আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | ভোর ৫:৪৮

কাউন্সিলরদের পুন:বহাল অনিশ্চিত

ডান্ডিবার্তা | ২৬ ডিসেম্বর, ২০২৪ | ১১:১২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
অন্তর্বতি সরকার দেশের সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র-কাউন্সিলরদের অপসারণ করে। এর কিছুদিন পর থেকে কাউন্সিলর অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন নিজেদের পুনর্বাসনের দাবিতে ঢাকায় সমাবেশ শুরু করে। সেখানে যোগ দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অনেক কাউন্সিলর। জানা যায়, কাউন্সিলরদের অনেকে আওয়ামীপন্থি হওয়ার এবং ছাত্র আন্দোলনে হামলায় জড়িত থাকায় এই দাবি শুরু থেকেই প্রশ্নবিদ্ধ ছিলো। এদিকে, স¤প্রতি নাগরিক কমিটির এক কেন্দ্রীয় নেতা এবং সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ পুনর্বাসন নিয়ে মন্তব্য করায় বিষয়টি আবারো আলোচনায় আসে। এতে পুনর্বাসন নিয়ে আশাবাদী হয়ে উঠেন অনেকে। তবে এখন আবারো অনিশ্চিত হয়ে পড়েছে এই প্রক্রিয়া। বিশেষ করে যেসব কাউন্সিলর বিগত দিনে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলো এবং ছাত্র আন্দোলন দমনে ভূমিকা রেখেছে তাদের ফেরার পথ একেবারেই বন্ধ হয়ে গেছে। অন্যদিকে আওয়ামী লীগের বাহিরে যারা ভিন্ন দলের ও স্বতন্ত্র কাউন্সিলর আছেন তাদেরও কাউন্সিলর হয়ে ফেরার সুযোগ নেই। কারণ সরকার যদি তাদের নিয়ে সিদ্ধান্ত নেয় তাহলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই আইনের মাধ্যমে তাদের প্রশাসক হিসেবে নিজ নিজ ওয়ার্ডে দায়িত্ব দেয়া হতে পারে। কিন্তু কাউন্সিলর হিসেবে পুনর্বহাল হওয়ার কোনো সুযোগ নেই। জানা গেছে, নারায়ণগঞ্জে সিটি করপোরেশনের কাউন্সিলরদের মধ্যে একটি বড় অংশ বিএনপিপন্থি এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিগত সিটি নির্বাচনে অংশ নিয়েছিলেন। এবং আরেকটি অংশ আওয়ামী লীগপন্থি হিসেবে নির্বাচন করেছেন। আওয়ামী লীগপন্থিদের মধ্যে যারা নির্বাচন করেছিলেন তারা হলেন, আনোয়ার ইসলাম, শাহজালাল বাদল, নূরুউদ্দিন মিয়া, মতিউর রহমান মতি, রিপন, রহুল আমিন মোল্লা, ইফতেকার খোকন, ইস্রাফিল, মনিরুজ্জামান মনির, আব্দুল করিম বাবু, কামরুল হাসান মুন্না, মোকলেছুর রহমান, শাহিন মিয়া, আফজাল হোসেন ও সিরাজুল ইসলাম। তথ্য বলছে, এদের অধিকাংশই ছাত্র আন্দোলনে হামলার সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন। তাই আওয়ামীপন্থি এই কাউন্সিলরদের আর ফিরে আসা প্রায় অসম্ভব। তবে সরকার সিদ্ধান্ত নিলে এদের বাহিরে যেসকল কাউন্সিলরা ছিলেন তাদের প্রশাসক হিসেবে ফিরে আসার সুযোগ রয়েছে। এদের মধ্যে রয়েছে, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, অসিত বরণ, অহিদুল ইসলাম ছক্কু, শওকত হাসেম, রিয়াদ হাসান, সুলতান আহম্মেদ, আয়েশা আক্তার দিনা, আবুল কাউসার আশা প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা