আজ সোমবার | ১২ মে ২০২৫ | ২৯ বৈশাখ ১৪৩২ | ১৩ জিলকদ ১৪৪৬ | রাত ১০:৫৭

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা ইংল্যান্ড

ডান্ডিবার্তা | ২৩ ডিসেম্বর, ২০২৪ | ১১:৩৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট

দুই মাস আগেই আইসিসির এই ইভেন্টের জন্য দল ঘোষণা করে দিলো ইংল্যান্ড। সে সঙ্গে আইসিসি ট্রফির আগে জানুয়ারিতে ভারত সফরের জন্যও দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।জানুয়ারি মাস থেকেই শুরু হবে ইংল্যান্ডের সাদা বলের সিরিজের ব্যস্ততা। শুরুতে ভারতের বিপক্ষে আছে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপরেই তারা মুখোমুখি হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে। এক সঙ্গে ভারত সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফির জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড।

ইংল্যান্ডের ঘোষিত এই দলে ফিরেছেন ২০১৯ বিশ্বকাপ জেতা জো রুট। তবে রুট ফিরলেও দলে নেই বেন স্টোকস। ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন তিনি।স্টোকসকে কেন দলে রাখা হয়নি সেই ব্যাখ্যায় ইসিবি বলেছে, ‘হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগা ডারহাম অলরাউন্ডার বেন স্টোকস পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় তাঁকে বিবেচনা করা হয়নি।

এদিকে ২০২৩ সালের পর একটি ওয়ানডেও না খেলা জস বাটলার ইংল্যান্ডের অধিনায়ক হিসেবেই ফিরছেন ৫০ ওভারের ক্রিকেটে।

ইংল্যান্ডের ভারত সফর ও চ্যাম্পিয়নস ট্রফির ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মেহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা