
ডান্ডিবার্তা রিপোর্ট
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা খুব বিলম্বে নির্বাচনের পক্ষে না। খুব লম্বা সময় দরকার নাই আবার অতি অল্প সময়েও সম্ভব নয়। কারণ নির্বাচনের জন্য রাষ্ট্রের কিছু অর্গান এর সংস্কার না করে ইলেকশন যদি এখন দিয়ে দেওয়া হয়। সেটা ভালো ফল বয়ে আনবে না। গতকাল শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ পল্লীতে জেলা রোকন ( সদস্য) শিক্ষা শিবির অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জামাতের সেক্রেটারি জেনারেল আরো বলেন, যদি তাড়াহুড়ো করা হয় তাহলে তো ১৪, ১৮ ও ২৪ শে যে রকম নির্বাচন হয়েছে ঐরকমই হবে। আপনি ভোট দিতে যাবেন আওয়ামী লীগ যুবলীগ আর পুলিশ লীগ আপনাকে আটকে বলবে আপনার ভোট হয়ে গেছে বাড়ি চলে যান। এজন্য আমি মনে করি এখানে সময়টা মুখ্য নয় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। ৬-৭ মাস অথবা বছরের মধ্যে হলেও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি না করে নির্বাচন দিলেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবেনা। আবার ৫-৬ বছর সময় অতিবাহিত করলেন কিন্তু গুরুত্বপূর্ণ অর্গানগুলো সংস্কার করলেন না সেই ফ্যাসিবাদের দোসররাই প্রশাসনের গুরুত্বপূর্ণ স্থানে বসে রইল সেই ওসি সেই ডিসি সেই ইলেকশন কমিশন ওটা ৬ বছর সময় দিয়ে লাভ কি ওই একই ইলেকশন হবে। সুতরাং টাইম নয় জনগণের কাছে একটি গ্রহণযোগ্য সংস্কার ও একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত হতে হবে যেখানে মানুষ নির্বিঘেœ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সেই পরিবেশটা তৈরি হতে যতটুকু যৌক্তিক সময় নির্বাচন কমিশনের লাগবে আমরা সেই সময় দিতে প্রস্তুত সরকারকে। ভারতের আগ্রাসন বিষয়েএক প্রশ্নের জবাবে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, দুদিন আগে প্রধান উপদেষ্টা সকল রাজনৈতিক দলকে আহবান করেছিলেন আমাদের অখন্ডতা আমাদের মূল্যবোধ আমাদের জাতিসত্তার বিরুদ্ধে আগ্রাসী কর্মকা-ের বিরুদ্ধে সেটার ব্যাপারে সকলকে তিনি ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছিলেন। আমাদের আমির সাহেব জাতীয় ঐক্য মত্তের সাথে একাত্মতা পোষণ করেছেন। এ সময় আরোও উপস্থিত ছিলেন জামাতের কেন্দ্রীয় শুরা সদস্য নারায়ণগঞ্জ মহানগরীর আমির আব্দুল জব্বার, কেন্দ্রীয় শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামাতের আমির মমিনুল হক সরকার, নারায়ণগঞ্জ জেলা জামাতের সেক্রেটারি হাফিজুর রহমান প্রমুখ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯