
ডান্ডিবার্তা রিপোর্ট
শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, সরকার দেশকে একটি গণতান্ত্রিক শাসনের শান্তিপ‚র্ণ রূপান্তর করার চেষ্টা করছে। ছাত্রজনতার এই অভ্যুত্থান সফল হবে-যদি আমরা গণতান্ত্রিক দেশে রুপান্তরিত করতে পারি। আমাদের শিক্ষা ও শাসন ব্যবস্থায় মেধাতন্ত্রকে পতিত সরকার বহু বছর ধরে সবচেয়ে অবমুল্যায়ন করেছে। আমাদের সাধারণ নৈতিকতার মানকেও অধঃপতিত করেছে। গতকাল শনিবার রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে জাঁকজমক আয়োজনে নর্থ সাউথ ইউনিভার্সিটির ২৫তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফয়েজ, নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহম্মেদ, উপচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, সমাবর্তন মার্শাল, গণিত ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ মামুন মোল্লা, জনসংযোগের পরিচালক সৈয়দ মানসুর হাশিম, জনসংযোগ সহকারী কর্মকর্তা রোকসানা আফরোজ প্রমুখ। শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, সমস্ত প্রতিক‚লতা অতিক্রম করে আপনারা দেশের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নেয়ার সৌভাগ্য অর্জন করেছেন। আপনাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং দৃঢতায় দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে। আগামী প্রজন্মকে আশা, সম্মান এবং সাম্যের আলোকবর্তিকা হিসাবে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আপনাদের। সকলের অভিন্ন দায়িত্বের কথা স্মরণ করিয়ে তিনি আরো বলেন, একটি টেকসই ও অন্তর্ভুক্তিম‚লক আমাদের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। এই ডিগ্রি নিয়ে আপনারা কেবল স্নাতক নন, পরিবর্তনের এজেন্ট, শ্রেষ্ঠত্বের দূত এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ’র) মিশনের মশাল বহনকারী হয়ে কাজ করবেন বলে আমি বিশ্বাস করি। নর্থ সাউথ ইউনিভার্সিটির সমাবর্তনে ৮ হাজার ১৯ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান করা হয়। পরে দু’জন চ্যান্সেলর এবং আটজন ভাইস চ্যান্সেলরসহ ২০জন কৃতি শিক্ষার্থীর মাঝে স্বর্ণপদক প্রদান করা হয়। সমাবর্তনের দ্বিতীয় অধিবেশনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯