আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ২:১৪

সীমান্ত হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম

ডান্ডিবার্তা | ১৮ ডিসেম্বর, ২০২৪ | ১০:৫৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
শহরে ছিনতাইকারীদের হাতে নিহত শিক্ষার্থী ওয়াজেদ আলম সীমান্ত হতাকারীদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়ে আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা। গতকাল মঙ্গলবার বিকেলে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সীমান্ত হত্যা বিচারের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে এ আল্টিমেটাম দেয় তারা। বৈষম্যবীরোধী ছাত্র সংগঠক জাহিদ হাসানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠক আব্দুল রহমান গাফ্ফারী, অমিত হাসান, নিরব রায়হান, মেহেবুবা আক্তার, মেহেদী হাসান অন্তর, সিয়াম, সিফাত, পিয়াস, জাবেদ আলম, শাকয়াত হোসেন আকাশ, মাহফুজ খান সিমান্ত প্রমুখ। বক্তারা বলেন, ‘ওয়াজেদ আলম সীমান্ত একজন মেধাবী ছাত্র ছিল। প্রতিদিন ভোর সকালে উঠে সে কলেজের উদ্দেশ্যে বের হতো। ওইদিনও সে কলেজেই যাচ্ছিল কিন্তু ছিন্তাকারীদের হাতে সে নিহত হয়। যা কোনোভাবেই মেনে নেয়া যায় না। প্রশাসনকে এর দায় নিতে হবে। আন্দোলনের ৫ মাস পরেও প্রশাসন যদি আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট না হন। আপনাদের যে সদস্যরা মাঠে নামতে অনিহা প্রকাশ করে, যারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ তাদের চাকরীচ্যুত করুন। প্রয়োজনের আমরা ছাত্ররা কাজ করবো।’ ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে তারা বলেন, ‘হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। যদি তা না করা হয় তাহলে নারায়ণগঞ্জ শহর অচল করে দেয়া হবে।’




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা