আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | সকাল ৬:০৮

হোসিয়ারী শ্রমিক ইউনিয়নের নির্বাচনে কারচুপির অভিযোগ এনে শ্রমিকদের বিক্ষোভ

ডান্ডিবার্তা | ২৪ ডিসেম্বর, ২০২৪ | ১০:৪৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ হোসিয়ারী শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে একটা কারচুপির আয়োজন চলছে। এর প্রতিবাদে গতকাল সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন হোসিয়ারী শাখার উদ্যোগে হোসিয়ারী শ্রমিকদের এক বিক্ষোভ মিছিল ও বিভাগীয় শ্রমদপ্তর, নারায়ণগঞ্জ বরাবরে আবেদনপত্র জমা দেওয়া হয়। শ্রমদপ্তরের সামনে দুপুর ১টায় সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সভাপতিত্ব করেন শ্রমিক নেতা আঃ হাই শরীফ। বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা সভাপতি দুলাল সাহা, হোসিয়ারী শ্রমিক নেতা মোঃ শাহজাহান, মোঃ খোকন মিয়া, মুক্তার হোসেন, আলী মিয়া, মোঃ রুবেল প্রমূখ। নেতৃবৃন্দ বলেন, বিপুল সংখ্যক ভোটারকে বাইরে রেখে কতিপয় ভোটার নিয়ে নিজেদের ইচ্ছামত একটা কারচুপির নির্বাচন করার আয়োজন চলছে। আমরা ২০১৯ এর সকল ভোটারদের ভোট দেবার অধিকারের দাবি জানাচ্ছি। অধিকাংশ ভোটারকে ভোটদানের অধিকার থেকে বঞ্চিত করে একতরফা নির্বাচন করা হলে হোসিয়ারী শ্রমিকরা এবং আমরা তা মেনে নেব না। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো। এ বিষয়ে নেতৃবৃন্দ হোসিয়ারির সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ হবার আহবান জানান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা