
ডান্ডিবার্তা রিপোর্ট
মহান বিজয় দিবসে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল র্যালী থেকে শুরু করে বিভিন্ন আয়োজন করলেও এইবার নারায়ণগঞ্জ আওয়ামী লীগকে একেবারে নিষ্ক্রীয় দেখা গেছে। এদিন আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে বিজয় দিবস পালন তো দূরের কথা রাজপথে কারো দেখা মেলে নি। এর ফলে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা এবারই প্রথম কোনো বিজয় দিবস পালন করলো না। এর আগে গত ৫ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এরপর থেকেই সারাদেশের মতোন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীদের দৈন্যদশা শুরু হয়। শুরুর দিকে তারা বিচ্ছিন্নভাবে শোক দিবস পালন করতে পারলেও পরবর্তীতে শেখ হাসিনার কোনো নির্দেশ মানেন নি তারা। তাদের ভাষ্য, এই মুহুর্তে কর্মসূচি পালন করাটা খুবই ঝুঁকিপূর্ণ। একদিকে সবার মাথায় মামলার খড়ক ঝুলছে আরেকদিকে গণহারে গ্রেফতারে তারা আতঙ্কে রয়েছেন। এ কারণে তারা কোনো কর্মসূচি পালন করার সাহস দেখাচ্ছেন না। এদিকে বিজয় দিবসে এদিন অন্যান্যবারের চেয়ে এবার নারায়ণগঞ্জের পরিবেশ বেশি উৎসবমুখর বিরাজ করেছিল। এবার বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেন। পাশাপাশি স্কুল-কলেজ, এলাকায় এলাকায় খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে গত ১০ নভেম্বর শহীদ নূর হোসেন স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে ঢাকার গুলিস্তানের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেন আওয়ামী লীগ। তবে কেন্দ্রীয় আওয়ামী লীগের ডাক উপেক্ষা করেই এদিনও নিষ্ক্রীয় ছিল নারায়ণগঞ্জ আওয়ামী লীগ। অন্যান্য সময় ঢাকায় আওয়ামী লীগের যেকোনো কর্মসূচিতে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখা গেলেও এবার তার ছিটেঁফোটাও দেখা যায় নি। পুরো জেলাজুড়ে কোথাও আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনোরকম কর্মসূচি পালন করতে দেখা যায় নি। সেই সঙ্গে নারায়ণগঞ্জে তাদের কোনো অস্তিত্বও লক্ষ্য করা যায়নি। তবে এই কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের নামার কথা ছিল। সেই সঙ্গে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কয়েকজনকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাঠে নামার ঘোষণা দিতে দেখা যায়। কিন্তু বাস্তবে দেখা যায় ভিন্ন চিত্র। এদিকে রাজধানীর পাশে জেলা হিসেবে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সবসময় প্রত্যক্ষ ভূমিকা থাকে। এবারই প্রথম আওয়ামী লীগের ভঙ্গুর দশা লক্ষ্য করা যায়। এর আগে শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী পালন করা নিয়ে প্রশ্নের মুখোমুখি হোন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা। অন্যান্যবছর শেখ হাসিনার জন্মদিন পালন করা নিয়ে নেতাকর্মীদের মধ্যে প্রতিযোগিতা কাজ করলেও এবার তাদের কোনো হদিসই মেলে নি। বরং নেতাকর্মীদের অনুপস্থিতে দলীয় কার্যালয় বর্তমানে ধ্বংসস্ত’পে পরিণত হয়েছে। এর আগে গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এর কিছুদিন পর আওয়ামী লীগের একটি অংশকে ফের নিজ এলাকায় ফিরতে দেখা গেলেও পরবর্তীতে বিভিন্ন থানায় দায়েরকৃত হত্যা মামলায় তাদের আসামি করা হলে তারা পুনরায় পালিয়ে যান। তারও আগে এই খারাপ পরিস্থিতিতেও গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে ব্যাপক প্রশংসায় ভাসেন ডা. সেলিনা হায়াত আইভি। কিন্তু এরপরই কয়েকটি হত্যা মামলার আসামী হতে হয় তাকে। সেই সঙ্গে সারাদেশের সিটি করপোরেশনে মেয়রদের অপসারণ করা হলে আইভীকেও নাসিকের মেয়র পদ থেকে সরে যেতে হয়। পরবর্তীতে তিনিও চুপসে গেলে আওয়ামী লীগের আর কোনো নেতাকর্মীকে এমন সাহসী আচরণ করতে দেখা যায় নি। যার চিত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে প্রকাশ পেয়েছে। এ নিয়ে জেলাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর আগে নারায়ণগঞ্জে কখনো এমন কোনো ঘটনা ঘটতে দেখা যায় নি। শত প্রতিক‚লতার মধ্যেও আওয়ামী লীগের নেতাকর্মীদের কেন্দ্রের নির্দেশ যথাযথভাবে পালন করতে দেখা গেছে। জানা যায়, আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনার সরকারের পতন ও দেশত্যাগের পর থেকেই সারাদেশের মতো নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতির মোড় ঘুরে গেছে। যেখানে কিছুদিন আগেও আওয়ামী লীগের নেতাকর্মীরা বড় বড় কথা বলতেন নিজেদের জানান দিতে ব্যস্ত থাকতেন সেখানে তারা একেবারেই আড়াল হয়ে গেছেন। কেউ কেউ প্রকাশ্যে আসার চেষ্টা করলেও সেটা খুবই অল্প সময়ের জন্য। গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। অথচ কয়দিন আগেও জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা বড় বড় হুংকার দিয়েছেন। দলীয় যে কোনো কর্মসূচিতে নিজেদের বিভিন্নভাবে জানান দেয়ার জন্য ব্যস্ত থাকতেন। সেই সাথে দলীয় পদ-পদবী ব্যবহার করে বিভিন্নভাবে সুবিধাভোগী হয়েছেন। কিন্তু বর্তমান সংকটকালিন সময়ে তাদের দেখা মিলছে না। তাদের অনুসারী কারও কারও দেখা মিললেও তারা ঝটিকা কর্মসূচির মধ্য দিয়ে নিজেদের জানান দেয়ার চেষ্টা করেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯