আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ২:৪৬

সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে জামাই শ্বশরের মৃত্যু

ডান্ডিবার্তা | ২৬ ডিসেম্বর, ২০২৪ | ১১:৪৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সিদ্ধিরগঞ্জে একটি নির্মাণাধিন ভবনের তিন তলায় লোহার এঙ্গিল উঠাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছায়াপদ (৪৫) ও নীলদাস (৬০) নামে জামাই শ্বশুর ভ্যান গাড়ি চালকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩ টায় কদমতলী বড়পুকুরপাড় এলাকায় ফয়সাল আহমেদের বাড়িতে এঘটনা ঘটে। নিহত ছায়াপদ নীলফামারী জেলার ডিমলা থানার দক্ষিণ তিতপাড়া গ্রামের ডেজাল বর্মনের ছেলে আর নীলদাস একই থানার পাথরখুড়া গ্রামের হরিসের ছেলে। তারা দুজনই সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার মনিরের বাড়ির ভাড়াটিয়া। তারা সম্পর্কে দুজন জামাই শ্বশুর বলে জানা গেছে।
বাড়ির মালিক ফয়সাল আহমেদ জানান, ভবনের কাজের জন্য দুটি ভ্যানগাড়ি দিয়ে লোহার এঙ্গেল আনা হয়। গাড়ি চালক ছায়পদ ও নীলদাস এঙ্গেল গুলো ভবনের তিনতলার ছাদে উঠাচ্ছিলেন। এমন সময় অসাবধান বশত লোহার এঙ্গেল ভবনের উপরের বিদ্যুতের তারে লেগে যায়। এতে বিদৃৎস্পৃষ্ট হয়ে তারা তিন তলা থেকে ছিটকে নিচে পড়ে যায়। পরে তাদেরকে দ্রæত নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। তবে নিহতদের স্বজনদের কোন মন্তব্য পাওয়া যায়নি। সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম জানান, নির্মাণাধিন ভবনে লোহার এঙ্গেল উঠাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন ভ্যানগাড়ি চালকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ছিলাম। কিন্তু সেখানে গিয়ে পুলিশ কাউকে পায়নি। বাড়ির মালিক তাদের হাসপাতালে নিয়ে গেছে। তবে নিহতের স্বজনদের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা