আজ শনিবার | ৯ আগস্ট ২০২৫ | ২৫ শ্রাবণ ১৪৩২ | ১৪ সফর ১৪৪৭ | রাত ২:১৫

আতঙ্কে সহযোগি সংগঠনের নেতারা!

ডান্ডিবার্তা | ২৮ ডিসেম্বর, ২০২৪ | ১০:০৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্তির পর নতুন করে বিলুপ্ত হয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি। নড়বড়ে অবস্থানে আছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটিও। অভিযোগের বাইরে নেই অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও। মূল কমিটির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা কেন্দ্রের নজরদাড়িতে আছেন এমন তথ্য উঠে এসেছে একাধিক সূত্রে। বিএনপির নেতারা জানিয়েছেন, নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে অভিযোগের স্তুপ জমেছে শীর্ষ নেতাদের কাছে। ৫ আগস্টের পটপরিবর্তনের পর হামলা, মিথ্যা মামলা, দখল, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার থেকে মারামারি এবং তারেক রহমানের নির্দেশনা অমান্য করাসহ সুনির্দিষ্ট অভিযোগ উঠে এসেছে অনেকের বিরুদ্ধে। পদবিহীন নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় গুরুত্বপুর্ন দায়িত্বে থাকা নেতাদের নামও রয়েছে এই তালিকায়। তবে কোন কোন ঘটনায় বিএনপির তরফ থেকে শোকজ এবং ব্যবস্থা নিতে দেখা গেছে। যদিও এর সংখ্যা খুবই নগন্য। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের একটি অংশ নানা বিতর্কিত কর্মকাÐে জড়ায়। ক্ষমতায় চলে এসেছে এমনটাই ধরে নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্থানে হামলা, চাঁদাবাজি, দখল, আবার কোথাও আধিপত্য বিস্তারে সংঘর্ষে জড়ান। তাঁদের নিবৃত্ত করতে একাধিকবার কঠোর বার্তা শীর্ষ নেতাদের তরফ থেকে দেয়া হলেও গোপনে এই কাজ চালিয়ে যাচ্ছেন অনেকে। তবে এসবের মাঝেও কয়েকজন বিএনপি নেতাকে বহিস্কার, অব্যহতি ও শোকজের ঘটনা ঘটেছে। প্রবীন বিএনপি নেতাদের অনেকেই বলছেন, ‘ক্ষমতার লোভ জন্মানো বেশ কিছু নেতাদের কারনে গত ১৫ বছর ধরে নির্যাতন-নিপীড়নের শিকার হওয়া বিএনপি এখন সমালোচনার মুখে। বিশেষ করে, বিএনপি আগামী দিনের রাজনীতিতে ক্ষমতায় গেলে নেতা-কর্মীরা কী ধরনের আচরণ করতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের সা¤প্রতিক বিতর্কিত কর্মকাÐগুলো যেন প্রমাণ করে দিচ্ছে ক্ষমতায় গেলে আরও বেপরোয়া হয়ে উঠবে। এর ফলে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ভোটের রাজনীতিতে। দলের একটি সূত্র জানায়, ‘ছাত্রদলের পর এবার বিলুপ্ত হয়েছে জেলা বিএনপির কমিটি। সুস্পষ্ট ঘটনার উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যথায় তিন বছর মেয়াদ পাওয়া একটি জেলা কমিটি এত দ্রæত ভাঙত না। তাছাড়া জেলা বিএনপির কার্যক্রমও বেশ ধীরগতির। সন্তোষজনক নয় অনেককাংশেই। ঠিক একই অবস্থা বিরাজ করছে জেলা যুবদল, মহানগর যুবদল এবং স্বেচ্ছাসেবক দলে। আরও বিভিন্ন নামে থাকা পেশাজীবী দলগুলোর অনেক নেতারা কেবল নাম ভাঙ্গিয়ে চলছেন। ভুঁইফোড় সংগঠনও বাড়ছে প্রতিনিয়ত। বিএনপির কেন্দ্রীয় নেতারা গণমাধ্যমকে জানিয়েছেন, ‘জেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে কিছু অভিযোগ এবং সভাপতি ও সাধারন সম্পাদকের মধ্যে মতানৈক্যের বিষয় সহ একাধিক কারনে কমিটি বিলুপ্ত করা হয়েছে। প্রায় কাছাকাছি ধরনের অভিযোগ আছে অঙ্গ ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতার বিরুদ্ধে। এসব অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৫ আগস্টের পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ অনেক নেতার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ ওঠে। এর মধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও কেউ কেউ বাদ পড়েছেন। শিল্প নগরীকে ঘিরে যেই হারে চাঁদাবাজি ও ঝুট ব্যবসা নিয়ে দৌরাত্ব বেড়েছে তা যেকোন সময় সহিংসতায় রূপ নিতে পারে। তাই এখনই প্রয়োজন অভিযোগগুলো আমলে নিয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা