
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে সুবিধাবাদী বিএনপি নেতাদের সাথে গোপন আঁতাত করে বীরদর্পে এলাকায় ফিরছে আওয়ামী লীগের বিতর্কিত নেতাকর্মীরা। গত কয়েক দিন ধরে নারায়ণগঞ্জ শহরে ৫ আগষ্টের পর থেকে পারিয়ে থাকা অনেক আওয়ামীলীগের ক্যাডারদের শহরে মাঝে মধে:্য দেখা যাচ্ছে। নারায়ণগঞ্জ ক্লাবের লুটপাটকারী তানভীর আহমেদ টিটুর ঘনিষ্টজন যাদের মধ্যে বেশ কয়েক জন ১৯ জুলাই শহরে প্রকাশ্যে গুলি বর্ষনের সময় ছিল এরাও নারায়ণগঞ্জ ক্লাবে আষা যাওয়া শুরু করেছে। টিটুর ঘনিষ্ট স্বজন এবং শামীম ওসমানের একাধিক ক্যাডারকে কয়েকদিন যাবত নারায়ণগঞ্জ ক্লাবের বিভিন্ন কার্ড রুমে আড্ডা দিতে দেখা যাচ্ছে। অপরদিকে নারায়ণগঞ্জ ক্লাবের পলাতক সহ সভাপতি এস এম রানাকে গোগনগর এলাকায় বেশ কয়েকবার দেখা গেছে বলে এলাকাবাসী জানান। এছাড়াও বহুল বিতর্কিত যুবলীগ নেতা মতিউর রহমান মতির ঘনিষ্ট সহযোগী ছাত্র-জনতা হত্যা মামলার এজাহার নামীয় আসামি লিটন ওরফে গুজা লিটন, আক্তার হোসেন ওরফে পানি আক্তার, গোলাম মোহাম্মদ খান গুলো, ইউসুফ খান, আবু খান, নিয়াজ খান ও বিহারী কলোনির মাদক সম্্রাট নাহিদ ইতোমধ্যে এলাকায় ফিরে এসেছে। আওয়ামী লীগের এসব দোসরদের সাথে সখ্যতা গড়ে তুলে সুবিধাবাদী বিএনপি নেতাকর্মীরা রাজনৈতিক ফায়াদা হাসিল করতে প্রতিপক্ষকে গায়েল করতে তৎপর হয়ে উঠেছে। এতে বিএনপির প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে চরম ক্ষোভ। বিএনপির দলীয় একটি সূত্র জানায়, আওয়ামী লীগ সরকার আমলে নাসিক ৬নং ওয়ার্ডে ত্রাসের রাজত্ব কামেয় করেছিল যুবলীগ নেতা মতিউর রহমান মতি। গড়ে তুলেছিল বিশাল সন্ত্রাসী বাহিনী। আদমজী ইপিজেডসহ সমস্ত এলাকায় একক আধিপত্য বিস্তার করে চাঁদাবাজি, জমি দখল, চোরাই জ্বালানি তেল ব্যবসার নিয়ন্ত্রণ করতেন মতি বাহিনী। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মতি ও তার বাহিনী এলাকা ছেড়ে পালিয়ে যায়। মতি পালিয়ে যাওযার পর সুবিধাবাদী বিএনপি, ছাত্রদল ও যুবদলের কথিপয় নেতা রাতারাতি মতির সকল অবৈধ আয়ের উৎস দখল করে নেয়। তারা তাদের দখল বাণিজ্য টিকিয়ে রাখতে মতির ঘনিষ্ট সহযোগীদের সাথে গোপন আতাঁত করে। অবৈধ আয়ের ভাগ দেওয়ার গোপন চুক্তিতে মতির সন্ত্রাসী বাহিনী নিয়ে কথিপয় সুবিধাবাদী বিএনপি ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক এক নেতা আদমজী ইপিজেডে মতির নিয়ন্ত্রিত সকল কারখানার ঝুট ব্যবসা নিজেদের কব্জায় নিয়ে নেয়। তারা বনে যায় মতির সম্্রাজ্যের নতুন রাজা। সূত্রটি জানায়, নাসিক ৬ ও ৭নং ওয়ার্ডের সুবিধাবাদী কয়েকজন বিএনপি নেতা ও সাবেক ওই ছাত্রদল নেতা মতির সম্্রাজ্যে রাজত্ব করতে গোপন আঁতাত করেছেন মতির ঘনিষ্ট সহযোগী ও সন্ত্রাসী বাহিনীর কমাÐারদের সাথে। ফলে তাদের পরোক্ষ মদদে জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতা হত্যা মামলার এজাহার নামীয় আসামি মতির অন্যতম সহযোগী আক্তার হোসেন ওরফে পানি আক্তার, তাঁতীলীগ নেতা লিটন ওরফে গুজা লিটন, গোলাম মোহাম্মদ খান গুলো, ইউসুফ খান, আবু খান, নিয়াজ খান ও বিহারী কলোনির মাদক সম্্রাট নাহিদসহ অর্ধশতাধিক নেতাকর্মী এলাকায় ফিরে এসেছে। আওয়ামী লীগের এসব দোসররা এখন সুবিধাবাদী বিএনপি নেতাদের ঘনিষ্টজন হয়ে উঠেছে। কাজ করছে তাদের পকেট ভারী করার হাতিয়ার হিসেবে। এছাড়া বন্দরের মদনপুরে বিএনপি নেতা হিরণকে মোটা অংকে টাকা দিয়ে এলাকায় ফিরেছে বহু অপকর্মের হোতা ও আওয়ামীলীগের ক্যাডার এবং স্ত্রাসীদের লিডার এম এ সালাম চেয়ারম্যান। ফলে ত্যাগী ও পরিক্ষিত বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। দলে সৃষ্টি হচ্ছে বিবেদ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯