
ডান্ডিবার্তা রিপোর্ট
গত ৫ আগস্ট শিক্ষার্থী ও জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে টানা ১৫ বছরের আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন ব্যবসায়িক সংগঠনে হয়েছে ক্ষমতার পালাবদল। তবে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ (বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন)-তে এখনো রয়ে গেছে সাবেক সভাপতি এবং সদর-বন্দর আসনের সাবেক সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের অদৃশ্য প্রভাব। সরকার পতনের আগ পর্যন্ত টানা ১৪ বছর পর নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র সভাপতি ছিলেন সদর-বন্দর আসনের সাবেক সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সমঝোতার মাধ্যমে পর্ষদ গঠন করে সভাপতির পদ আঁকড়ে ছিলেন জাতীয় পার্টির এ নেতা। আওয়ামী লীগ সরকার পতনের পর অজ্ঞাত অবস্থান থেকে নিজের পদত্যাগপত্র বিকেএমইএ’তে পাঠান তিনি। পদত্যাগ করলেও এখনো তিনি যেন সিন্দাবাদের ভূতের মতো চেপে বসে আছেন পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমএইএ’র ঘাড়ে। কাগজে কলমে পদত্যাগ করলেও অদৃশ্যভাবে তিনি এখনো বিকেএমএইএ নিয়ন্ত্রণ করছেন বলে ব্যবসায়ীদের অভিযোগ। কোনভাবেই বিকেএমএইএ থেকে তার প্রভাব সরানো যাচ্ছে না। কিছুদিন আগে এক সহসভাপতি পদত্যাগের একদিন পরেই সেই অদৃশ্য হাতের ইশারায় পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন বলে গুঞ্জন রয়েছে। বিকেএমইএ’র ২০২৩-২০২৪ সালের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) উপলক্ষে প্রকাশিত স্যুভেনিয়রে তার প্রমাণ পাওয়া যায়। ৫ ডিসেম্বর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বিকেএমইএ’র ২০২৩-২০২৪ সালের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা(ইজিএম) অনুষ্ঠিত হয়। বিশেষ সাধারণ সভা (ইজিএম) উপলক্ষে প্রকাশিত একটি স্যুভেনিয়রে দেখা গেছে সেলিম ওসমানসহ বর্তমান নেতৃত্বের দুইটি ছবি। বিগতদিনে বিকেএমইএ’তে অনেকেই সভাপতি থাকলেও কারো কোন ছবি না থাকলেও ছবি ছিল সেলিম ওসমানের। এতে ক্ষেপেছেন ব্যবসায়িক সংগঠনটির একাধিক নেতা। তারা বলছেন, সেলিম ওসমানের নিয়ন্ত্রণ থেকে এখনো বের হতে পারছে না বর্তমান নেতৃত্ব। দীর্ঘদিন একক অধিপত্য বিস্তার করা সেলিম ওসমানের অনুসারীরা এখনও পরিচালনা পর্ষদে রয়েছেন। পরিচালনা পর্ষদের ওইসব নেতাদের বিরুদ্ধে জুলাই-আগস্টে আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করারও অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের ‘দোসররা’ এখনও বিকেএমএইএ নিয়ন্ত্রণ করছেন বলে এখনো সেলিম ওসমানের ছবি থাকছে স্যুভেনিয়রে। এখনও পরিচালনা পর্ষদের সহসভাপতি পদে রয়েছেন সেলিম ওসমানের মেয়ের জামাতা আখতার হোসেন অপূর্ব, ওসমান পরিবারের ঘনিষ্ঠ মোরশেদ সারোয়ার সোহেল। পরিচালক পদে আছেন মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু। এরমধ্যে মোরশেদ সারোয়ার সোহেল ও শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনুর বিরুদ্ধে রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় হত্যা মামলা।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯