আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | ভোর ৫:৪০

ছাত্র-জনতার গণ-আন্দোলনের সাজে সাজছে বানিজ্য মেলা

ডান্ডিবার্তা | ২৩ ডিসেম্বর, ২০২৪ | ১০:৪৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলা ২০২৫ আগামী ১ জানুয়ারি শুরু হতে যাচ্ছে। চতুর্থ বারের মতো রূপগঞ্জের পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিভিশন সেন্টারে (বিবিসি এফইসি)বানিজ্য মেলার স্হায়ী ভবনে আয়োজন করা হচ্ছে। এবারের মেলার মূল আকর্ষণ প্রবেশ গেইটে গত জুলাই আগষ্টে ছাত্র -জনতার গণ- আন্দোলনের থিম থকবে। রপ্তানি উন্নয়ন ব্যুরো(ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। এবিষয়ে ইপিবির সহকারী পরিচালক ও বানিজ্য মেলার সহকারী পরিচালক আবুহাসান বলেন, ১ জানুয়ারি থেকে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলা শুরু হবে। প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইইনূস সকাল ১০টায় মেলা প্রাঙ্গণে স্বশরীরে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন বলে সম্মতি দিয়েছেন। প্রতিবছরই আন্তর্জাতিক বানিজ্য মেলায় নতুন কিছু সংযোজন করা হয়। সে হিসাবে এবারের মেলায় মূল আকর্ষণ হচ্ছে। গত জুলাই-আগষ্টে গণ-আন্দোলনে ছাত্র -জনতার যে আত্মত্যাগ সেটা সামনে রেখে মেলা সাজানো হবে। শহীদদের প্রতি সন্মান জানাতে মেলা প্রাঙ্গণে শহীদ আবু সাঈদ কর্নার ও মীর মুগ্ধ কর্নার নামে দুটি কর্নার থাকবে। একই সঙ্গে যুবকদের জন্য একটি যুবক (ইয়ুথ) প্যাভিলিয়ন থাকবে। মেলায় ছোট-বড় মিলিয়ে প্যাভিলিয়ন ও স্টলের সংখ্যা ৩৬২টি। মেলায় প্যাভিলিয়ন ও স্টল,হোটেল, রেস্তোরাঁর কাজ ঢিমেতালে চলছে। কাজের অগ্রগতি ৩০ ভাগ। আর ১০ দিন পরই নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে আন্তর্জাতিক বানিজ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এবছর মেলার টিকিট অনলাইনে পাওয়া যাবে জানিয়ে তিনি আরো বলেন,এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা হয়েছে। ই- টিকেটিং হলে দর্শনার্থীরা মোবাইলে কিউআর কোড দেখিয়ে মেলায় প্রবেশ করতে পারবে। গত বছরের মতো এ বছরও মেলায় প্রবেশ মূল্য, প্রাপ্ত বয়স্কদের জন্য ৫০ টাকা আর অপ্রাপ্তবয়স্কদের জন্য ২৫ টাকা থাকছে। মেলায় দর্শনার্থীদের জন্য গত বছরের মতো এবারও স্পেশাল বিআরটিসির দ্বিতল ও ড্রাবল ডেকার বাস থাকছে। কুড়িল-বিশ্বরোড থেকে পূর্বাচল মেলা প্রাঙ্গণে ভাড়া থাকছে ৩৫ টাকা। গাড়ি পার্কিং ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।তা-ছাড়া নদী পথে ট্রলার যোগে মেলায় আাসার ব্যবস্হা রয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা