
ডান্ডিবার্তা রিপোর্ট
গতকাল সোমবার দুপুরে ভোলাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ভোলাইল আঞ্চলিক শাখার মানববন্ধন আয়োজিত হয়। নারায়ণগঞ্জসহ সারাদেশে দিনে দিনে চুরি-ছিনতাই-ধর্ষন-হত্যাকান্ড বৃদ্ধি পাচ্ছে এবং প্রশাসনের নিস্ক্রিয়তা লক্ষ করা যাচ্ছে। ৫ আগষ্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মানের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং এইসব ঘটনার মধ্য দিয়ে শহীদের রক্তের প্রতি অসম্মান প্রদর্শন করা হচ্ছে। বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ভোলাইল আঞ্চলিক শাখার আহŸায়ক ছাত্রনেতা মাহাদী হাসান এর সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব ওমর ফারুক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সাইদুর রহমান, নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব আবিদ রহমান। আরো বক্তব্য রাখেন, ভোলাইল আঞ্চলিক শাখার যুগ্ম আহŸায়ক স্বপ্নীল শোভনসহ ভোলাইল আঞ্চলিক শাখার অন্যান্য নেতাকর্মীবৃন্দ। এছাড়াও মানববন্ধনে বিশেষভাবে উপস্থিত ছিলেন জেলার আরেক সহ-সভাপতি সৌরভ সেন। উপস্থিত ছিলেন ফতুল্লা, মহানগর শাখার অন্যান্য নেতাকর্মীবৃন্দ। এসময় জেলা কমিটির সহ সভাপতি সাইদুর রহমান তার বক্তব্যে বলেন, ৫ আগষ্টের পর আমরা একটি নতুন সম্ভাবনার বাংলাদেশ পেয়েছি। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটেছে। এই অভ্যুত্থানের সম্ভাবনাকে কাজে লাগিয়ে যেখানে আমাদের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মান করার কথা সেখানে ৫ আগষ্টের পর আমরা দেখবো প্রশাসনের গা-ছাড়া ভাব। সারাদেশে চুরি, ছিনতাই, চাদাবাজি, ধর্ষণ এবং খুন দিন দিন বৃদ্ধি পাচ্ছে কিন্তু প্রশাসন কার্যকরী ভুমিকা রাখতে ব্যার্থ হচ্ছে। গত কয়েক দিনে ৫ জনের অধিক শিক্ষার্থীর হত্যাকাÐ জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। ৫ আগষ্ট পরবর্তী বাংলাদেশকে আমরা এইভাবে দেখতে চাই না অতিদ্রæত প্রশাসনকে কার্যকরী ভুমিকায় ফিরে আসতে হবে অন্যথায় আমরা ছাত্র-জনতা আবারও দুর্বার আন্দোলন গড়ে তুলবো। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে কিশোর গ্যাং এর উৎপাত বৃদ্ধি পাচ্ছে। ৫ আগষ্টের পর আমাদের পুলিশ সুপারের কাছ থেকে শুনতে হয়েছিলো তারা কিশোর গ্যাং এর বিরুদ্ধে কোনো একশনে যাবেন না, যা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। অতিদ্রæত প্রশাসনকে এর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা সরকারের কাছে দাবি জানাই কমলমতি তরুণ কিশোররা কিভাবে কিশোর গ্যাং এ রূপান্তর হচ্ছে তার কারণ বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং সভাপতি বক্তব্যে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ভোলাইল আঞ্চলিক শাখার আহŸায়ক ছাত্র নেতা মাহাদী হাসান বলেন, নারায়ণগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় চুরি-ছিন্তাই-ধর্ষন-হত্যাকান্ড কর্মকাÐ সংগঠিত হচ্ছে কিন্তু তা নিরসনে প্রশাসনের কোন উল্লেখযোগ্য ভুমিকা আমরা লক্ষ্য করতে পারছি না। আমরা বাংলাদেশ ছাত্র ফেডারেশন পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা দেখবো গত ৮ দিন আগে একটি সংবাদ প্রকাশিত হয় নারায়ণগঞ্জ এ ১ আগষ্ট থেকে ২১ নভেম্বর পর্যন্ত প্রায় ৯৩টি অজ্ঞাত ও দুর্ঘটনাসহ হত্যাকান্ডের প্রতিবেদন রয়েছে কিন্তু প্রশাসনের কোনো সক্রিয়তা দেখতে পাইনি। আমরা দেখেতে পারি দেওভোগ অঞ্চলের মো: ওয়াজেদ আলম সীমান্ত(২০) শিক্ষার্থী ছিনতাইকারির ছুরিকাঘাতে হত্যাকান্ডের আসামীর বিরুদ্ধে ৮টি মামলা থাকার পরেও সে কিভাবে স্বাধীনভাবে ঘুরাঘুরি করে এরকম ঘটনার পুনরাবৃত্তি করেছে। এর দায়ভার জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলাবাহিনীর উপর বর্তায়। বর্তমান প্রশাসনকে বলবো সক্রিয় ভুমিকা পালনকরতে না পারলে চেয়ারে বসে থাকার দরকার নেই চেয়ার ছেড়ে দিয়ে যোগ্য লোকদের চেয়ারে বসার সুযোগ করে দিন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯