
ডান্ডিবার্তা রিপোর্ট
দলীয় কোন্দলের কারনে কোনঠাসা নারায়ণগঞ্জ বিএনপির রাজনীতি। এমন অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসলেও বরাবরের মতই তা অস্বীকার করে আসছিলেন জেলা বিএনপির নেতৃত্বে থাকা দলটির নেতৃবৃন্দ। তবে দলীয় কোন্দলের বিষয়টি খোলাসা হয়েছে জেলা বিএনপির কমিটি বিলুপ্তির ঘোষনার মধ্য দিয়ে। জুলাই-আগষ্টে ছাত্র জনতা আন্দোলনের তোপের মুখে স্বেরাচারী হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের সর্বত্র বিএনপির একটি পক্ষ বিভিন্ন সেক্টর দখলসহ বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ উঠে। অবশ্য, বিতর্কিত কর্মকান্ডের সাথে জড়িত থাকার ঘটনায় সিদ্ধিরগঞ্জে কয়েকজনকে দল থেকে বহিষ্কারও করা হয়। তবুও থেমে থাকেনি বিএনপি নেতাদের অপকর্ম। দলীয় শৃংঙ্খলা ভঙ্গসহ বিতর্কিত কর্মকান্ডের অভিযোগের তীর বর্তমান জেলা বিএনপির প্রভাবশালী নেতৃবৃন্দের দিকে তোলে কেন্দ্রকে অবহিত করা হলে কেন্দ্র তদন্ত করার পর ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় গতকাল মঙ্গলবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এদিকে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রিপন সরকার ও তার অনুসারীরা মিষ্টি বিতরণ করেছেন। মিষ্টি বিতরণের সময় এই নেতার পাশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেশ উৎফুল্ল দেখা গেছে। মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকা শিমরাইল মোড়ে মিষ্টি বিতরণ করা হয়। সেখানে বিএনপির নেতাকর্মীরা একে অপরকে ও সাধারণ মানুষকে খাইয়ে দেন। নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী রিপন সরকার বলেন, ‘আমরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্যাতিত ছিলাম। গত ৫ আগস্টের পরও নির্যাতিত। আমাদের অনেক বিএনপি নেতাকর্মীকে ছাত্র আন্দোলনের মামলায় ফাঁসানো হয়েছে। জালিমের হাত থেকে মুক্তি পেয়েছি। নারায়ণগঞ্জে সুস্থ ধারার রাজনীতি চাই। তিনি আরও বলেন, ‘গত ৫ আগস্টের পর গডফাদার মুক্ত হতে চেয়েছি। কিন্তু আমরা উল্টো নির্যাতনের শিকার হয়েছি। ৫ আগস্টের পর থেকে স্ট্যান্ড দখল, গার্মেন্টের ঝুট নিয়ে মারামারি, ইপিজেডে দখল বাণিজ্য, বিএনপি নেতাকর্মীদের ছাত্র আন্দোলনের হত্যা মামলায় ফাঁসানো, আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করেছে জেলা বিএনপির অনেক নেতা। এগুলো জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ও তার লোকজন এসব করেছে। এমন কর্মকাÐের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। যে কারণে আমরা দলের হাইকমান্ডকে জানিয়েছি। এসব বিষয় বিবেচনা করে আজ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এ সংবাদে খুশি হয়ে মিষ্টি বিতরণ করেছি। তবে, কমিটি বিলুপ্তির বিষয়ে জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াসউদ্দিন বলেন, দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। ত্যাগী ও দলের দুঃসময়ে থাকা নেতৃবৃন্দকে মূল্যায়ন করে জেলা বিএনপির কমিটি অচিরেই গঠন করা হবে এমনটাই তিনি প্রত্যাশা করেন। প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটির বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে কমিটি বিলুপ্ত করা হয়েছে। অতিসত্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে। দলীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ৫ আগস্ট পট-পরিবর্তনের পর জেলার বিভিন্ন নেতাকর্মীর নামে চাঁদাবাজি, দলখবাজি ও টাকার বিনিময়ে বিভিন্ন অপরাধীদের আশ্রয় ও রক্ষা করার অভিযোগ ওঠে। তার পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করে দেয় কেন্দ্রীয় বিএনপি। সেই কমিটির সুপারিশে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। এর আগে, গত বছরের ১৮ জুন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন সভাপতি ও গোলাম ফারুক খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
ই-
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯