
ডান্ডিবার্তা রিপোর্ট
সদর-বন্দর আসনের সাবেক সংসদ সদস্য এসএম আকরামের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ যোহর বন্দরের আলীনগর কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গত সোমবার রাতে ঢাকার আজাদ মসজিদে প্রথম জানাজা, গতকাল মঙ্গলবার সকাল ১০টায় শহরের থানা পুকুরপাড় জামে মসজিদে দ্বিতীয় জানাজা এবং বাদ যোহর তার নিজ গ্রাম আলীনগরস্থ মরহুম আব্দুল জাব্বার ঈদগাহ ময়দানে তৃতীয় জানাযা অনুষ্ঠিত হয়। পরে আলীনগর কবরস্থানে সমাহিত করা হয়। এর আগে থানা পুকুরপাড় জামে মসজিদের জানাজায় অংশগ্রহন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহŸায়ক আব্দুস সবুর খান সেন্টু, সাবেক পিপি এড. মো. আসাদুজ্জামান, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি হায়দার আলী পুতুল, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি প্রার্থী মাহবুবুর রশিদ জুয়েল প্রমুখ। বন্দরের জানাযায় অংশগ্রহন করেন সদর-বন্দর আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এড. আবুল কালাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, সাবেক উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেন, ১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মোহাম্মদ সাগর, ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা, ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বি এ মাসুদ, একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মাঈন উদ্দিন আহাম্মেদ, আলীনগর এলাকার সমাজ সেবক হাজী হামিদুল্লাহ মেম্বার, ইব্রাহিম কাশেমসহ সর্বদলীয় নেতাকর্মী ও স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এসএম আকরাম দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিকসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত কয়েকদিন ধরেই তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত সোমবার বিকেল তিনটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন, মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। উল্লেখ্যে, তিনি জীবদ্দশায় ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত সদর-বন্দর আসন থেকে আওয়ামী লীগ মনোনীত এমপি নির্বাচিত হন। সে সাথে তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক আহŸায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নাগরিক ঐক্যের উপদেষ্টা ছিলেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯