
ডান্ডিবার্তা রিপোর্ট
গাজীপুরের টঙ্গীতে ইজতেমাকে কেন্দ্র করে সংঘর্ষে হতাহতের ঘটনায় নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে তাবলীগ জামায়াতের একাংশ। গতকাল বৃহস্পতিবার নগরীর মাসদাইর এলাকা থেকে বিক্ষোভ তাবলীগের জুবায়েরপন্থীদের মিছিলটি শুরু হয়। পরে শহরের চাষাঢ়া হয়ে আমলাপাড়া দিয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। এ সময় বক্তব্য রাখেন জুবায়েরপন্থী তাবলীগের লোকজন। তারা ইজতেমায় হতাহতের জন্য সাদপন্থীদের দায়ি করে তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়ার দাবি জানান। একই সাথে সংঘর্ষের ঘটনাকে ‘হামলা’ অভিযোগ করে সাদপন্থীদের বিচার চান। এই সময় বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের মহানগর শাখার সাবেক সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মীর আহমাদুল্লাহ, টানবাজার মসজিদের খতিব মুফতি ফয়সাল আহমেদ, তাবলীগ জামায়াতের আলেমে শুরা সদস্য মুক্তার হোসাইন, এনায়েত নগর ইউনিয়নের সদস্য মাওলানা কোরবান আলী, খেলাফত যুব মজলিসের নারায়ণগঞ্জ মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা তাইজুল ইসলাম প্রমুখ। ফেরদাউসুর রহমান বলেন, ‘২০১৮ সালে আমাদের ছাত্র ও সাথী ভাইদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। সেই হামলার এখনও বিচার পাই নাই। মুরুব্বিদের কাছে গিয়েছি, তারা সবুর করতে বলেছেন। বেশি নরম ভালো না। আজকে আপনাদের সবুরের আমলের কারণে আমার চারজন ভাই শহীদ ও অসংখ্য ভাইয়ের রক্তে রঞ্জিত টঙ্গীর ময়দান। আল্লাহর কসম করে বলি, আমাদের ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় একটা আওয়ামী লীগের দোসর, নেতাকে কেউ বাংলাদেশে খুঁজে পাবে না।’ শহরের কয়েকজন সাদপন্থী ব্যবসায়ীর গ্রেপ্তারের দাবি জানান তিনি। ফেরদাউসুর বলেন, ‘নারায়ণগঞ্জের মনির, ব্যবসায়ী শাহীন ও আসাদকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না হলে জনগণ তাদেরকে গণধোলাই দিতে বাধ্য হবে। আমরা তোমাদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান চিনি। তোমরা খুনিদের লালন-পালন ও আলেমদের হত্যা করা জন্য টাকা দিচ্ছো। আর তোমাদের বিন্দু পরিমাণ ছাড় দিবো না।’ এই সময় তারা বিকেলে শহরের আমলাপাড়া এলাকায় মারকাজ মসজিদে অবস্থান নেওয়ার ঘোষণা দেন। জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারেরও সমালোচনা করেন হেফাজতের এই নেতা। তিনি বলেন, ‘আপনাদের টেবিল এখন বাজাইরা হইয়া গেছে। খালি আলোচনা হয় সমাধান হয় না। আপনাদের টেবিলটা আর বাজাইরা টেবিল বানায়েন না, আপনাদের চেয়ারের অনেক মূল্য। আপনারা আড়াইহাজারে আমাদের সাথে লুকোচুরি খেলছেন। এই লুকোচুরি খেলা আর খেলতে দেওয়া হবে না। আর বিন্দুমাত্র কাউকে ছাড় দিবো না। আপনারা অনতিবিলম্বে তাদেরকে খুঁজে বের করেন। যদি বিন্দু পরিমাণ গড়িমসি করেন, আমরা আইন হাতে তুলতে বাধ্য হবো।’
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯