আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ২:১১

ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে হবে

ডান্ডিবার্তা | ২০ ডিসেম্বর, ২০২৪ | ১০:২৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি। এ জন্য যেকোনো মূল্যে ৩১ দফার পক্ষে সমর্থন নেওয়ার জন্য জনগণের পেছনে ঘুরতে হবে। জনগণের সম্পৃক্ততায় স্বৈরাচারী পালিয়েছে, তবে দেশের ভেতরে-বাইরে দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র থেমে নেই। বর্তমানে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম শুরু হয়েছে। সংগ্রাম করেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা নিয়ে গতকাল বৃহস্পতিবার নরসিংদী, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার কর্মশালায় প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। ৩১ দফা বাস্তবায়ন হলেই নিরাপদ দেশ গড়া সম্ভব। ৩১ দফা বাস্তবায়নের জন্য সব নেতা-কর্মীকে জনগণের কাছাকাছি এবং প্রতিটি ঘরে ঘরে যেতে হবে। মায়ের কাছে যেমন একটা দু টাকার জন্য ভনভন করে ঘুরেছেন, তেমনি জনগণের কাছে ভনভন করে ঘুরবেন।’ তারেক রহমান আরও বলেন, ‘৩১ দফা ধর্মগ্রন্থ না, আরও ভালো কিছু নিয়ে কারও কোনো মতামত থাকলে আমরা গ্রহণ করব। তবে ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। খাল খনন করে জিয়াউর রহমান পানি সমস্যা সমাধান করেছেন। শিক্ষা, স্বাস্থ্য নিয়ে জিয়াউর রহমান অনুসরণীয়।’ সকাল সাড়ে ১০টা হতে নরসিংদী জেলার কর্মশালা হয় নরসিংদীর মাধবদীর হেরিটেজ রিসোর্টে। জেলা বিএনপির আহŸায়ক ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জেলার এক হাজারেরও বেশি নেতা-কর্মী অংশগ্রহণ করেন। কর্মশালায় তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতা-কর্মীদের ৩১ দফা–সংক্রান্তে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহীর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সহত্রাণবিষয়ক সম্পাদক হালিমা নেওয়াজ আরলি, সহস্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মি আক্তার, তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা