
ডান্ডিবার্তা রিপোর্ট
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান নারায়ণগঞ্জের সাত খুনসহ র্যাবের দ্বারা সংঘটিত হত্যাকা-ের শিকারদের পরিবারের কাছে দুঃখপ্রকাশ করেছেন এবং ক্ষমা প্রার্থনা করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি জানান, “র্যাব সৃষ্টির পর থেকে যেসব মানুষ আমাদের সদস্যদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের কাছে আমরা দুঃখপ্রকাশ করছি এবং ক্ষমা চাইছি। বিশেষ করে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি আমরা আন্তরিকভাবে দুঃখিত।” ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের লামাপাড়া এলাকা থেকে সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ পাঁচজন এবং আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিমকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে তাঁদের লাশ পাওয়া যায়। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০১৬ সালে নারায়ণগঞ্জের আদালত ২৬ জনকে মৃত্যুদ- এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেন। পরে হাইকোর্টের রায়ে ১৫ আসামির মৃত্যুদ- বহাল থাকে এবং ১১ জনের দ- পরিবর্তন করে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়। মহাপরিচালক শহিদুর রহমান বলেন, “আমরা র্যাবের কার্যক্রমে স্বচ্ছতা আনতে চাই এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে, তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছি।” সাত খুনের মামলার আপিল এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। দীর্ঘ প্রায় দশ বছরেও বিচার কাজ শেষ না হওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে। রায়ের পর র্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদ, সাবেক কোম্পানি কমান্ডার মেজর (অব.) আরিফ হোসেন এবং লে. কমান্ডার (চাকরিচ্যুত) এম মাসুদ রানা সহ বেশ কয়েকজন র্যাব কর্মকর্তার শাস্তি বহাল থাকে। অভিযুক্তদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা নূর হোসেনও। সাত খুন হত্যাকা- প্রসঙ্গে র্যাবের বর্তমান ডিজির ‘ক্ষমা চাওয়ার’ প্রসঙ্গে নিহত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বলেন, “ক্ষমা চাইলেই তো আর সবকিছুর সমাধান হয়ে যায় না। ওনারা ক্ষমা চাইছেন, এইটা ভালো ব্যাপার। কিন্তু এই ক্ষমা চাওয়ার চেয়ে বড় হচ্ছে, দোষীদের শাস্তি নিশ্চিত করা। (সাতখুনের বিচারের) রায়টা যেদিন কার্যকর হবে সেদিনই আমরা স্বস্তি পাবো। যারা এই ধরনের নৃশংস কা- ঘটিয়েছে তাদের শাস্তি নিশ্চিত করা তো ওনাদেরই (র্যাব কর্মকর্তা) দায়িত্ব। এটা করতে পারলেই বরং ওনারা বেশি সম্মানিত হবেন।”
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯