আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | ভোর ৫:৪৫

নারায়ণগঞ্জ জুড়ে ছিনতাই আতঙ্ক

ডান্ডিবার্তা | ১৮ ডিসেম্বর, ২০২৪ | ১০:২৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে অধিকহারে বেড়েছে ছিনতাইয়ের ঘটনা। প্রতিদিন নগরীর প্রধান প্রধান সড়ক এবং পাড়া মহল্লায় ছিনতাইয়ের শিকার হচ্ছেন অনেকে। অন্য জেলা থেকে আসা ব্যবসায়ী, শিক্ষার্থী, সবজি বিক্রেতা ও হোসিয়ারী শ্রমিকসহ কেউ রেহাই পাচ্ছেনা ভয়াবহ এই অপরাধীদের কাছ থেকে। ভোর সকাল আর গভীর রাতে সুযোগ বুঝে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তারা নিয়ে যাচ্ছে নগদ টাকা, মোবাইল ফোন বা যে কোনো মালামাল। এ সময় কেউ তাদের ইচ্ছার বাইরে গেলেই ঘটছে বিপদ। জানা গেছে, গত ১৩ ডিসেম্বর শহরের দেওভোগ মিন্নত আলী মাজারের সামনে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন রাজধানীর একটি বেসরকারি কলেজের ছাত্র সীমান্ত (২০)। সীমান্তের বাবা হাজী আলম জানান, গত বৃহস্পতিবার সকালে কলেজে যাবার সময় ছিনতাইকারীর দল পথরোধ করে সীমান্তকে। ওই সময় তার সাথে থাকা ব্যাগ, মোবাইল ও মানিব্যাগ টানাটানি করে। এ সময় তাদের বাধা দিতে গেলে তারা মাথা, পেট ও পায়ে কুপিয়ে তাকে আহত করে। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। নভেম্বর মাসের শুরুতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন হোসিয়ারী শ্রমিক নাসিমা আক্তার। নাসিমার বাড়ি নাসিকের ১৮ নং ওয়ার্ডে। তিনি নয়ামাটির একটি কারখানায় কর্মরত। নাইট ডিউটি করে ভোরে বাড়িতে যাওয়ার সময় নিতাইগঞ্জ এলাকায় ছিনতাইয়ের শিকার হন তিনি। নাসিমা আক্তার বলেন, আমরা সেদিন বেতন পাইছি। পোলাপানগুলা আমাদের আটকানোর সাথে সাথে আমি সব বের করে দিই কিন্তু আমার সাথের জন দিতে চায়নি বলে আমাদের চাকু দিয়ে পোছ (আঘাত) দিসে। আমরা থানা পুলিশ করিনি ভয়ে। কারখানা গিয়ে বলছি তারাও চুপ থাকতে কইছে। ইদানিং আমাগো লগে কাজ করে এমন আরো অনেকের সাথেই এই ঘটনা ঘটছে। এ বিষয়ে বাংলাদেশ হোসিয়ারী সমিতির সাবেক সভাপতি বদিউজ্জামান বদু বলেন, র‌্যালী বাগানের কিছু ছেলে এর সাথে জড়িত। এর বাহিরেও আরো অনেকে ছিনতাই করছে। বৃহস্পতিবারে হোসিয়ারী শ্রমিকরা যখন বেতন নিয়ে রাতে বাড়িতে যায় তখন তাদের টার্গেট করে ছিনতাইকারীরা। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি এবং ব্যবসায়ীরাও সংগঠিত হয়েছি। চেষ্টা করছি এগুলো কমিয়ে আনতে। দ্রæত যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে আমাদের বদনাম হবে। জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আমরা ছিনতাই প্রতিরোধের চেষ্টা করছি। আমাদের লোকবলও আগের চেয়ে বেড়েছে। নারায়ণগঞ্জ শহর অনেক বড় এখানে এমন সমস্যা কাম্য নয়। তাই আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি ছিনতাইকারীদের ধরতে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা