
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্তির পর নতুন করে বিলুপ্ত হয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি। নড়বড়ে অবস্থানে আছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কমিটিও। অভিযোগের বাইরে নেই অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও। মূল কমিটির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা কেন্দ্রের নজরদাড়িতে আছেন এমন তথ্য উঠে এসেছে একাধিক সূত্রে। বিএনপির নেতারা জানিয়েছেন, নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে অভিযোগের স্তুপ জমেছে শীর্ষ নেতাদের কাছে। ৫ আগস্টের পটপরিবর্তনের পর হামলা, মিথ্যা মামলা, দখল, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার থেকে মারামারি এবং তারেক রহমানের নির্দেশনা অমান্য করাসহ সুনির্দিষ্ট অভিযোগ উঠে এসেছে অনেকের বিরুদ্ধে। পদবিহীন নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় গুরুত্বপুর্ন দায়িত্বে থাকা নেতাদের নামও রয়েছে এই তালিকায়। তবে কোন কোন ঘটনায় বিএনপির তরফ থেকে শোকজ এবং ব্যবস্থা নিতে দেখা গেছে। যদিও এর সংখ্যা খুবই নগন্য। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের একটি অংশ নানা বিতর্কিত কর্মকাÐে জড়ায়। ক্ষমতায় চলে এসেছে এমনটাই ধরে নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্থানে হামলা, চাঁদাবাজি, দখল, আবার কোথাও আধিপত্য বিস্তারে সংঘর্ষে জড়ান। তাঁদের নিবৃত্ত করতে একাধিকবার কঠোর বার্তা শীর্ষ নেতাদের তরফ থেকে দেয়া হলেও গোপনে এই কাজ চালিয়ে যাচ্ছেন অনেকে। তবে এসবের মাঝেও কয়েকজন বিএনপি নেতাকে বহিস্কার, অব্যহতি ও শোকজের ঘটনা ঘটেছে। প্রবীন বিএনপি নেতাদের অনেকেই বলছেন, ‘ক্ষমতার লোভ জন্মানো বেশ কিছু নেতাদের কারনে গত ১৫ বছর ধরে নির্যাতন-নিপীড়নের শিকার হওয়া বিএনপি এখন সমালোচনার মুখে। বিশেষ করে, বিএনপি আগামী দিনের রাজনীতিতে ক্ষমতায় গেলে নেতা-কর্মীরা কী ধরনের আচরণ করতে পারেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। তাদের সা¤প্রতিক বিতর্কিত কর্মকাÐগুলো যেন প্রমাণ করে দিচ্ছে ক্ষমতায় গেলে আরও বেপরোয়া হয়ে উঠবে। এর ফলে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে ভোটের রাজনীতিতে। দলের একটি সূত্র জানায়, ‘ছাত্রদলের পর এবার বিলুপ্ত হয়েছে জেলা বিএনপির কমিটি। সুস্পষ্ট ঘটনার উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যথায় তিন বছর মেয়াদ পাওয়া একটি জেলা কমিটি এত দ্রæত ভাঙত না। তাছাড়া জেলা বিএনপির কার্যক্রমও বেশ ধীরগতির। সন্তোষজনক নয় অনেককাংশেই। ঠিক একই অবস্থা বিরাজ করছে জেলা যুবদল, মহানগর যুবদল এবং স্বেচ্ছাসেবক দলে। আরও বিভিন্ন নামে থাকা পেশাজীবী দলগুলোর অনেক নেতারা কেবল নাম ভাঙ্গিয়ে চলছেন। ভুঁইফোড় সংগঠনও বাড়ছে প্রতিনিয়ত। বিএনপির কেন্দ্রীয় নেতারা গণমাধ্যমকে জানিয়েছেন, ‘জেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে কিছু অভিযোগ এবং সভাপতি ও সাধারন সম্পাদকের মধ্যে মতানৈক্যের বিষয় সহ একাধিক কারনে কমিটি বিলুপ্ত করা হয়েছে। প্রায় কাছাকাছি ধরনের অভিযোগ আছে অঙ্গ ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতার বিরুদ্ধে। এসব অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৫ আগস্টের পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ অনেক নেতার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ ওঠে। এর মধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও কেউ কেউ বাদ পড়েছেন। শিল্প নগরীকে ঘিরে যেই হারে চাঁদাবাজি ও ঝুট ব্যবসা নিয়ে দৌরাত্ব বেড়েছে তা যেকোন সময় সহিংসতায় রূপ নিতে পারে। তাই এখনই প্রয়োজন অভিযোগগুলো আমলে নিয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯