আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ২:১০

এখনো আদমজী ইপিজেডের নিয়ন্ত্রণে ম‌তির ক্যাডার বাহিনী

ডান্ডিবার্তা | ২৭ ডিসেম্বর, ২০২৪ | ১১:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানের অন্যতম সিদ্ধিরগঞ্জ সেক্টরের সকল অপরাধের নিয়ন্ত্রণ সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি আওয়ামী লীগ সরকার পল্টি দেয়ার পর গা-ঢাকা দেয় পুরো বাহিনী নিয়ে। এরপরে ও থেমে নেই মতির ঘৃণ্য কর্মকান্ড। তার সহযোগীরা বিভিন্ন নামে বেনামে এখনো নিয়ন্ত্রন করছেন আদমজী ইপিজেট। সন্ত্রাসী মতির সহযোগী ছাত্র আন্দোলনে হামলার অনন্যতম হোতা হত্যাসহ একাধিক মামলার আসামী নাসির ওরফে বরিশাইল্লা নাসির এখনো প্রকাশ্যে থেকে নিয়ন্ত্রন করছেন আদমজী ইপিজেটের বিভিন্ন প্রতিষ্ঠান। নাসিরের নামে রয়েছে একাধিক সন্ত্রাসী বাহিনী তার বিরুদ্ধে কেউ গেলেই তাকে সন্ত্রাসী বাহিনী দিয়ে শায়েস্তা করা হয়। সন্ত্রাসী নাসির পলাতক কাউন্সিলর মতির সহযোগিতায় ইপিজেডর বেশ কয়েকটি কারখানা গিয়ে হুমকি ধামকি দিয়ে ওয়েস্টিজ মালামাল নামিয়ে আনার প্রস্তুতি সম্পন্ন করেছেন। এ নিয়ে সিদ্ধিরগঞ্জের বিএনপির নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সংঘর্ষের ঘটনাও ঘটতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র জানায়, নাসির ওরফে বরিশাইল্লা নাসির সিদ্ধিরগঞ্জ মিজমিজি এলাকার ভাড়াটিয়া তার গ্রামের বাড়ি বরিশাল হলেও দীর্ঘদিন আদমজী এলাকায় বসবাসের কারনে তার সখ্যতা বরাবরই কাউন্সিলর মতি বাহিনীর সঙ্গে। গত ৫ আগস্টের পর কাউন্সিলর মতি এলাকা ছাড়া হলেও তার বাহিনীকে নিয়ে আদমজী ইপিজেড নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন নাসির। তিনি মতির স্থলাভিষক্ত সেকেন্ড মতি হতে চাচ্ছেন। কিছুদিন পুর্বে কাউন্সিলর মতিউর রহমান মতির ভাগিনা মামুনসহ এই চক্রের অন্যান্য সদস্যদের নিয়ে গেল কদিন ইপিজেডে মহড়া দিয়েছেন। নাসির কিছুদিন আগে অনেকটা জোরপূর্বক কয়েকটি ফ্যাক্টরীর ওয়েস্টিজ মালামাল নামানোর প্রস্তুতি সম্পন্ন করেছেন। এ নিয়ে বিএনপির একাধিক গ্রæপের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। সূত্র জানায়, নাসির ওরফে বরিশাইল্লা নাসির অনন্ত অ্যাপারেলস, সিমবা-১, সিমবা-২, সিমবা-৩, ডিএনডি এবং ইয়োকোহামা গার্মেন্টের ওয়েস্টিজ তাকে দেয়ার জন্য হুমকি ধামকি দিয়ে এসেছেন। তাকে সহযোগিতা করছেন কাউন্সিলর মতির ভাগিনা মামুন। মামুন ছাড়াও তার সঙ্গে আরও রয়েছেন মতি বাহিনীর পানি আক্তার ও মানিক মাস্টার গ্রæপের লোকজনও। আদমজী এলাকার ব্যাবসায়ীরা জানান, নাসির ওরফে বরিশাইল্লা আওয়ামীলীগের সময়ে মতির সন্ত্রাসী বাহিনীর প্রধান হিসেবে ইপিজেট নিয়ন্ত্রনে ব্যাপক ভুমিকা রেখেছেন, এ ছাড়াও আদমজী ইপিজেটের সামনে সরকারী জায়গা দখল করে কয়েকটি দোকান নির্মান করে অবৈধ ব্যাবসা করছেন। ছাত্র আন্দোলনে সময় মতির সহযোগী হিসেবে চিটাগাংরোড এলাকায় অস্ত্র নিয়ে ছাত্রদের উপর হামলা করার অভিযোগ রয়েছে তার কিরুদ্ধে। গত ৫ আগষ্টের পর তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হলেও প্রশাসন কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনো প্রকাশ্যে সন্ত্রাসী কার্যক্রম করে যাচ্ছেন। এলাকার সাধারন মানুষ নাসির অবিলম্বে গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা