
ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লার কাঁশিপুর এলাকায় বেপরোয়া হয়ে উঠেছে বিতর্কিত যুবদল ক্যাডার হিমেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পট পরিবর্তনের মধ্য দিয়ে ফতুল্লার কাঁশিপুর ভোলাইল ও শান্তিনগরসহ আশে পাশের এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং বø্যাকমেইলিয়ংয়ের মত জঘন্যতমসহ অপরাধ কর্মকান্ড ঘটনার মাধ্যমে এলাকার শান্তি নষ্ট করে করে বেড়াচ্ছে যুবদল ক্যাডার হিমল। কথিত যুবদল ক্যাডার হিমেলের বিতর্কিত কর্মকান্ডের কারনে ক্ষুন্ন হচ্ছে দলের ভাবমূতি। এদিকে, বিএনপির কেন্দ্র থেকে দলের নাম ব্যবহার করে কোন ধরনের অপকর্মের সাথে জড়িত থাকলে কঠোর ভাবে দমন করার নির্দেশনা থাকলেও গত কয়েকমাস ধরে যুবদল ক্যাডার হিমেলসহ তার বাহিনীর সদস্যরা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকলেও রহস্যজনক কারনে কোন ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। তাই দলীয় ভাবমূতি রক্ষাসহ এলাকার শান্তি বজায় রাখতে দ্রæত সময়ের মধ্যে বিতর্কিত যুবদল ক্যাডার হিমেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ফতুল্লার কাঁশিপুর শান্তিনগর এলাকার লিয়াকতের পুত্র হিমেলে। সে নিজেকে কাঁশিপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড যুবদলের আহŸায়ক হিসেবে পরিচয় দিয়ে থাকেন। ফতুল্লার কাঁশিপুর, আলীপাড়া, ভোলাইলসহ আশে পাশের এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং বø্যাকমেইলিয়ের অভিযোগ উঠে আসছে কথিত এ নেতার বিরুদ্ধে। ফতুল্লার কাঁশিপুর, শান্তিনগর, আলিপাড়া এবং ভোলাইল এলাকায় যুবদল ক্যাডার হিমেলের নিয়ন্ত্রনে একদল মাদক ব্যবসায়ী বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের পাইকারী ও খুঁচরা ব্যবসা চালিয়ে আসছে। উল্লেখিত এলাকাগুলোতে তার মাদকের কড়াল থাবায় ধ্বংস হচ্ছে যুব সমাজ। তার সাথে চালিয়ে আসছে বেপরোয়া চাঁদাবাজি। নাম প্রকাশ অনিচ্ছুক শান্তিনগর এলাকার একাধিক ব্যাক্তি জানান, এ এলাকার লিয়াকতের পুত্র হিমেল বর্তমানে মাদকের ব্যবসার সাথে জড়িয়ে পড়েছে। কাশিঁপুর ভোলাইল, শান্তিনগর এবং আলিপাড়া এলাকায় খুঁচরা ও পাইকারী বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা চালিয়ে আসছে। তার মাদকের ছোবলে আসক্ত হচ্ছে স্কুল ও কলেজ পড়ুয়া সাধারন শিক্ষার্থীরা। ধ্বংস হচ্ছে ভবিষ্যৎ প্রজম্ম। হিমেল নিজেকে যুবদল সভাপতি পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছে স্বেরাচারী সরকার পতনের পর পরই। তার অন্যায়ের বিরিদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস টুকুও পাচ্ছে না বলেও এলাকাবাসী অভিযোগ করেন। অপরদিকে নাম প্রকাশ্যে অনিচ্ছুক ভোলাইল এলাকার এক বাড়ীওয়ালা জানান, তিনি মুন্সিগঞ্জ জেলার স্থানীয় বাসিন্দা। ফতুল্লার ভোলাইল এলাকায় তিনি বাড়ী করে ভাড়া দিয়েছেন। গত কয়েকদিন আগে যুবদল নেতা পরিচয়ে হিমেলসহ তার লোকজন আমার বাড়ীতে আসে এবং ভাড়ার ৩০ শতাংশ চাঁদাদাবি করেন। আর চাঁদা না দিলে বাড়ী দখল করারও হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। বর্তমানে যুবদল ক্যাডার হিমেলের ভয়তে আতংকের মধ্য দিয়ে তিনিসহ সাধারন ভাড়াটিয়ারা দিনযাপন করছেন বলেও তিনি জানান। এদিকে এলাকাবাসীর পক্ষ থেকে জানানো নয়, দীর্ঘ দেড়যুগ পর তারা ভেবেছিলাম আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। কিন্তু যুবদল ক্যাডার হিমেলের কারনে আমরা যে স্বাধীনতার স্বাদ ভোগ করছি তা এখন আর মনে হচ্ছে না। তাই বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের উচিত দ্রæত সময়ের মধ্যে হিমেলের মত কথিত বিএনপির নামধারী ক্যাডারদের বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করা। অন্যথায় এর প্রভাব আগামি নির্বাচনে পড়বে বলে এলাকাবাসী তাদের অভিমতে ব্যক্ত করেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯