
ডান্ডিবার্তা রিপোর্ট
জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলনে উত্তাল নারায়ণগঞ্জ শহরে মোটর সাইকেলে বসে একের পর এক গুলি করেন সিটি করপোরেশনের অপসারিত কাউন্সিলর আব্দুল করিম বাবু। আওয়ামী লীগ বিরোধী আন্দোলন দমন করতে ছাত্র-জনতার উপর বাবুর এমন ভয়ঙ্কর আচরণ দেখেছেন নগরীর মন্ডলপাড়া, নিতাইগঞ্জ ও পাইকপাড়ার শতশত মানুষ। সব সময় সঙ্গে রিভলবার নিয়ে চলাফেরা করা এই বাবু শহরের বাইরেও তান্ডব চালান। ফতুল্লার জালকুড়ি এলাকায় শামীম ওসমানের একমাত্র ছেলে অয়ন ওসমানের সাথে বাবু ও যুবলীগ ক্যাডার শাহ নিজাম মুহুর্মহু গুলি করেন। সেখানে তাদের সঙ্গ দেন ছাত্রলীগের একঝাঁক নেতা। তারাও দেশীয় অস্ত্রের মহড়ার পাশাপাশি পিস্তল ও রিভলবার দিয়ে গুলি করে ছাত্রদের ধাওয়া করে। তবে জুলাই গণঅভ্যুত্থানে ব্যর্থ হওয়ায় পালিয়ে যেতে বাধ্য হয় গডফাদার শামীম ওসমানসহ তার অনুসারীরা। যাদের মধ্যে অন্যতম হলেন আব্দুল করিম বাবু। জানা গেছে, স্ব-পরিবারে পালিয়ে যাওয়ার পর বাবুর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় বেশ কয়েকটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে সেই মামলা থেকে বাঁচতে কোটি কোটি টাকা নিয়ে মাঠে নেমেছেন পলাতক বাবু। আর এই কাজ সম্পন্ন করতে তিনি স্থানীয় প্রভাবশালী কয়েকজন বিএনপি নেতার সাথে সখ্যতা গড়েছেন যারা রাজনীতির পাশাপাশি আইন পেশায় নিয়োজিত। বাবুর ঘনিষ্ঠ সহযোগীদের কয়েকজন জানান, ওই নেতাদের পরামর্শে হত্যা মামলার বাদীদের ম্যানেজ করতে মোটা অংকের টাকা দেওয়ার প্রলোভন দেয়া হচ্ছে। বাবুর সহযোগীদের দাবি, মামলা থেকে বাঁচতে কয়েক কোটি টাকা প্রস্তুত রেখেছেন সাবেক এই কাউন্সিলর। এদিকে পালিয়ে যাওয়ার আগে ডিস ব্যবসা, বিরোধপূর্ণ জমি বেচাকেনা, বিচার-শালিশসহ নানাভাবে শত কোটি টাকার সম্পদ গড়েন বাবু। এরমধ্যে বাবুর নগদ টাকার অধিকাংশ কানাডা ও আমেরিকায় পাচার করা হয়েছে। তবে বর্তমানে দেশে রয়ে যাওয়া একাধিক বাড়ি, জমি ও ব্যবসা রক্ষা করতে বিএনপি নেতাদের ম্যানেজ করছেন তিনি। এদের মধ্যে কোনো কোনো বিএনপি নেতাকে নগদ টাকা আবার কাউকে ডিস ব্যবসার ভাগ দিয়েছেন বলেও বাবুর এক সহযোগী জানিয়েছেন। জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, এরা যে সন্ত্রাসী তারা নারায়ণগঞ্জবাসী দেখেছে। আমাদের কাছেও প্রমাণ আছে। বিএনপির কেউ এই সন্ত্রাসীদের সাহায্য করলে দল সাংগঠনিক ব্যবস্থা নেবে। এমনকি বহিষ্কারও করা হবে। আমরা জানি এই সন্ত্রাসীরা বাঁচতে বিএনপি নেতাদের সাথে সখ্যতা গড়ার চেষ্টায় আছে। কিন্তু যেই নেতাদের সাথে সখ্যতা করছে তারা বিএনপির তেমন কেউনা। আর তাদের বিরুদ্ধে যেসব হত্যা মামলা হয়েছে তা থেকেও বাঁচার কোনো সুযোগ নেই। ঐ বাদীকে ম্যানেজ করলে বেঁচে যাবে এমন কোনো সুযোগ পাওয়া যাবেনা।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯