
ডান্ডিবার্তা রিপোর্ট
৫ আগস্টের পর সিদ্ধিরগঞ্জের ইপিজেডে বস্ত্রপণ্য বাহী ১৩টি ট্রাক লুটের অভিযোগ ওঠেছিল মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদের বিরুদ্ধে। এ ছাড়াও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন শিল্পকল কারখানার ঝুট নিয়ন্ত্রণে নামেন তিনি। ইপিজেটে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতে গিয়ে বিএনপির কৃষকদলের সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি তৈয়ম হোসেন বাদী হয়ে কোর্টে মামলা করে দিয়েছেন সাহেদ আহমেদের বিরুদ্ধে। মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল নীট কর্ণসান সহ অর্ধশত শিল্পকারখানার ঝুট ও কাচরা ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েছেন। অথচ সেই সজল ও সাহেদের বিরুদ্ধে কেন্দ্রীয় যুবদল কোনো ধরণের ব্যবস্থা গ্রহণ করেনি রহস্যজনক কারনে। উল্টো দেখা গেছে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানকে বাদ দিয়ে কেন্দ্রীয় যুবদলের শীর্ষ নেতাদের সঙ্গে ঢাকায় বৈঠক করেছেন সজল ও সাহেদ। এত্তকিছুর পরেও উল্টো সাগর প্রধানকে শোকজ করেছে কেন্দ্রীয় যুবদল। তার বিরুদ্ধে অভিযোগ- সাগর প্রধান পৃথকভাবে মহানগর যুবদলের ব্যানারে কর্মসূচি পালন করেছেন এবং তার মিছিলে আওয়ামীলীগ সমর্থকদের দেখা যায়। যাদেরকে আওয়ামীলীগ সমর্থক বলা হয়েছে সেই দুই জাকির হোসেন বিএনপির পদ পদধারী সক্রিয় নেতা। তারা বিগত সময়ে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হামলা মামলার শিকার হয়েছেন। যুবদলের নেতাকর্মীরা বলছেন, ঠুনকো অভিযোগে সাগর প্রধানকে শোকজ করা হলেও গুরুত্বর অভিযুক্ত সজল ও সাহেদের বিরুদ্ধে কেন কোনো ধরণের ব্যবস্থা গ্রহণ করলো না কেন্দ্রীয় যুবদল? ৫ আগস্টের পর সজল ও সাহেদের বিতর্কিত কর্মকান্ড নিয়ে নারায়ণগঞ্জে বহুল প্রকাশিত গণমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশিত হয়েছে। তাদের কর্মকান্ড নারায়ণগঞ্জের মানুষের কাছে কঠোর সমালোচিত হয়েছে। অথচ সজল ও সাহেদের প্রতি দরদ দেখিয়ে রহস্যজনক কারনে সাগর প্রধানকে শোকজ করলো কেন্দ্রীয় যুবদলের উচ্ছিষ্টভোগী নেতারা। অন্যদিকে জানাগেছে, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানকে কারন দর্শানো নোটিশ করেছে কেন্দ্রীয় যুবদল। নোটিশে শুধুমাত্র উল্লেখ করা হয়েছে, সাগর প্রধান সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনা করে আসছেন। তবে তিনি কি বিষয়ে নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনা করে আসছেন তার কোনো উল্লেখ করা হয়নি নোটিশে।
গত শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত নোটিশ সাগর প্রধানকে পাঠানো হয়। এই নোটিশ সাগর প্রধান পাওয়ার আগেই নোটিশে কপি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তাহলে প্রশ্ন থেকে যায় কারো ইন্ধনেই কি সাগর প্রধানকে এই নোটিশ পাঠানো হলো? যারা নোটিশটি আগেই পেয়ে ফেসবুকে ছড়িয়েছেন। নোটিশে সাগর প্রধানকে বলা হয় যে, আপনি, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনা করছেন বলে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে। এমতাবস্থায়, সংগঠন বিরোধী এহেন কর্মকান্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবেনা, এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এর সম্মুখে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হলো। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে প্রেরিত হয়েছে বলেও নোটিশে দাবি করা হয়। এই কারন দর্শানো নোটিশের বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে সাগর প্রধান এই সংবাদকর্মীকে পাল্টা প্রশ্ন রেখে বলেন, আমি গত ৫ আগস্টের পর কি এমন সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রম করেছি বলুন তো? কারন সাংবাদিকরাই তো সবচেয়ে বেশি জানার কথা। এখন আমাকে কারন দর্শানোর নোটিশ করা হয়েছে। আমি কি বিষয়ে জবাব দিবো সেটাই খুঁজে পাচ্ছিনা।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯