
ডান্ডিবার্তা রিপোর্ট
নানা বিতর্কিত কর্মকান্ডের অভিযোগে স¤প্রতি বিলুপ্তি ঘোষনা করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি। এদিকে, কমিটি বিলুপ্তি হওয়ার পর থেকে জেলা বিএনপির কমিটি কাদের নেতৃত্বে আসছে তা নিয়ে চলছে চুলচেড়া বিশ্লেষন। তবে, দলের জন্য নিবেদিত প্রান এবং নেতা কর্মীদের মূল্যায়ন করেন এমন নেতৃত্বই চাচ্ছেন নারায়ণগঞ্জ বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। বিগত সময় জেলা বিএনপির নেতৃত্ব যারাই ছিল তাদের মত স্বার্থন্বেষী নেতাদের বাদ দিয়ে দলের দুঃসময়ে যে সকল নেতৃবৃন্দ দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে রাজপথে সংগ্রাম করে আসছিলেম তাদের সমন্বয়েই জেলা বিএনপির কমিটি গঠন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ বিএনপির তৃণমূল নেতৃবৃন্দ। তবে, এর ব্যতিক্রম ঘটলে এর প্রভাব আগামিতে দলের মধ্যে ব্যাপক নীতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সূত্রমতে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত হওয়ার সাথে সাথে নতুন নেতৃত্ব নিয়েও আলাপ আলোচনা চলমান রয়েছে। নতুন পদ-পদবিতে কারা আসছেন কাদের কাঁধে দেয়া হচ্ছে নতুন দায়িত্ব তাদের নিয়ে তৃণমূল পর্যায়ে বেশ জোড়ালোভাবেই আলাপ আলোচনা চলছে। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক এই দুইটি পদ নিয়েই বেশি সরগরম পরিলক্ষিত হচ্ছে। তারই অংশ হিসেবে আগামী দিনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীও আলোচনায় রয়েছেন। জেলা বিএনপির একটি অংশ তাকেও সাধারণ সম্পাদক পদে দেখতে চান। সেই সাথে তার অনুসারীরাও এ নিয়ে বেশ উৎফুল্ল। যদিও এ ব্যপারে রিয়াদ চৌধুরীর কোনো স্পষ্ট বক্তব্য নেই। তিনি দলের সিদ্ধান্তকেই বেশি অগ্রাধিকার দিচ্ছেন। দলীয় সূত্র বলছে, গত ২৪ ডিসেম্বর দুপুরে অনেকটা আচমকায় কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। সেই সাথে অতিদ্রæত জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়ে দেয়া হয়। তবে কোনো তদন্ত কমিটি করা হয়েছিলো সে বিষয়ে স্পষ্ট কিছু উল্লেখ করা হয়নি।এ বিষয়ে জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, কমিটি ভাঙা গড়া চলমান একটি প্রক্রিয়া। দল যখন যে সিদ্ধান্ত নিবে বা দিবে সেটাই সর্বোত্তম। এর আগে ২০২২ সালের ১০ নভেম্বর নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনকে আহবায়ক ও গোলাম ফারুক খোকনকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে ২০২৩ সালের ১৭ জুন সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকায় দ্বি বার্ষিক সম্মেলনে মুহাম্মদ গিয়াসউদ্দিন সভাপতি ও গোলাম ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। আর এই দুইজনের নেতৃত্ব থাকা অবস্থায় জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। জেলা বিএনপির কমিটি বিলুপ্ত হওয়ার সাথে সাথেই সম্ভাবনাময় নেতাদের নিয়েও নানাভাবে আলাপ আলোচনা চলমান রয়েছে। যার ধারাবাহিকতায় সাধারণ সম্পাদক হিসেবে রিয়াদ মোহাম্মদ চৌধুরীও আলোচনায় রয়েছেন। নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালিন সময়ে দলীয় আন্দোলন সংগ্রামে সরব ভূমিকায় ছিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী। দলীয় প্রায় প্রত্যেক কর্মসূচিতেই তাদের সক্রিয় অংশগ্রহণ ছিলো। নানা প্রতিবন্ধকতা মোকেবেলা করেও একের পর এক কর্মসূচিতে সরবতা দেখিয়েছেন। দলের নেতাকর্মীদেরকেও ঐক্যবদ্ধ করেছেন। এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের সরকারের পতন হয়। আর এই পতনের মধ্য দিয়ে রিয়াদ মোহাম্মদ চৌধুরী নেতৃত্বে ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীরা আরও বেশি সক্রিয় হয়ে উঠেন। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়েও নিজেকে জানান দিয়ে আসছেন। নানা আয়োজনের মধ্য দিযে জেলা পর্যায়েও তার বিস্তৃত ঘটে। তারই অংশ হিসেবে এবার তাকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে চাচ্ছেন তার অনুসারীরা। এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, দল যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত আমাদের মেনে নিতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল পর্যায়ের নেতাকর্মীদের খোঁজ খবর জানেন। সকল বিষয়েই তিনি অবগত আছেন। আর ঢাকার পাশাপাশি নারায়ণগঞ্জের অনেক গুরুত্ব রয়েছে। সেই হিসেবে কমিটি ঘোষণার ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা করতে হবে। যারা ত্যাগ স্বীকার করছেন বিভিন্ন সময়ের নির্যাতন নীপিড়নের শিকার হয়েও দলের দু:সময়ে নেতাকর্মীদের ছেড়ে যাননি তাদেরকেই বাছাই করতে হবে। তিনি আরও বলেন, যোগ্য নেতৃত্ব অনেক আছে। তাদের মধ্যে থেকেই বাছাই করতে হবে। আমরা আশা করি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আস্থা অনুযায়ী যোগ্য নেতৃত্বকেই বাছাই করা হবে। সেই সাথে যিনি নেতৃত্বে আসবেন তিনি যেন ব্যক্তি কেন্দ্রিক না হয়ে দল কেন্দ্রিক হয়ে উঠবেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯