আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | রাত ১০:৫৩

যুবদলের অনুষ্ঠানে হামলায় যুবলীগ নেতা লিটন গ্রেপ্তার

ডান্ডিবার্তা | ২০ ডিসেম্বর, ২০২৪ | ১০:৩৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে যুবদলের অনুষ্ঠানে যুবলীগের হামলার ঘটনায় ১১ জনের নাম উল্লেক ও অজ্ঞাত ৫০ জনকে আসামি করে মামলা হয়েছে। গত বুধবার দুপুরে মিতালি মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা বাদী হয়ে মামলাটি করেন। রাতে মামলার প্রধান আসামি লিটন মোল্লাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। লিটন মোল্লা ( ৩৬) ফতুল্লা থানার শান্তিধারা এলাকার বাসিন্দা। মামলার অন্য আসামিরা হলেন,দিন ইসলাম (৩৬), জামান (৫৫), রায়হান (৩২), জয়নাল (৩৫), মঈন উদ্দিন (৩৪),মাঈন উদ্দিন, হাসান (৩০), রবিউল (৩২), রহিম (৩৫) ও রনি (৩০)। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গত ১৭ ডিসেম্বর বিকেলে মিতালি মার্কেটের ৪ নম্বর ভবনে ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া মাহফিলে আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে আকস্মিক হামলা চালায়। বাদীকে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে মাথায় কোপ দেয়। এতে মাথার সামনের বাম পাশে গভীর ক্ষত ও গুরুতর জখম হয়। এছাড়াও জাফর ইকবাল বকুল(৫০) নামে একজনকে পিঠের বাম পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। হামলায় আহত হয় মনিরুল ইসলাম খোকন(৩৫), ইমরান মিয়াজী (৩৮), ইয়াছিন (৫২), রাজু(৪০) ও সাজু (৩৮)। আসামিদের বিরুদ্ধে সমিতির অফিস ভাংচুর ও নগদ ১ লাখ ৭ হাজার টাকা লুট এবং ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করার অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক মাহতাব বলেন, মামলার প্রধান আসামি লিটন মোল্লাকে সকালে গ্রেপ্তার করে দুূপূরে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা