আজ শুক্রবার | ৮ আগস্ট ২০২৫ | ২৪ শ্রাবণ ১৪৩২ | ১৩ সফর ১৪৪৭ | রাত ১১:১৫

না’গঞ্জে বিএনপির বিদ্রোহীদের চমক!

ডান্ডিবার্তা | ২৪ ডিসেম্বর, ২০২৪ | ১১:০৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বাইরে থেকেও একাই যেন চমক দেখিয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা ও বিএনপির বিদ্রোহী নেতারা। তার নেতৃত্বে যেন ম্যাজিক রয়েছে। তিনি যে কর্মসূচির আয়োজন করে থাকেন সেখানেই যেন নেতাকর্মীদের ঢল নামে। কানায় কানায় পূর্ণ হয়ে কর্মসূচিস্থল। নবীন প্রবীণ সকলেই তার বলয়ে ভিড়ে থাকেন। সবশেষ এবারের মহান বিজয় দিবসের কর্মসূচিতে বিশাল র‌্যালির মাধ্যমে চমক দেখিয়েছেন। তার সাথে যেন মহানগর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাও পেরে উঠতে পারেনি। উপস্থিতির দিক দিয়ে মহানগর বিএনপির র‌্যালি থেকে আশার র‌্যালি কোনো অংশই যেন কম ছিলো না। আবাল-বৃদ্ধ-বণিতা সকলেই তার বিজয় র‌্যালিতে গিয়ে উপস্থিত হয়েছিলেন। জানা যায়, অন্যান্য কর্মসূচিতে আবুল কাউসার আশার সাথে চাচা বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল থাকলেও এবারের বিজয় দিবসের কর্মসূচি তিনি একাই আয়োজন করেন। সেই সাথে আবুল কাউসার আশাও আলাদাভাবে কর্মসূচির আয়োজন করে থাকেন। তবে তার একা কর্মসূচির আয়োজন নিয়ে অনেকটা শঙ্কা থেকে যাচ্ছিলো। কিন্তু শেষ পর্যন্ত যেন তা ভুল প্রমাণিত করলেন আশা। আবুল কাউসার আশার উদ্যোগে আয়োজিত বিজয় র‌্যালি সকলকে পিছনে ফেলে দেয় নেতাকর্মীদের উপস্থিতির মধ্য দিয়ে। মূলদল মহানগর বিএনপির র‌্যালি থেকে আশার র‌্যালিতে নেতাকর্মীদের উপস্থিতি যেন বেশি ছিলো। সেই সাথে সিনিয়র নেতাদের উপস্থিতিও ছিলো বেশ লক্ষনীয়। এদিনের বিজয় র‌্যালির মধ্য দিয়ে তিনি তার সক্ষমতাকে বেশ ভালোভাবেই যেন জানান দিয়েছেন। দলীয় সূত্রে বলছে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম রাজনীতি থেকে নিজেকে কিছুটা বিরতি দিতে চাইলে তার থেকে মহানগর বিএনপির দায়িত্ব সরিয়ে নেয়া হয়। সেই সাথে মহানগর বিএনপির দায়িত্ব পান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। একই সাথে এই কমিটিতে আবুল কালামের আধিপত্য কমিয়ে দেয়া হয়। আবুল কাউসার আশা কমিটির যুগ্ম আহবায়ক হলেও তিনি সাখাওয়াত ও টিপুর সাথে গিয়ে রাজনীতি করতে অনেকটাই অনীহা ভাব প্রকাশ করেন। সাখাওয়াত হোসেন খান ও আবু আল ইউসুফ খান টিপু দায়িত্ব পেয়েই বক্তব্য বলেন পরিবারতন্ত্রের রাজনীতির অবসান হয়েছে। একই সাথে আবুল কালাম পরিবার তার অনুসারীদের দমিয়ে রাখার চেষ্টা করেন। বিশেষ করে আবুল কাউসার আশাকে চাপে রাখার চেষ্টা করা হয়। সবমিলিয়ে প্রতিক‚ল পরিস্থিতির মধ্য দিয়েই আশাকে দিন অতিবাহিত করতে হচ্ছিলো। কিন্তু তারপরেও আশা সবসময় তার অবস্থান জানান দিয়ে আসছিলেন। এরই মধ্যে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়। আর পতনের মধ্য দিয়ে সাখাওয়াত হোসেন খান ও আবু আল ইউসুফ খান টিপু নিজেদের ক্ষমতা প্রদর্শনের চেষ্টা করে যান। নিজেদের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে তাদের অনুসারীরা আশার অনুসারীদের উপর চড়াও হন। এ নিয়ে বিপত্তি ঘটে যায়। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করেছে বিএনপির অন্য গ্রæপের নেতাকর্মীরা। এসময় মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও যুবদল নেতা মুন্নাকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। সেই সাথে আরও প্রায় ১০ জন আহত করা হয়। গত ৬ সেপ্টেম্বর বিকেলে বন্দর উপজেলার নবীগঞ্জ তিন রাস্তার মোড়ে এই হামলার ঘটনা ঘটে। আহতরা একটি ভবনে প্রায় আধাঘণ্টা অবরুদ্ধ থাকার পর পরিস্থিতি শান্ত হলে বিএনপির নেতাকর্মীরা গিয়ে তাঁদের উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এনে চিকিৎসা দেন। আহতদের মধ্যে সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর অবস্থা গুরুতর ছিলো। স্থানীয়রা জানিয়ে ছিলেন, এদিন বিকেলে বন্দরে বিএনপির একটি কর্মসূচিতে যাওয়ার সময়ে নবীগঞ্জ ঘাটের অদূরে তিন রাস্তার মোড়ে জমায়েত হয় মহানগর বিএনপির নেতারা। হঠাৎ করেই ৪০ থেকে ৫০ জন যুবক মিলে লাঠিসোঁটা ও বাঁশ নিয়ে তাদের ধাওয়া করে। এতে অনেকে পালিয়ে যেতে সক্ষম হলেও টিপুকে রাস্তায় ফেলে মারধর করা হয়। এই ঘটনায় নারায়ণগঞ্জ বিএনপিজুড়েই আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। মারধরের শিকার অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু আবুল কাউসার আশাকে দায়ী করেন। তার সাথে মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সহ শীর্ষ পর্যায়ের নেতারা আশাকে দায়ী করেন এবং তার বিরুদ্ধে বক্তব্য দেন। কিন্তু সকলকে উপেক্ষা পরদিন টিপুর বিরুদ্ধে আশা তার নেতাকর্মীদের নিয়ে শহরে মিছিল করেন। সেই সাথে তারা পাল্টা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করে টিপুর বিচার দাবি করেন। কিন্তু ওই সময়টা আশার জন্য অনেক প্রতিক‚ল ছিলো। আর প্রতিক‚ল পরিস্থিতি মোকাবেলা করেই আশা তার অবস্থানে অটল থেকেছেন। একই সাথে টিপু অনেক চেষ্টা করে মহানগর বিএনপি থেকে আশাকে সড়াতে পারেননি। আশাকে বহিষ্কার করার চেষ্টা করেও টিপু ব্যর্থ হয়েছেন। এদিকে এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর রাতে আহত অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বাদী হয়ে বন্দর থানায় ২০৩ জনকে আসামি করে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। মামলায় আবুল কাউসার আশা, আতউর রহমান মুকুল সহ ৫৩ জনের নাম উল্লেখ করা হয়। এ মামলা অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়। এই মামলায় আশাসহ সকল আসামিই হাইকোর্ট থেকে জামিন লাভ করেন। হাইকোর্টের জামিন মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গত ৬ নভেম্বর ছিলো নারায়ণগঞ্জ আদালতে জামিননামা দাখিলের দিন। আর এই দিনটিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় টান টান উত্তেজনা ছিলো। টিপুর পক্ষে আদালতে শুনানী করেন মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান। এছাড়াও ছিলেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান। বিপরীতে আশার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নুর বাঁধন ও অ্যাডভোকেট নবী হোসেন। যাদের নারায়ণগঞ্জ আদালতপাড়ায় তুলনামূলক কম প্রভাব। কিন্তু তারাই প্রভাবশালীদের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে আশার জামিন বহাল রাখেন। এদিকে টিপুর পক্ষে দলবল নিয়ে সকাল থেকেই আদালতপাড়ায় অবস্থান নেন বন্দর থানা বিএনপির সভাপতি শাহেন শাহ, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রেজা রিপন, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, যুবদর নেতা মাজহারুল ইসলাম জোসেফ, যুবদল নেতা মোয়াজ্জেম হোসেন মন্টি ও বিএনপি নেতা শাহীন আহমেদ। বিপরীতে নেতাবিহীন কর্মীতে বেষ্টিত ছিলেন আবুল কাউসার আশা। তিনি তার বিশাল কর্মী বাহিনী নিয়ে আদালতপাড়ায় অবস্থান নেন। সেই সাথে তিনি সারাক্ষণ সময়জুড়েই নেতাকর্মীদের দ্বারা বেষ্টিত ছিলেন। প্রতিক‚ল পরিস্থিতিতে থেকেও তাকে তার অবস্থান থেকে ন্যূনতম সরে আসেননি। ওই দিনের পরে আশাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। আদালতপাড়া আশার এমন সুদৃঢ় নেতৃত্ব তার কর্মী অনুসারীদের মাঝে আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিয়েছে। বন্দরের পাশাপাশি এখন নারায়ণগঞ্জেও আশার বলিষ্ঠ নেতৃত্ব সৃষ্টি হচ্ছে বলে লক্ষণীয় হচ্ছে। শহরেরও আবুল কায়সার আশার বিপুল সংখ্যক অনুসারী তৈরি হয়েছে। সব কিছু মিলিয়ে আশার নেতৃত্বে যেন ম্যাজিক রয়েছে, বিএনপির নবীন ও তরুণ কর্মীরা এখন সব আশার নেতৃত্বের ছায়াতলে আসতে শুরু করেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা