
ডান্ডিবার্তা রিপোর্ট
১৬ ডিসেম্বর-মহান বিজয় দিবস, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। ১৯৭১ সালের এই দিনে বাঙালিরা পরাধীনতার শেকল ভেঙ্গে প্রথম স্বাধীনতা লাভ করে। পৃথিবীর বুকে জন্ম নেয় বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম দেশ। সেই হিসাবে সোমবার বাংলাদেশ বিজয়ের ৫৩ বছর পূর্তির দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানের হানাদার বাহিনী নৃশংসভাবে এই দেশের ঘুমন্ত সাধারণ মানুষের উপর হত্যাযজ্ঞ চালায়। তারা যখন গণহত্যার পৈশাচিকতায় মেতে উঠেছিল, তখনই শুরু হয়েছিল বাঙালিদের প্রতিরোধ সংগ্রাম। শত্রæর মোকাবিলায় দেশের বীর সন্তানেরা যুদ্ধের ময়দানে ছুটে গিয়েছিলেন। তাঁদের ছিল না যুদ্ধের প্রশিক্ষণ, ছিল না কোনো উন্নত সমরাস্ত্র। কিন্তু প্রত্যেকেই দেশের জন্য জীবণ দিতে প্রস্তুত ছিলেন। দীর্ঘ ৯ মাস শক্তিশালী পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন দেশের সব ধর্ম, বর্ণ, ভাষার বীর সন্তানেরা। ৩০ লাখ মানুষের প্রাণ, ২ লাখ মা-বোনের সম্ভ্রম আর বিপুল সম্পদহানির ভেতর দিয়ে মুক্তির সংগ্রামে সফল হয়েছিলেন মুক্তিযোদ্ধারা। অবশেষে ছিনিয়ে এনেছিলেন চূড়ান্ত বিজয়। সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জে বিজয় দিবস উপলক্ষে ব্যাপক আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনে কার্যালয় থেকে জানানো হয়, সোমবার সূর্যোদয়েরর সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সেই সাথে চাষাড়া বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। প্রশাসন, পুলিশ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনসহ সাধারণ মানুষ বিজয়স্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। এই দিন সকল সরকারি, আধা-সরকারি, সায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জ সার্কিট হাউজে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এর পাশাপাশি শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। সকাল ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে নারায়ণগঞ্জ‘র শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। দুপুর ১টার দিকে স্থানীয় সকল হাসপাতাল, জেলাখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র, সরকারি শিশু পরিবার ও আশ্রয় কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হবে। বিকেল ৩টার দিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বনাম জেলা প্রশাসন প্রীতি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিজয় দিবসে দিনব্যাপী আয়োজনের মধ্যে থাকছে-চাষাড়ায় শহীদ জিয়া হল প্রাঙ্গনে বিজয় মেলা, নারায়ণগঞ্জ চারুকলা ইন্সটিটিউটে শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন সিনেমাহল ও উন্মুক্ত স্থানে শিক্ষার্থীদের জন্য বিনা টিকেটে তথ্য ও স¤প্রচার মন্ত্রনালয় থেকে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শনী ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রমাণ্যচিত্র প্রদর্শনী। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে দিনব্যাপী কর্মসূচী পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আজ সোমবার সকালে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সেই সাথে জেলার বিভিন্ন স্থান থেকে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সোমবার সকাল ১০টায় রূপগঞ্জের ভুলতা গাউছিয়া মার্কেটের সামনে থেকে বিজয় র্যালি বের করবে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। সকাল ৯টায় শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতি মিলনায়তনের সামনে থেকে বিজয় র্যালি বের করবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। সকাল ৯ টায় ফতুল্লার ডিআইটি মাঠে সমাবেশ ও বিজয় র্যালি বের করবে ফতুল্লা থানা বিএনপি। সকাল সাড়ে ১১ টার দিকে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের বিজয় র্যালি বের হবে। বিকেল ৩টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে জেলা যুবদলের বিজয় র্যালি বের হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯