আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ২:১৮

সোনারগাঁয়ে কৃষককে কুপিয়ে জখম

ডান্ডিবার্তা | ২৭ ডিসেম্বর, ২০২৪ | ১১:২৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁ উপজেলা কান্দাপাড়া এলাকায় জমি সক্রান্ত বিষয়ে পূর্ব শত্রæতার জের ধরে এক কৃষক ও তার স্ত্রীসহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক ভাবে আহত করার অভিযোগ পাওয়া গেছে।চিকিৎসার জন্য আহতদেরকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করা হয়েছে।এবিষয়ে আহতদের ভাই মোঃ আবুল হোসেন সিকদার বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এলাকাবাসী ও লিখিত অভিযোগের বাদী জানান, উপজেলার সনমান্দী ইউনিয়ন কান্দাপাড়া এলাকার কৃষক মোহন সিকদারের সাথে একই এলাকার কামাল হোসেন, আহসান উল্লাহদের সাথে জমি সক্রান্ত বিষয়ে মনমালিন্য চলার এক পর্যায়ে মোহন সিকদারের পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় গত বুধবার দুপুর অনুমান ১২ টার দিকে মোহন সিকদার জমি থেকে কাজ শেষে বাড়ী ফেরার পথে কান্দাপাড়া ব্রীজে বিবাদী কামাল হোসেন, আহসানউল্লাহ, আল-আমীন মিয়া, শারজাহান, আবু সাইদ, কবির হোসেন,সাগর মিয়া সহ আরো ৩/৪ বিবাদী তাদের হাতে থাকা ধারালো রামদা,চাপাতি,টেটা,বল্লম সহ দেশীয় তৈরি অস্ত্র নিয়ে পথরোধ করিয়া মোহন সিকদারকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। এসময় তার ডাক চিৎকারে তাকে রক্ষা করার জন্য তার স্ত্রী হোসনেয়ারা,ছোট ভাই মিলন সিকদার, ভাতিজা মিনহাজ ও মেহেদী সিকদার আগাইয়া আসিলে বিবাদীরা সকলকেই পিটিয়ে জখন করে এবং ভাবী হোসেেনয়ারাকে শ্লীলতাহানি করে স্বর্নালংকার ছিনিয়ে নেয়।স্হানীয়ের সহায়তায় আহতের চিকিৎসার জন্য সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থা অবনতি দেখে আমার ভাই মোহন সিকদারকে কর্তব্যরত চিকিৎসক ঢাকা কলেজ মেডিক্যাল হাসপাতালে প্রেরন করেন। এবিষয়ে আমি বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি ন্যায় বিচার চাই। অপরদিকে অভিযুক্ত কামাল হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী জানান, এবিষয়ে লিখিত অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা