
ডান্ডিবার্তা রিপোর্ট
৩৬৪ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে চার লেন থেকে ছয় লেনে উন্নীত করে আধুনিকায়ন করা ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্করোডের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার সড়কদ্বীপ, ফুটপাত ও পুরো বাসস্ট্যান্ড জুড়ে বসেছে অবৈধ দোকানপাট। ফলে নষ্ট হচ্ছে দৃষ্টিনন্দন এ সড়কের সৌন্দর্য। সড়কদ্বীপ ও ফুটপাতে বসা অবৈধ দোকানপাট কিছুতেই সরাতে পারছে না সওজ কর্তৃপক্ষ। তারা রীতিমত এ সকল অবৈধ দোকানপাটের কাছে অসহায় হয়ে পড়েছেন। এতে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। জরুরী ভিত্তিতে এ সড়কের সাইনবোর্ড এলাকার সড়কদ্বীপ, ফুটপাত ও বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে বসা অবৈধ দোকানপাটগুলো উচ্ছেদের দাবি জানান। জানা যায়, ৩৬৪ কোটি ২৫ লাখ ৭৬ হাজার টাকা ব্যয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডটি (চাষাঢ়া থেকে সাইনবোর্ড পর্যন্ত) চার লেন থেকে ছয় লেনে ৬ লেনে উন্নীত করে আধুনিকায়ন করা হচ্ছে। এ প্রকল্পটি ইতোমধ্যে ৮ কিলোমিটারের মধ্যে ৭ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ শেষ হয়েছে। এ সড়কের তিনটি স্থানে রয়েছে আন্ডারপাস, দুটি স্থানে দুটি ফুটওভারব্রিজ ও সড়কের দুপাশে রয়েছে ড্রেনসহ ফুটপাত ও লাইটিংসহ বিভিন্ন ধরণের সৌন্দর্য বর্ধন কাজ। বিভিন্ন স্থানে রয়েছে সড়কদ্বীপ ও রোড ডিভাইডার। সবমিলিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডটি দৃষ্টিনন্দন সড়কে পরিণত হয়েছে। কিন্তু এরমধ্যে সাইনবোর্ড এলাকায় সড়কদ্বীপ ও ফুটপাতসহ বাসস্ট্যান্ডে বসেছে অবৈধ দোকানপাট। কিছুতেই এ অবৈধ দোকানপাট সরাতে পারছে না সওজ কর্তৃপক্ষ। তারা রীতিমত এ সকল অবৈধ দোকানপাটের কাছে অসহায় হয়ে পড়েছেন। সরেজমিন গিয়ে দেখা যায়, সাইনবোর্ড এলাকায় সড়কদ্বীপে ও ফুটপাত এমনকি পুরো বাসস্ট্যান্ড জুড়েই বসেছে অসংখ্য অবৈধ দোকানপাট। ফলে অবৈধ দোকানপাট এখন হাট-বাজারে পরিণত হয়েছে। এ অবৈধ দোকানপাটের কারণে ছয় লেনে উন্নীত করা আধুনিক সড়কের সৌন্দর্য নষ্ট হচ্ছে। ফতুল্লার মাহমুদপুর এলাকার তমাল হোসেন বলেন, শিল্পাঞ্চল নারায়ণগঞ্জ শহরে যাতায়াতের অন্যতম সড়ক ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোড। এ সড়কটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড স্থানে মিলিত হয়েছে। এ সড়ক দিয়ে নারায়ণগঞ্জ নগরবাসীসহ অন্যান্য আশপাশের লোকজন ঢাকাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করছেন। এ সড়ক নারায়ণগঞ্জ শহর থেকে রাজধানী ঢাকায় চলাচলের অন্যতম ও প্রধান একটি সড়ক। তিনি আরো বলেন, এ সড়কের আশপাশে রয়েছে নারায়ণগঞ্জের সরকারি প্রায় সকল অফিস-আদালত। এ সড়কের পাশে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপারের কার্যালয়, নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগ ও জেলা সিভিল সার্জনের কার্যালয়, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত, জেলা পরিষদ, এলজিইডি কার্যালয়, পাসপোর্ট অফিস, জেলা কারাগার, জেলা নির্বাচন অফিস ও শিল্প পুলিশ-৪’র পুলিশ লাইন্সসহ নানা ধরনের স্থাপনা রয়েছে। ইদানিং এ সড়কটি আধুনিক সড়কে পরিণত করা হয়েছে। কিন্তু সড়কের বিভিন্ন স্থানে বসা অবৈধ দোকানপাট এ সড়কের সৌন্দর্য নষ্ট করছে। ভূইঘর এলাকার বাসিন্দা ফরহাদ হোসেন বলেন, সাইনবোর্ড এলাকার সড়কদ্বীপে ও ফুটপাত এবং পুরো বাসস্ট্যান্ড জুড়ে বসেছে কয়েকশ অবৈধ দোকনপাট। এখানে রয়েছে হোটেল, বিভিন্ন খাবারের দোকান, চায়ের দোকান, ফুটপাতে জামাকাপড় বিক্রি ও ফুসকার দোকানসহ নানা ধরণের অবৈধ দোকানপাট। এ অবৈধ দোকানপাটের ময়লা-আবর্জনা সড়কে ফেলে এর সৌন্দর্য নষ্ট করছে। এ সকল দোকানপাটগুলো জরুরী ভিত্তিতে স্থানীয়ভাবে উচ্ছেদ করার প্রয়োজন হয়ে পড়েছে। সাইনবোর্ডের সাহেবপাড়ার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বলেন, যতই দিন যাচ্ছে ততই অবৈধ দোকানপাটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ অবৈধ দোকানপাট থেকে এক শ্রেণীর সুবিধাবাদী লোকজন অর্থ আদায় করছে। তারাই প্রভাব খাটিয়ে এ সকল দোকানপাট টিকিয়ে রেখেছে। এ বিষয়েসড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নারায়ণগঞ্জ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. নুরে আলম বলেন, সড়কদ্বীপসহ বিভিন্ন স্থানে বসা অবৈধ দোকানপাট কিছুতেই সরানো যাচ্ছে না। এমনকি থানায় জিডি করেও এগুলো রোধ করা যাচ্ছে না।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯