
ডান্ডিবার্তা রিপোর্ট
প্রাচ্যের ডান্ডিখ্যাত বাণিজ ও শিল্প নগরী নারায়ণগঞ্জে আশঙ্কাজনকভাবে বেড়েছে ছিনতাই ডাকাতির ঘটনা। প্রতিদিন জেলার প্রধান প্রধান সড়ক এবং পাড়া মহল্লায় ছিনতাইয়ের শিকার হচ্ছেন অনেকে। বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ী, শিক্ষার্থী, সবজি বিক্রেতা ও শ্রমিকসহ কেউই রেহাই পাচ্ছেনা এসব ছিনতাইকারীদের কবল থেকে। অটোরিকশা চালককে হত্যা করেও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। ভোর থেকে গভীর রাত অবধি সুযোগ বুঝে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনিয়ে নেয়া হচ্ছে নগদ টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী। এ সময় কেউ ছিনতাইকারীদের বাধা দিতে গেলেই ঘটছে প্রাণহানি। গত এক মাসের ব্যবধানে ছিনতাইকারীদের হাতে প্রাণ হারিয়েছেন অন্তত ৩ জন। যার মধ্যে একজন শিক্ষার্থী ও ২ জন অটোরিকশা চালক। এছাড়াও গত কয়েক মাসের ব্যবধানে ঘটেছে একাধিক ডাকাতির ঘটনাও। এতে করে জনমনে দেখা দিয়েছেন আতঙ্ক। জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার উপর দিয়ে গেছে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক। এছাড়া রয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়ক, নারায়ণগঞ্জ-আদমজী সড়ক, নাগিনা জোহা সড়ক, ৩০০ ফিট হাইওয়ে, এশিয়ান হাইওয়েসহ অনেক আঞ্চলিক সড়ক। এসব সড়কে রাত যতই গভীর হতে থাকে ততই ছিনতাইকারীদের আনাগোনা বেড়ে যায়। এছাড়াও নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানেও বেড়েছে ছিনতাই। সুযোগ বুঝে ছিনতাইকারীরা লুটে নেয় মানুষের টাকা-পয়সা। সর্বশেষ গত ১৪ ডিসেম্বর রাতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত কলেজ শিক্ষার্থী সীমান্ত (২০) মারা যায়। গত ১২ ডিসেম্বর ভোর ৬টার দিকে বিশ^বিদ্যালয়ে যাওয়ার পথে নারায়ণগঞ্জ শহরের দেওভোগে মিন্নত আলী মাজারের সামনে একদল ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে। এরপর ২ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সীমান্ত। নিহত সীমান্ত শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা হাজী আলমের ছেলে। সে রাজধানী ঢাকাস্থ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এর আগে গত ২৪ নভেম্বর রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের আগলা এলাকায় একটি ধান ক্ষেত থেকে বাবুল মিয়া (৫২) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে পুলিশ। গত ২১ নভেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি খিলপাড়া বৌ-মারা খামার সংলগ্ন এলাকা থেকে মো. শাকিল মিয়া (২৬) নামে এক অটো চালকের জবাইকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ৮ ডিসেম্বর দিনগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় একদল ছিনতাইকারী সমন্বয়কদের বহনকারী মাইক্রোবাসটি আটকে তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। সেসময় অপরাধীদের হামলায় কয়েকজন সমন্বয়ক আহত হোন। এই ঘটনায় ইতোমধ্যে ৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় গ্রেফতারকৃতদের নিকট থেকে সমন্বয়কদের মোবাইলসহ ১৪৮টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। ১ ডিসেম্বর দিনগত রাতে নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুর এলাকার ডিপিডিসি নারায়ণগঞ্জ (পূর্ব) শাখা অফিসে নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ১০০ মিটার কপার লুপ যার মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা, ৫০ মিটার পুরাতন কপার লুপ যার মূল্য ৩০ হাজার, ৫০ হাজার টাকার ২টি ২৫ কেভিএ ট্রান্সফরমার ও ৪০ হাজার টাকা মূল্যের একটি এলইডি টেলিভিশন নিয়ে গেছে। একই সঙ্গে ৬ জনের মোবাইল ফোন ও নগদ প্রায় ৬০ হাজার টাকা নিয়ে গেছে। গত ২৭ নভেম্বর ভোরে সদর উপজেলার ফতুল্লা থানাধীন সস্তাপুর গাবতলা এলাকায় ডাইং কারখানা ঢাকা টেক্সটাইলসহ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের মালিক রেজাউল করিম মালার বাড়িতে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় স্বামী-স্ত্রী আহত হয়। ডাকাতরা প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার, নগদ সাত লাখ টাকা লুটে নেয়। গত ১০ নভেম্বর ভোরে ফতুল্লার চাঁদমারী নাগিনা জোহা সড়কে মোটরসাইকেলে আসা ৩ ছিনতাইকারী অস্ত্রের ভয় দেখিয়ে লুটে নেয় নর্থ সাউথ ইউনিভারসিটির শিক্ষার্থী নাবিলা রশিদের দামী মোবাইল, ল্যাপটপ ও নগদ ৩২ হাজার টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্রাদীসহ ১ টি ব্যাগ। এর কয়েকদিন আগে চাঁদমারী সেকশন বাড়ীর সামনে নাগিনা জোহা সড়কে অটোযোগে আসা ৪ ছিনতাইকারী এক পথচারীর সর্বস্ব কেড়ে নেয়। নভেম্বর মাসের শুরুতে নাইট ডিউটি করে বাড়িতে ফেরার পথে শহরের নিতাইগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন হোসিয়ারী শ্রমিক নাসিমা আক্তার। গত ৪ নভেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজারের উচিৎপুরা-জাঙালিয়া সড়কে আড়াইহাজার পৌরসভার শিবপুর ব্রিজ এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বিল্লাল হোসেন নামের এক এজেন্ট ব্যাংকিংয়ের মালিককে প্রাইভেটকারে তুলে নিয়ে ১৩ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠে। গত ২৫ অক্টোবর সোনারগাঁয়ের উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রাম সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের একটি ঝোপ থেকে প্রাইভেটকার চালক হানিফের ক্ষতবিক্ষত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার ও ছিনতাই হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করেছে পুলিশ। বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনা বলেন, সকাল-রাতে ছিনতাইয়ের শিকার হতে হচ্ছে নারায়ণগঞ্জবাসীকে। বহু শিক্ষার্থীকে সকালে তাদের পড়াশুনার জন্যে বাইরে যেতে হয় এবং রাতে ফিরতে হয়। শ্রমিক অঞ্চলগুলোতে শ্রমিকদের অর্থ ছিনিয়ে নেয়া, জখম হওয়া, রিক্সা-সিএনজিচালকের মৃত্যু এসব শহরের নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। আমরা নাগরিক নিরাপত্তা চাই, স্বস্তিতে-নির্ভয়ে নিজ জেলায় বসবাস করতে চাই। ছিনতাই উপদ্রব রুখতে আইন-শৃঙ্খলাবাহিনীর তৎপরতা বৃদ্ধি করতে হবে। ছিনতাইয়ের স্পট চিহ্নিত করে সেখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং ছিনতাইকারী-ডাকাত এদের রাজনৈতিক শেল্টারগুলো খুঁজে বের করে যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ বিষয়ে বাংলাদেশ হোসিয়ারী সমিতির সাবেক সভাপতি বদিউজ্জামান বদু বলেন, শ্রমিকরা যখন বেতন নিয়ে রাতে বাড়িতে যায় তখন তাদের টার্গেট করে ছিনতাইকারীরা। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি এবং ব্যবসায়ীরাও সংগঠিত হয়েছি। চেষ্টা করছি এগুলো কমিয়ে আনতে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ বলেন, নারায়ণগঞ্জে ছিনতাই আগের তুলনায় যেমন বেড়েছে এটা যেমন সত্য তেমনি গত কিছুদিনের ব্যবধানে অনেক ছিনতাইকারী ও ডাকাত গ্রেফতার হয়েছে। পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে অভিযানে রয়েছে। আশা করছি আগামী ১/২ মাসের ব্যবধানে ছিনতাইয়ের ঘটনা অনেক কমে আসবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯