
ডান্ডিবার্তা রিপোর্ট
মহান বিজয় দিবস ১৬ বছর যাবৎ পালন করলেও এবার মাঠে নেই আওয়ামীলীগ। তাদেরকে এখন ফেরারি আসামী হয়ে পালিয়ে বেড়াচ্ছে। এমনকি এদিনটি সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়। তবে ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করায় গত ৮ আগষ্ট অন্তর্ববর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছে ড. মুহাম্মদ ইউনুস। কিন্তু নারায়ণগঞ্জে আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা যে ভাবে হাক ডাক দিয়ে বিশাল লোক নিয়ে বিজয় দিবস পালন করতো তা এখন আর নেই। অথচ গত বছরও নারায়ণগঞ্জে এই দলটির নেতাকর্মীরা কে কার থেকে বেশি লোক নিয়ে প্রতিযোগিতা করেছে তা এক নিমেষেই শেষ হয়ে গেছে। এদিকে গত ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে। এবার ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আয়োজনের বেলায় আওয়ামীলীগ শূন্য। বিশেষ করে জেলার প্রভাবশালী এমপি শামীম ওসমানসহ তার সাম্রাজ্যের লোকজন সকলেই পলাতক। যারাই সামনে আসছে তারাই গণধোলাইয়ের শিকার হয়ে নারায়ণগঞ্জ ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন। কিন্তু শামীম ওসমানসহ তার সাম্রাজ্যের সকলেই বলে বেড়াতেন তারা সকলেই বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতি করেন। কিন্তু তারা এখন কোথায় গেলেন? ওসমান সাম্রাজ্যের হেভিওয়েট নেতারা বড় বড় কথা বলে আজকে তারা পালিয়ে বেড়াচ্ছেন। তার মাঝে শামীম ওসমানের অন্যতম সিপাহসালার সেনাপতি মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু, তার ভাগিনা মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, সকল অপকর্মের হোতা ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাউফ উল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত আলী, ফতুল্লা আওয়ামী লীগ নেতা আবু মো. শরীফুল হক, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সেক্রেটারি ইয়াছিন মিয়া। শহর শ্রমিকলীগের সাবেক সেক্রেটারি কামরুল হাসান মুন্না, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাবেক সেক্রেটারি হসানাত রহমান বিন্দু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান আজিজ, সাবেক সেক্রেটারি আশরাফুল ইসলাম রাফেল, নাসিক প্যানেল মেয়র আদুল করিম বাবু, শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিট, দুঃসম্পর্কের শ্যালক এহসানুল হাসান নিপু। তারা প্রত্যেকেই ওসমান সাম্রাজ্যের এক একজন কেউ সেনাপতি আবার কেউ সৈনিক হিসেবে কাজ করতেন। তারা আওয়ামী লীগের চেয়ে ওসমান লীগকে প্রধান্য দিতেন। আজকে যখন ওসমারা তাদের রেখে পালিয়ে গেছে তারাও পালিয়ে বেড়াচ্ছে। অপরদিকে দেশের সর্বস্তরের মানুষ মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় স্তম্ভে শহীদদের প্রতি শ্রাদ্ধাঞ্জলী জানালেও আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখা মিলেনি।
ই
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯