধিরগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা হওয়ার পরও বিএনপি নেতা ভাই তোফাজ্জলের আর্শীবাদে এখনও পর্যন্ত দিব্ব্যি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও আটকের কোন শংকা নেই উভয়ের চোখে-মুখে। কারন প্রকাশ্যে চলাচলের জন্য একমাত্র ঔষধ হিসেবে কাজ করছে ভাই তোফাজ্জল হোসেন। কারন সে গিয়াসউদ্দিনের রাজনীতির সাথে যুক্ত। তোফাজ্জলের বড়ভাই চুন্নু এবং ছোটভাই রানা মোল্লা ইতিপুর্বে বেশ কয়েকবার মাদক ও অস্ত্রসহ থানা পুলিশের হাতে গ্রেফতার হলেও কিছুদিন সাজাভোগের পর পুনরায় সেই আগের রুপেই ফিরে আসতো। স্থানীয় বিএনপি নেতাদের দাবী, প্রায় ১৬ বছর চুন্নু-রানা বাহিনীর কারনে এলাকায় থাকতে পারিনি। বিভিন্ন মামলায় জর্জরিত করে আমাদেরকে এলাকা ছাড়াতে বাধ্য করেছিলো তারা। আবার বর্তমানে সেই অপরাধীরা এলাকায় অবস্থান করে বুক ফুলিয়ে চলাচল করছে এবং পুর্বের ন্যায় বর্তমানেও সেই একই কায়দায় বিভিন্ন ব্যবসা বানিজ্য করে যাচ্ছে। যার একমাত্র কারন হচ্ছে চুন্নু-রানার একভাই তোফাজ্জল হোসেন বিএনপির রাজনীতি করে। তাদের দাবী, আমরা চাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলাকারী এবং একাধিক মামলার আসামী চুন্নু ও রানা মোল্লাগংদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে প্রচলিত আইনে শাস্তি প্রদান করা হোক। এ জন্য জেলা পুলিশ সুপার,র‌্যাব ১১ এবং সেনাবাহিনীর সদয় হস্তক্ষেপ কামনা করছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা