
ডান্ডিবার্তা রিপোর্ট
রাজনৈতিক দলের নেতা, হাইওয়ে পুলিশ, ডিবি পুলিশ ও রূপগঞ্জ থানা পুলিশকে ম্যানেজ করেই গাজীপুর-চট্রগ্রাম এশিয়ান হাইওয়ে সড়ক ও কাঞ্চন ব্রীজের পশ্চিম পাড় থেকে উপ শহরের ৩০০ ফুট এলাকায় নীলা মার্কেট পর্যন্ত প্রায় ৫০টি টংয়ের দোকানে চোরাই তেলের রমরমা বাণিজ্য চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। ৫০টি দোকানে ব্যবসা করলেও অনেক ব্যবসায়ীর নাম জানা যায়নি। তবে ডিবি পরিচয়ে আনোয়ার ও তার শ্যালক কামরুল মিলে ডজনখানেক দোকানে চোরাই তেলের ব্যবসা চালিয়ে আসছে বলে অনেকের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় রূপগঞ্জের গোলাকান্দাইল হাট থেকে এশিয়ান হাইওয়ের জিন্দাপার্ক ও কাঞ্চন সেতু থেকে ৩০০ ফুট এলাকার নীলা মার্কেট পর্যন্ত ফুটপাতে জমে উঠা প্রায় ৫০টি দোকানে চলে চোরাই তেলের রমরমা ব্যবসা। এসকল খবর নিয়ে পাওয়া অজানা অনেক তথ্য। কেঁচো খুঁজতে গিয়ে সাপ বেরিয়ে আসে। জানা যায়, এ সকল হাইওয়ের পাশে গড়ে উঠা টংয়ের দোকানগুলোতে তেল ব্যবসার অন্তরালে চলে নানা ধরনের অবৈধ ব্যবসা। যেমন, ইট ভাটার চোরাই ইট, ডিজেল, পেট্রোল, অকটেন, সোয়াবিন তেল ও যুব সমাজের মরণ নেশা ইয়াবা ব্যবসা। দোকানগুলোতে গিয়ে যে সকল ব্যবসায়ীদের দেখা মিলে তারা হলেন, এশিয়ান হাইওয়ে ফ্লাইওভারের উত্তর, দক্ষিণ ও পুর্ব পাশে আনোয়ার ও কামালের কয়েকটি চোরাই তেলের দোকান। রয়েছে মাসুমের তেলের দোকান। এছাড়াও নলপাথর এলাকার এশিয়ান হাইওয়ে সড়কের পাশে সামছুল ইসলামের তেলের দোকান, কাঞ্চন ব্রীজের সামনে ব্রাক্ষনখালী এলাকার সিরাজের ছেলে গোলাপ দোকান, সুইরাব এলাকার রাকিব দোকান, একই এলাকার সোলমানের দোকান, এছাড়াও দোকান আছে আনোয়ার, মাসতুল এলাকার লিটন, কুদুর মার্কেট এলাকার ইয়াছিন, সাব্বির হোসেন, ইসমাইল, লেংটার মাজার এলাকার কাশেম, সোহেল, কাঞ্চন ব্রীজ সংলগ্ন ফরহাদ ছাড়াও বাকি পনেরটা দোকান বন্ধ পাওয়া যায়। এলাকাবাসী জানান, চোরাই তেল ব্যবসায়ীরা দিনের বেলা দোকান বন্ধ রাখলেও সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত খোলা রাখে। এদের ব্যবসাই চলে রাতে। খবর নিয়ে জানা যায় কাঞ্চন ব্রীজের পশ্চিম পাড় থেকে নীলা মার্কেট পর্যন্ত প্রায় ২০টি তেলের টংয়ের দোকানের ও জিন্দাপার্ক পর্যন্ত ১০টি ও গোলাকান্দাইল থেকে কাঞ্চন ব্রীজ পর্যন্ত ২০টি। তবে এর মধ্যে ২০টি দোকানের পুলিশের দায়িত্ব নিয়েছে কুদুর মার্কেটের তেল ব্যবসায়ী ইয়াছিন। এ ছাড়াও ইয়াছিন চোরাই তেলের ডিলার বলে জানান এসকল তেল ব্যবসায়ীরা। তারা আরো জানান, ডিলার ইয়াছিন থানা পুলিশের দায়িত্ব নিয়েছে। মাসতুল এলাকার চোরাই তেল ব্যবসায়ী লিটন মিয়া জানান, ইয়াছিন মাস শেষে প্রত্যেক ব্যবসায়ীদের কাছ থেকে ৫ হাজার টাকা করে নিয়ে থানাকে বুঝিয়ে দেয়। এজন্যই আমাদের পুলিশি কোন সমস্যা হয়না। নাম না বলার শর্তে জনৈক ব্যক্তি বলেন এখানে টংয়ের দোকানের মধ্যে ক্রয় করে থাকে চোরাই ডিজেল, পেট্রোল, অকটেন, সোয়াবিন তেল, ইট ভাটার চোরাই ইট। তবে শুনেছি এসকল ব্যবসার অন্তরালে ইয়াবাসহ সকল ধরনের মাদক বিক্রি করে থাকে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, আমি নতুন এসেছি। থানার কথা বলে যদি কেউ অপকর্ম করে তাহলে আমি তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব। সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে আমার কোন আপোষ নেই।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯