আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ১:২৩

নারায়ণগঞ্জে শীতে আমেজ জনজীবনে স্থবিরতা 

ডান্ডিবার্তা | ১৩ ডিসেম্বর, ২০২৪ | ৯:২১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
শীতে স্থবিরতা নেমে এসেছে নারায়ণগঞ্জের জনজীবনে। গত দুই সপ্তাহে বেশি সময় ধরে তাপমাত্রা নি¤œগামী থাকায় অনেকটাই ব্যহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। গত ২ দিন ধরে শহর অঞ্চলসহ গ্রাম অঞ্চলেও দিনের বেলায়ও ঠিকমতো সূর্যের দেখা মিলছে না। এতে সবচেয়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষজন। গতকাল বৃহস্পতিবার সকাল ৭ টায় জেলার সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া সূত্রে জানা যায়, আকাশে মেঘ থাকায় দিনের বেশির ভাগ সময় সূর্যের দেখা না মেলার সম্ভাবনা রয়েছে। এদিকে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে শ্রমিক ও স্বল্প আয়ের খেটে খাওয়া ছিন্নমূল মানুষেরা। সোনারগাঁও, আড়াইহাজার, রূপগঞ্জ ও বন্দর এলাকায় তীব্র ঠা-ায় অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টাও করছেন। দিনের বেলা তাপমাত্রা কিছুটা বাড়লেও সন্ধ্যার পর থেকে তাপমাত্রা কমতে থাকে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত তীব্র শীত অনুভূত হয়। বিশেষ করে শীতে কষ্টে পড়েছে প্রবাহিত নদ-নদী তীরবর্তী মানুষজন। বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের রুহুল আমিন বলেন, আমি অটোরিকশা চালাই। কিন্তু কনকনে ঠা-ায় যাত্রীর সংখ্যা কমে গেছে। দিনে ঠা-া কম হলেও রাতে হাত-পা বাইরে রাখাই মুশকিল হয়ে পড়ে। সোনারগাঁ উপজেলার নুনেরটেক এলাকার এক কৃষি জানায়, জমিতে চারা তৈরির জন্য ধান ছিটাচ্ছি। কিন্তু এতো ঠা-া যে কাদা পানিতে পা রাখা যাচ্ছে না। ঠা-ার কারণে ঠিকমত কাজ করতে পারছি না। শীতের কাপড় কম থাকায় রাতে বউ বাচ্চাসহ শীত কষ্টে ভুগছি। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত দুই সপ্তাহ থেকে জেলার সর্বনি¤œ তাপমাত্রা ১৭-২২ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। এ মাসেই এ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা