আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | রাত ৯:৫০

বেঈমানি করলে প্রধান উপদেষ্টাকেও ছাড় নয়: সারজিস আলম

ডান্ডিবার্তা | ১৫ ডিসেম্বর, ২০২৪ | ৪:৫২ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন, ‘২৪ এর গণঅভ্যুত্থানে হত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা না নিলে পরোক্ষভাবে আপনারাও খুনের সঙ্গে জড়িত হবেন। যেসব পুলিশ সদস্য খুনের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আপনারা মামলা নেন। আপনারা আপনাদের কালিমা মোছেন, জনগণের আস্থা অর্জন করুন।’
তিনি বলেন, ‘আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে আগামী এক বছরের মধ্যে আমরা বিচার কার্যক্রমকে অনেক দূর এগিয়ে নিতে পারবো। জুলাই শহীদদের গণআকাঙ্ক্ষার সঙ্গে যারাই বেঈমানি করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি ড. ইউনূস বললেও তাকে ছাড় দেওয়া হবে না।’ গতকাল শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি। সারজিস আলম বলেন, ‌‘১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাÐে শেখ মুজিবের ডেডবডি উত্তোলন না করেই বিচার করা গেলে জুলাই শহীদদের লাশ উত্তোলন করতে হবে কেন? তাদের লাশও উত্তোলন না করেই খুনি হাসিনার বিচার করতে হবে।’ এরপর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহী বিভাগের ৪৬ জন শহীদ পরিবারের মাঝে চেক হস্তান্তর করা হয়। প্রত্যেক শহীদ পরিবারকে ৫ লাখ টাকার চেক প্রদান করা হয়। চেক নিতে এসে কান্নায় ভেঙে পড়েন তারা। এসময় তারা জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকারীদের সর্বোচ্চ বিচার চান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা